-
আমার জানামতে বেশির ভাগ ট্রেডারই ফরেক্সে লস খায় ফরেক্স সম্পর্কে অজ্ঞতার কারনে, মার্কেট এনালাইসিস না করে ট্রেড না নেয়ার জন্য। মার্কেট এনালাইসিস করে উলটাপালটা ট্রেড নিলে তো লস খাবেই। আগে ফরেক্স ভালোভাবে শিখে ট্রেড করতে হবে। নয়তো লস খেয়ে পড়ে থাকবে। বেশির ভাগ ট্রেডারই ধৈর্য নিয়ে ফরেক্স শিখতে চায় না তাই লস খায়। লসের বহুমুখী কারণ থাকতে পারে। তবে তার মধ্যে উল্লেখ্য যোগ্য হলো ধৈর্য্যের অভাব, বেশী লোভ করা,সঠিক রুপে মানি ম্যানেজমেন্ট না করা,এনালাইসিস না করেই ট্রেডিং করা,অল্পতেই হতাশ হয়ে পড়া,নিজের ওপর আত্ম বিশ্বাস না থাক,নিজের মেধাশক্তিকে ভালো করে কাজ না লাগানো, ওভার লিভারেজ করা ওভার লটে ট্রেড করা,আপডেট নিউজ না দেখা।
-
বেশির ভাগ ট্রেডারই ফরেক্সে লস খায় ফরেক্স সম্পর্কে অজ্ঞতার কারনে, মার্কেট এনালাইসিস না করে ট্রেড না নেয়ার জন্য। মার্কেট এনালাইসিস করে উলটাপালটা ট্রেড নিলে তো লস খাবেই। আগে ফরেক্স ভালোভাবে শিখে ট্রেড করতে হবে। বেশির ভাগ ট্রেডার লস করে থাকে তাদের দোষের কারণে। কেননা তারা সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট পরিচালনা করতে পারে না, মার্কেট এনালাইসিস সম্পর্কে বুঝে না, নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না, ধৈর্য্য ধারণ করে ট্রেড করতে পারে না।
-
শুরুতে ফরেক্স এ কাজ করার সময় প্রত্যেক ট্রেডার রাই নিজের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাসী এবং ফরেক্স সম্পর্কে প্রচুর উৎসাহী থাকে। তাই তারা আবেগের বশবর্তী হয়ে যে কোন ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। এবং এভাবে তারা লস করতে করতে একসময় ফরেক্স থেকে পরাজিত সৈনিক হয়ে ফিরে যায়। তাই নতুন ট্রেডারদের 95% ই ফরেক্সে লুজার হয়ে থাকে। এদের অধিকাংশের মধ্যেই নিম্নোক্ত গুণাবলী বিদ্যমান থাকে,
১) অতিরিক্ত লোভ.
২) ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান না থাকা.
৩) ফরেক্স সম্পর্কে অনভিজ্ঞ ও অদক্ষ.
৪) ওভার লটে ট্রেড ধরা.
৫) মানি ম্যানেজমেন্ট না করা.
৬) নিয়মিত মার্কেট এনালাইসিস না করা.
৭) টার্গেট অতিরিক্ত ট্রেডিং করা.
৮) প্রতিহিংসামূলক ট্রেডিং.
-
ভলিউম বেশি দেওয়া, মানিমানেজমেন্ট ঠিক না রাখা, নিউজ খেয়াল না করা, বেশি লোভ করা ইত্যাদি। এইসব যে বাক্তি ত্যাগ করতে পারবেন সে ফরেক্সে সফল হবেনই। একটি জিনিস ফরেক্সে আরও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে তা হল সময়। ঠিক সময়ে ট্রেড অপেন করা।
-
যারা দক্ষ তারা ফরেক্স থেকে নিয়মিত আয় করছেন আবার লস ও হচ্ছে এটা হবেই মেনে নিতে হবে, বেশীর ভাগ ট্রেডাররা লস করে এটা ঠিক নয়! বেশীর ভাগ নতুন বা বিগেনাররা ফরেক্স মার্কেটে লস করে কারণ হল, শুরুতেই ট্রেড না বুজে রিস্ক নিয়ে ট্রেড করা, মার্কেট এনালাইসিস না করা, এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা, মার্কেট এ্যনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, প্লানিং ইত্যাদির উপর । তাছাড়া ফরেক্স না শিখে না বুঝে অনেকে ট্রেড করার কারনেও লস করে থাকে ।
-
কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে । তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে । কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন । সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে । কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না । সে ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন ।
-
ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেডারই লস খায়। কেও বেশি কম। বেশিরভাগ ট্রেডার রা লস খায়। তারা ফরেক্স ডেমো তারা ঠিক মত প্রাকটিস করে না। তারা ফরেক্স মানি ম্যানেজমেন্ট বুঝে না। আর একবার লস খাওয়ার পর তারা অনেক বেশি অস্থির হয়ে পরে।আবেগ এর বসে ট্রেডিং করে ট্রেডাররা লস করে থাকে।মানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেড করে ট্রেডাররা লস করে থাকে।ওভার ট্রেডিং এর ফলে ট্রেডাররা লস করে থাকে।ভালো ভাবে আনালাইসিস না করে ট্রেড করে ট্রেডাররা লস করে থাকে।
-
ফরেক্স মার্কেট এ ডেমো অ্যাকাউন্ট এ আভিজ্ঞতা অর্জন না করে রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেডিং করা , আবেগ এর বসে ট্রেডিং করে ট্রেডাররা লস করে থাকে । ম্যানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেড করে ট্রেডাররা লস করে থাকে । ফরেক্স ট্রেডিংয়ে যদি ভাসা ভাসা জ্ঞান ও দক্ষতা নিয়ে কেউ ট্রেড করতে বসে সেক্ষেত্রে ও লসের ফাদে পড়ে যায়,অন্যদিকে মার্কেট অ্যানালাইসিসের জ্ঞানের অভাব, মানিম্যানেজমেন্ট না করে ট্রেডিং সিদ্ধান্ত নিয়ে নেওয়া,অতিরিক্ত আবেগ ও উত্তেজনার বসে ট্রেড করে ।
-
প্রাথমিকভাবে যেকোন ব্যবসায় বা আর্থিক কাজে ক্ষতি হওয়াটাই স্বাভাবিক। ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি সম্পর্কে কোনো কিছু না জেনেই আসে। নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷ তারা বেশি লাভের আশায় বড় লটে ট্রেড করে, প্রায়ই নির্ভয়ে ওভার ট্রেডিং করে, মানি - মেনেজমেন্ট সঠিক ভাবে করতে পারে না, লেভারেজ নেয় অনেক বেশি, সেশন দেখে-বুঝে সময় মতো ট্রেড করে না, নিউজ আওয়ারে নিউজ ইমপেক্ট না বুঝেই ট্রেড করে থাকে,দ্রূত লাভের আশায় স্ক্যালপিং করে।অস্হির হয়ে ট্রেড করে৷ এই সকল বিষয়ের সমন্নয়ে নতুন ট্রেডার ক্ষতির সম্মুখীন হয়।
-
ফরেক্স এ বশির ভাগ ট্রেডার লস করে তাদের অদক্ষতার কারনে। ফরেক্স এর অপর যথেষ্ট ধারনা না থাকার কারনে অনেক ট্রেডার লস করে থাকেন। তারা ফরেক্স সম্পরকে অল্প ধারনা নিয়ে ট্রেড করতে গিয়ে বিপদের সম্মুখিন হতে হছে। বেশি লভের কারনে তারা ফরেক্স মার্কেট এ লস করেছে। আর এই পরিবর্তনশীল মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে হলে অাপনাকে অনেক বেশি পরিশ্রমি এবং অনেক বেশি ফরেক্স জ্ঞানী হতে হবে । কারণ ফরেক্স কলা-কৌশলই আপনাকে ফরেক্স সম্পর্কে অনেক দক্ষ হিসেবে গড়ে তুলবে । দক্ষতা অর্জন করলে এই মার্কেটে লসের পরিমাণ অত্যন্ত কম হয় ।