-
ফরেক্স হল একটি মার্কেট প্লেস এখানে যে যত বেশী অভিজ্ঞ সে তত বেশী সাফল্য অর্জন করতে পারে । তাই আমাদের ফরেক্স এ সাফল্য অর্জন করতে হলে আগে ফরেক্স এর ব্যাপারে ভালো করে অভিজ্ঞতা অর্জন করতে হবে । সুধু তাই নয় অভিজ্ঞতা অর্জন করার পর আমরা যখন ট্রেড করব তার আগে আমাদের অবশ্যই ডেমো ট্রেড করতে হবে । অনেক বেশী বেশী করে ডেমো ট্রেড করার পর যখন এর ব্যাপারে অভিজ্ঞতা আসবে তার পর আসল ট্রেড করতে হবে ।
-
ফরেক্স এক টি রিক্সি বিজনেস এখানে থেকে লাভবান হইতে হইলে ফরেক্স সম্পরকে ভাল ভাবে জ্ঞেন অরগন করতে হবে। আর বেশি বেশি করে ডেমো ট্রেড করতে হবে। কারন ফরেক্স সামান্ন সামান্ন পরিমান অনেক বর ক্ষতি কারন হইতে পারে।
-
আমার মতে ফরেক্স এ ডেমো ভাল করে প্রাকটির্স করে ট্টেড করা শিখলে অনেকটা ভাল হয়। তারপরেও শুধু ডেমো দেখলেই নয়। ফরেক্স সমন্ধে নতুন নতুন কিছু কুটিনাটি শিখলে অনেকটা আমরা শক্তিশালী হতে পারব এই ফরেক্স। বিভিন্ন কারেন্সি, ট্টাজেডি, ইন্ডিকেটর ও এনালাইসিস ভাল করে বুঝে নিলে ফরক্স করলে অনেকটা অভিজ্ঞতা অর্জন করতে পারব।
-
যারা ফরেক্সে নতুন তাদের জন্য ডেমো ট্রেড অবশ্যেই দরকার। ডেমো অনুশীলন করলে যেকোন ভাবে ফরেক্স এ ভালো ফলাফল করা যায়। আপনাকে রিয়েল ট্রেড করার আগে অন্তত 4 থেকে 5 মাস ডেমো ট্রেড করা ভাল। তাহলেই আপনি ভাল মূনাফা আয় করতে পারবেন।
-
আমি মনে করি ডেমো অনুশীলন আপনার অভিজ্ঞতার ভিত্তি শক্ত করে এতে কোন সন্দেহ নেই নতুনদের রিয়েল ট্রেড করার আগে কমপক্ষে ৩/৪ মাস ডেমো অনুশীলন করা উচিত শুধু ডেমোই নয় নতুনদের ভালো করে এনালাইসিস করা, লোভ ও ইমোশন কন্ট্রোল করে একটি নির্দিষ্ট ফরমেটে ট্রেড করা উচিত, মনে রাখতে হবে ফরেক্সে টিকে থাকতে হলে অভিজ্ঞতার বিকল্প কিছু নেই।
-
ফরেক্স এ কাজ করার জন্য আগে আমাদের ফরেক্স এর ব্যাপারে ভালো ভাবে অভিজ্ঞতা অর্জন করে তারপর ফরেক্স এ কাজ করা উচিৎ । আর সাধারণত ফরেক্স এ আমরা ট্রেড করার জন্য অবশ্যই আমাদের আগে ডেমো ট্রেড করতে হবে । ভালো ভাবে ফরেক্স এর ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করার পর বুজে সুনে ডেমো ট্রেড করতে হবে , যত বেশী করে ডেমো ট্রেড অনুশীলন করা যাবে তত বেশী ভালো , বেশী করে ডেমো ট্রেড অনুশীলন করলে ফরেক্স এ সাফল্য অর্জন করা সম্বভ ।
-
আমি মনে করি ডেমো অনুশীলন আপনার অভিজ্ঞতার ভিত্তি শক্ত করে এতে কোন সন্দেহ নেই নতুনদের রিয়েল ট্রেড করার আগে কমপক্ষে ৩/৪ মাস ডেমো অনুশীলন করা উচিত শুধু ডেমোই নয় নতুনদের ভালো করে এনালাইসিস করা, লোভ ও ইমোশন কন্ট্রোল করে একটি নির্দিষ্ট ফরমেটে ট্রেড করা উচিত, মনে রাখতে হবে ফরেক্সে টিকে থাকতে হলে অভিজ্ঞতার বিকল্প কিছু নেই।
-
আমি একজন শিক্ষানবিশ ট্রেডার হিসেবে সবসময়ই অস্থির থাকতাম রিয়েল ট্রেড শুরু করার জন্য । তবে যার অধীনে আমি ফরেক্স শিখছি তিনি আমাকে ধৈর্য্য ধরে অন্তত তিন মাস সিরিয়াসলি ডেমো করার পরামর্শ দিয়েছেন । তাই আমি মনে করি যে আমরা নতুনরা যদি ভাল করে ফরেক্স দক্ষ হতে চাই তবে সর্বপ্রথম ডেমোতে আমাদেরকে দক্ষ হতে হবে ।
-
:yahoo:ডেমোতে কাজ করলে ফরেক্স মার্কেট সম্পরকে জ্ঞান লাভ করা যায়। ডেমোতে কাজ করা আর রিয়্যেল মার্কেটে কাজ করা প্রায় একই তাই যত ডেমোতে কাজ করা যাবে তত আপনার দক্ষতা বাড়বে।
-
যত বেশি ডেমো প্র্যক্টিস করা যায় তত ভালো। কারন ডেমো ট্রেড করে নিজের ভূল ট্রেড গুলো সং শোধন করা যায়। কিন্তু লাইভ ট্রেড এ তা করা যায় না। একটি ট্রেড ওপেন করার পর তা লসে গেলেও আপনি নগদ টাকা যাচ্ছে না। আর রিয়েল করলে সেটা খুব সতর্ক হয়ে করতে হয়।