-
ফোরেক্স মার্খেটে আসলেই আবেগ একটি কঠিন এবং অনেক কঠোর একটি বিষয়। আবেগকে না যায় ছাড়া আবার না যায় এটিকে ধরে রাখা। তাই অবশ্যই আপনি মার্খেটে ট্রেড রান করার আগেই চেষ্ট করবেন এস এল টিপি কত করবেন সেটা নির্বাচন করে নিন। বেশি বেশি ডেমো প্রাকটিস করুন। ডেমোতে সিরিয়াস হোন ঠিক রিয়েলের মত। ডেমোকে রিয়েল মনে করে ট্রেড করতে থাকুন। দেখবেন আস্তে আস্তে ভয় কেটে যাবে।
-
আসলে সব সময় চার্টের সামনে থাকা উচিত না। কিন্তু আমরা সারাদিন চার্টের সামনে থাকি। যার কারনে শুধু ট্রেড দিতে মন চায়। আসলে যখন মার্কেট এর সামনে থাকা হয় আর মার্কেট মুভ করে তখন শুধু ট্রেড করতে মন চাইবে। তাই ট্রেড দেওয়ার পর মার্কেট থেকে দূরে থাকা উচিত।
-
ফরেক্স করার সময় আমাদেরকে এই আগেবই অনেকটা লস এর দিকে ঠেলে দেয়। আমরা যখন ট্রেডিং এ বসি আবেগের বসে আমরা মার্কেট এর ভাব ভংঙ্গি দেখে আমরা আবেগের বসতে ট্রেড করে বসি। কিন্তু মার্কেট কোন পজিশন এ আছে তা আমরা খেয়াল করি না বা মার্কেট এনালাইসিস না করেই ট্রেড করে ফেলি। আবার যখন মার্কেট উল্টোদিকে যায় তখন আবার আমরা ট্রেড করে বসি। আই এই ট্রেড করেই না বুঝে যার কারনে আমরা লস করে বসি। যাই হোক, ট্রেডিং করার সময় আমাদেরকে আগেবটা নিয়ন্ত্রন করার জন্য নিয়মিত একটি প্রতিজ্ঞা করতে হবে যে একেন অধিক ট্রেড করা যাবে না, লোভ করে ফরেক্স এ করা যাবে না, মার্কেট এনালাসিস করে যদি ৯০% টার্গেট থাকে তাহলে আপনি খুব কম লটে ট্রেড করতে পারেন তাহলে দেখবেন যে আপনার আবেগ ও নিয়ন্ত্রন হচ্ছে এবং আপনি সাফলতা অর্জন করছেন। ধন্যবাদ।
-
আবেগ ট্রেডিং এর ক্ষেত্রে একটি বিপদজনক বিষয়। ট্রেড করার পূর্বে আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ফরেক্সে আবেগের কোন স্থান নেই। সাফল্য পেতে হলে আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হবে না। ফরেক্সের সাফল্যের পেছনে বাঁধা গুলো হল আবেগ নিয়ে ট্রেড করা। লোভে বশবর্তী হয়ে বড়লটে ট্রেড করা। তাই আবেগ এর বিপরীত দিক বুঝে ট্রেড করা উচিত।
-
ট্রেড এ আবেগ কন্টোল এর উপায় হচ্ছে ছোট ছোট ট্রেড করা। আসলে আমাদের অনেক ভুল আছে ট্রেড করা বিষয়ে। সেটি হলো প্রথমে বড় লট দিয়ে ট্রেড করে লস করে ফেলি। তারপর ব্যালেন্স কময়ে আমরা সমস্যায় পড়ে যাই। আর মার্কেট থেকে একবারে প্রফিট করার জন্য বড় লটে ট্রেড দিয়ে বসি। এতে দেখা যায় একাউন্ট ই জিরো হয়ে যায়।
-
ফরেক্স এমন একটা বিজনেস যেখানে মুদ্রা বিনিময়ের মাধ্যমে কাজ করা হয় । সবাই এখানে কাজ করার সুযোগ পাই , কিন্তু ফরেক্সে কাজ করার জন্য ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান ও দক্ষতা থাকা দরকার । ফরেক্সে সবথেকে বড় বিষয়টা হলো ট্রেডিং করতে জানা । ফরেক্সের ট্রেডিং দক্ষতা যার যত বেশি সে তত বেশি ফরেক্সে কাজ করে ভাল করতে পারবে । আমার মনে হয় লসের প্রধান কারন হতে পারে আবেগ। আমাদের আবেগ নিয়ন্ত্রন করতে পারলে লস অনেক কমে যেত।মাঝে মাঝে এমন হয় সব ঠিক আছে ছোট একটা লস হওয়ার কারনে আরও ভড় ভলিউমে ট্রেড করি তখন একাউন্ট জিরো হওয়ার সম্ভবনা থাকে।
-
ফরেক্স মার্কেট এ বেশি প্রফিট করার ক্ষেত্রে আমরা অনেক সময় আবেগকে কনট্রোল করতে পারি না কারন সবার একি উদ্দেশ্য তা হল বেশি প্রফিট করা আর তার জন্য প্রফিট করতে গিয়ে ভুল ট্রেড খুলে যার কারনে অনেক ক্ষেত্রে লস এর সম্মুখিন হতে হয়। মনে রাখতে হবে ট্রেড শুরু করতে যেমন এনালাইসিস প্রয়োজন ঠিক তেমনি ট্রেড ক্লোজ করতে এনালাইসিস প্রয়োজন। আমরা অনেকেই ট্রেড ক্লোজ করতে এনালাইসিসের প্রয়োজন মনে করি না।
-
মানুষের মধ্যে আবেগ থাকাটাই স্বাভাবিক। আবেগ ছাড়া মানুষ আর মানুষ থাকে না। কিন্তু সব স্থানেতো আর আবেগ দিয়ে জীবন চলবে না। ফরেক্স এ আবেগের কোনো স্থান নেই। একটা কথা মানতে হবে যে, আবেগের বসে ট্রেড করলে ঐ ট্রেড এ সফলতার হার ১০ %। অনেক সময় ফরেক্স এ দুই তিনটা একসাথে লস হয় এবং সেই লস রিকভার করার জন্য আবেগের বসে ট্রেডে এন্টি নিয়ে বসি। যার ফল হয় খুবই খারাপ। তাই আবেগ জিনিস টাকে কন্ট্রোল করতে হবে। সব জায়গায় আবেগকে প্রশ্রয় দেওয়া যাবে না। মন কে সবসময় লসের জন্য তৈরি রাখতে হবে কারন আপনি কখনো ১০০% সঠিক ট্রেড করতে পারবেন না।
-
ফরেক্স মার্কেটের ট্রেডিং করার সময় আমাদের আবেগ কন্ট্রোল করতে হবে যাতে কম ট্রেডিং করলে আমাদের আবেগ কন্ট্রোল থাকবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় লোভ পরিহার করতে হবে যাতে আমাদের আবেগ সেই লোভে না পরে তাই আমাদে একটি টাইম অনুসরন করে ট্রেডিং করতে হবে। আমার মনে হয় লসের প্রধান কারন হতে পারে আবেগ। আমাদের আবেগ নিয়ন্ত্রন করতে পারলে লস অনেক কমে যেত।মাঝে মাঝে এমন হয় সব ঠিক আছে ছোট একটা লস হওয়ার কারনে আরও ভড় ভলিউমে ট্রেড করি তখন একাউন্ট জিরো হওয়ার সম্ভবনা থাকে।
-
ফরেক্স ট্রেডের ক্ষেত্রে আপনাকে ট্রেডের নিওন্ট্রন করতে বেশি ট্রেড করা যাবে না মার্কেটে থাকতে হবে তবে যখন দেখতে হবে যে মার্কেট এখন নিজের অনুকুলে আছে তখন একটি ট্রেড ওপেন করতে হবে।ডেমোতে বেশি ট্রেড করুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে লাভ হয় কিভাবে লস হয়। তাই লাভ-লসের এই হিসাব দেখে আপনি একসময় শিখে যাবেন কখন লাভ হবে কখন লস হতে পারে।