-
আমার জানামতে যে ব্যবসায়ে লাভ লস দুটোই হয় সে ব্যবসা হারাম নয় । ফরেক্স ব্যবসা হারাম নয় এখানে যদি সুদ মুক্ত করে নেয় হয় তাহলে এটা হালাল । সুদ হল এমন একটা জিনিস যেখানে শুধু টাকা বাড়ে কমে না আর যে জিনিস এ লস বলতে কোন কথা নেই সেই জিনিস হারাম । তাছারা ফরেক্স হল পরীশ্রমী ব্যবসা বুদ্ধি ও মেধা দিয়ে এই ব্যবসায় টিকে থাকতে হয় । তাই আমাদের উচিৎ হালাল কে গ্রহন করা ও হারাম কে বর্জন করা আর হারাম কোন ব্যবসা থেকে বিরত থাকা।
-
ইসলামের দৃষ্টিতে সুদ হারাম। আপনি ফরেক্সে সুদ মুক্ত একাউন্ট করতে পারবেন। ইসলামের দৃষ্টিতে ব্যবসায়ের বৈধতা আছে। এখানে এক মিনিটে লাভ লস হতে পারে আপনার ভুলের কারনে। ব্যবসায়েও তো লাভ লস হয়। যেমন আপনি যদি তেলের ব্যবসা করেন তবে এক দিনের মাঝেই দাম কমতে বাড়তে পারে। ব্যপার টা দাম কমা বাড়ার উপরে। তাই এই দৃষ্টিতে হালালই।
-
ফরেক্স ব্যবসায় কোন খারাপ কিছু নেই কিন্তু এই ব্যবসা আপনি যদি সুদ মুক্ত করে নেন তাহলে আপনার এই ফরেক্স ব্যবসা পুরোপুরি হালাল হবে। আর ইসলামিক সরিয়াতে আছে সুদ খাওয়া হারাম তাই আপনি যদি আপনার একাউন্ট হালাল করতে চান তাহলে আপনার একাউন্ট সুদ মুক্ত করুন। আর এমনিতেও আমাদের সবার উচিত সুদ মুক্ত একাউন্ট খুলে হালাল ব্যবসা করা তাতে আল্লাহও খুশি হবেন আর আমাদেরও পাপ হবেনা।
-
হ্যাঁ ভাই পুরোপুরি হালাল একটা ব্যবাস এই ফরেক্স। কারন এখানে আপনি কেনা-বেচা করছেন যেটা ইসলামে জায়েজ আছে তবে আপনাকে সোয়াপ ফ্রি একাউন্ট চালাতে হবে। আসলে প্রতিটি ব্যবসাই আপনি দুভাবে করতে পারবেন একটা হচ্ছে হারাম অপরটা হলো হালাল, যদি ইসলামের রেগুলেশন মেনে লেনদেন, ট্রেড বা কেনা-বেচা করেন তাহলে সেটা হালাল।
-
ভাই আমি যতটুকু ফরেক্স মার্কেট সম্পর্কে জানি বা হালাল হারাম সম্পর্কে আমার যতটুকু জ্ঞান অভিজ্ঞতা আছে তার উপর ভিত্তি করে বলতে পারি ফরেক্স অবশ্যই একটি হালাল ব্যবসা। কারণ এই ব্যবসাতে লাভ লস দুটোই বিদ্যমান আছে। আর ইসলামে বলা আছে যেখানে লাভ লস থাকবে সেটা অবশ্যই হালাল বলে গণ্য হবে। অতএব আপনি নি:সন্দেহে ফরেক্স ব্যবসাটি করতে পারবেন। তারপরও আপনি এই মার্কেটে এ্যাকাউন্ট তৈরি করবেন তখন অবশ্যই একটা বিষয় উল্লেখ্য থাকে যেটা হচ্ছে আপনি সুদযুক্ত এ্যাকাউন্ট করবেন না সুদমুক্ত এ্যাকাউন্ট করবেন। তাহলে বুঝতেই পারছেন আপনি ইসলামের নিয়ম অনুযায়ী ফরেক্স ব্যবসা করতে পারবেন এতে কোন সন্দেহ নেই।
-
ট্রেড করেছি।প্রথমে ডেমোতে লস হত কিন্তু কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু
-
আসলে আপনার উচিত আগে দক্ষতা অর্জন করে ফরেক্স ট্রেডিং করা। ইসলামের দিক থেকে জুয়া আর সুদ হারাম।তাই আমরা ফরেক্স কে জুয়া হিসাবে না নিয়ে দক্ষতা অর্জন করে মেধা আর পরিশ্রম প্রয়োগ করে ট্রেডিং করে যে আয় করে থাকি সেটা ইসলামের দিক থেকে হালাল। কারন ফরেক্স এ ১০০% প্রফিট বলতে কিছু নাই লস ও হয়ে থাকে।
-
ফরেক্স ট্রেডিংকে হারাম ভাবার কোন কারন আছে বলে আমার মনে হয় না কারন ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে একজন ট্রেডারকে আয় করতে হরে অনেক বেশি পরিশ্রম করতে হয় নিয়মিত ভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হয়,নিউজ সংগ্রহ করতে হয় লসের ঝুকি নিতে হয় প্রভৃতি।আর যদি ধমীয় দিক দিয়ে বিবেচনা করা হয় তা হল্ওে ফরেক্স ট্রেডিংকে হারাম প্রমান করা যাবে না কারন একজন ট্রেডারকে এখানে বিনিয়োগ,শ্রম এবং লসের ঝুকি নিয়ে তার পর এখান থেকে আয় করতে হয় ফলে এটি বৈধ ব্যাবসায়ের নিয়মের পরিপন্থি নয়।
-
ইসলামিক দৃষ্টিতেঋসুদ হারাম কিন্তু ব্যবসা করতে পারবেন।তাহলে আপনি যদি সুদ ছাড়া ফরেক্স এ ট্রেড করেন তাহলে আপনার ফরেক্স মার্কেট টি হালাল হবে।তাহলে আমি বলব আপনার যে একাউন্ডটি আছে এটা সুদ মুক্ত করুন এবং আপনি নিমিশে ট্রেড করে যেতে পারবেন।
-
সরাসরি ফরেক্স হারাম। যেহেতু সোয়াপ আছে। তবে ব্রোকাররা মুসলমানদের টানার জন্য ইসলামিক একাউন্টের মূলা ঝুলাইয়্যা রাখছে। আর এগুলা সিংহভাগ মার্কেট মেকার হয়। যার ফলে ব্রোকার আপনার সাথে বাটপারি করতেই পারে। আপনি জেনে শুনে বাটপারের সাথে ব্যবসা করবেন সেটাও ইসলামে নিষেধ। তাই সবচেয়ে ভাল হয় সরাসরি ইন্টারন্যাশনাল মার্কেটে ঢোকা যায় এইরকম একাউন্টে ট্রেড করেন যেখানে ব্রোকারের মাতব্বরি নাই। সোয়াপ যেটা কাটবে সেটা কাটুক যেটা দিবে সেটা হিসেব করে বাদ দিয়ে দিবেন।