-
অল্প লস হলে আমরা মনে করি লাভ হবে কিন্তু দেখা যায় আর বেশি লস হয়ে যায় । এনাল্যসিস ভুল থাকলে বড় আকারে লস হয় । অনেক সময় আমরা লস থেকে শিক্ষা গ্রহন করি না । কেন লস হল তা আর দেখতে যায়না । কিছু অর্ডারে সুবিধা পাওয়া গেলেও দেখা যায় যে অধিকাংশ সময় আপনার ক্ষতির মাত্রা বেড়ে যায়। এতে করে তাকে হয়তো বড় লস টি মেনে নিয়ে ট্রেড ক্লোজ করতে হয় অত্যথায় একাউন্ট আপনার চোখের সামনে জিরো হবে আর আপনি ভাবতে থাকবেন, ট্রেড হয়তো আপনার অনুকূলে আসবে।
-
আমরা লস কে পুষে থাকি রিকভারি আশায় তবে এটা আমাদের সঠিক সিদ্দান্ত নয়। আমাদের উচিত মোট ডিপোজিট এর ৩০% লোকসানে গেলে ট্রেড ক্লোজ করে লসের কারন খুজতে হবে। কারন হয়তো ক্লোজ না করলে এটি অনেক বড়ো লোকসানে যাবে আর যেটি আপনার জন্য মহা প্রলয়ে পরিনত হবে। তাই আমাদের যে টিপি আর স্টোপ লস ব্যবহার করে সল্প সময়ে মার্কেট থেকে প্রফিট বের করে আনতে হবে। তাহলে তো সবাই ফরেক্স মার্কেটে লস করবে। অনেক সময় দেখা যায় লসে থাকা একটি ট্রেড ক্লোজ করার কিছু সময় পরেই মার্কেট ট্রেডের অনুকূলে চলে আসে অর্থাৎ যদি ট্রেডটি ক্লোজ না করা হতো তাহলে প্রফিট অর্জন করা যেত। তাই ফরেক্স মার্কেট থেকে প্রফিট অর্জন করতে হলে অবশ্যই আমাদেরকে লস পুষে রাখার অভ্যাস করতে হবে।
-
আসলে ভাই আপনি সম্পূর্ণ সত্য কথা বলেছেন।কেননা আমরা আসলেই অনেক বেশি লোভী। আমরা যখন দেখি যে একটা ট্রেড,প্রফিট এর দিকে যাচ্ছে,তখন আমরা সেটা ক্লোজ না করে,আরও অপেক্ষা করি, যদি আরো একটু লাভ হয়,আরেকটু প্রফিট হয়।তখন দেখা যায় যে কিছু সময় পরেই মার্কেট পরিবর্তন হয়ে গিয়েছ, হিতে বিপরীত হয়ে গিয়েছে।তাই আমাদের সকলের উচিত অতিরিক্ত লোভ কে উপেক্ষা করে, ধৈর্য ধারণ করার সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা।এবং টেক প্রফিট এর সাথে সাাথে স্টপ লস ব্যবহার করে লসের পরিমাণ কমানো।
-
আমরা জানি ধৈর্যশীল হওয়া একটি উত্তম মানবিক গুণ। এ মানবিক গুণাবলি যার মধ্যে রয়েছে জীবন সংগ্রামে তার পক্ষে জয়ী হওয়া সহজতর হয়। যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবিলায় ধৈর্যশীলতার অবদান অসামান্য। ধৈর্যশীল মানুষ সহজে ভেঙে পড়ে না। চরম বিপদ ও প্রতিকূল অবস্থায় ধৈর্যশীলতা মাথা ঠাণ্ডা করে সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে। আমার মতে যাদের লস হতে থাকে তারা লস পুষাতে চেষ্টা করে।আর যারা লাভ করে তারা চেষ্টা করে যাতে লস না হয়।কিন্তু আবার লস ছাড়া লাভ হয় না।আমার মতে ৯৫% ট্রেডার তারা লসের মাধ্যমেই একজন ভালো ট্রেডার হিসেবে গড়ে ওঠে।
-
এনাল্যসিস ভুল থাকলে বড় আকারে লস হয় । অনেক সময় আমরা লস থেকে শিক্ষা গ্রহন করি না । কেন লস হল তা আর দেখতে যায়না । পরবর্তীতে একই ভুলের কারনে আবার লস হয় । এটা নির্ভর করে ট্রেডিং স্টাইল এর ওপর । আপনি যদি লং ট্রেড করে থাকেন তাহলে স্টপ লস আপনার ক্ষতির ও কারণ হতে পারে । তবে স্ক্যাল্পার দের জন্য এটা খুবই গুরুত্বপুর্ণ।
-
ফরেক্স এ আমরা লস পুসে থাকি কারণ লসও ফরেক্সের একটা অংশ, ফরেক্স একটি বাবসা আর বাবসায় লাভ এবং লস একটি মুদ্রার এপিট/ওপিট তাই ফরেক্স ট্রেডাররা লস কে ভয় পান না তারা লস থেকে ও শিখতে পারেন যে কেন লস হল এটাকে পুনরাবৃত্তি না করার জন্য লস করা ট্রেডটি থেকে ও আমরা অনেক কিছু শিখতে পারি।
-
ফরেক্স মার্কেটে কিছু কিছু কারনে আমারা বেশি লস করি যেমন লস যখন বাশি হয় তখন আমারা সে লস্কে পুসে রাখু এটা আমাদের একটি খারাপ অভ্যাস আমারা ট্রেদপেন করলে ট্রেডে স্টপ লস না দিয়ে সুদু টেক প্রফিট দিয়ে থাকি তারা যখন কোন ট্রেড লসে চলে জায় তখন অই লস্কে কাটি না এটা মটেও উচিৎ নয়।
-
ব্যবসা বাণিজ্যে লসকে বাদ দিয়ে লাভের কথ
-
ব্যবসা বাণিজ্যে লসকে বাদ দিয়ে লাভের কথা চিন্তা করা যায় না । লাভ লোকসান ব্যবসায় বাণিজ্যে ওতোপ্রতোভাবে জড়িত । যেখানে লাভ থাকে সেখানে লস থাকাটাই স্বাভাবিক । ট্রেড করে লসে পরলে এতে নিরাস হওয়ার কোন কারণ নেই । লসের পরেই লাভের সন্ধ্যান পাওয়া যাবে । তাই আমাদেরকে মাঝে মাঝে লসকে পুষতে হয় ।
-
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আমরা যদি চাই তাহলে আমরা ফরেক্স মার্কেট এ সফল হতে পারবো। ফরেক্স মার্কেট এ আপনি সফল হবেন বা না হবেন সেটা নির্ভর করে আমাদের মেধার উপর। আমরা যদি ফরেক্স মার্কেট এ আমাদের মেধা দিয়ে ট্রেড কোরতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ সফল হতে পারবো। আপনি যদি ফরেক্স মার্কেট এ ভালো ভাবে এনালিসিস করে ট্রেড করেন তাহলে আপনি সফল হবেন তা নির্ভর করে আপনার উপর।