-
প্রফিট করা সম্পূর্ন নিজের দক্ষতার উপর নির্ভর করে। আপনি আন্দাজে ট্রেড করলে প্রফিট করতে পারবেন না। কারন যদি আন্দাজে ট্রেড করে যদি লাভবান হওয়া যেত তাহলে সবাই কোটিপতি হয়ে যেত। ফরেক্স একটি জটিল ব্যবসা। এ ব্যবসা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে আপনি সারাজীবন লস করে যাবেন।
-
ফরেক্স মার্কেটে প্রফিট করা যদি ভাগ্যের উপর নির্ভরশীল হত তাহলে ফরেক্স কে আমরা জুয়ার সাথে তুলনা করতে পারতাম । কারণ জুয়া খেলা অনেকটাই ভাগ্যের উপর নির্ভরশীল । কিন্তু ফরেক্স কোন খেলা নয়, এটি একটি আন্তর্জাতিক ব্যবসা । আর ব্যবসাতে উন্নতি করতে হয় প্রচুর পরিশ্রম , ধৈর্য আর সেই ব্যবসা সম্পর্কে ভাল ধারনা থাকার কারনে । ফরেক্সেও সফলতা পেতে গেলে বা লাভ করতে গেলে আপনাকে হতে হবে ফরেক্স শেখার ব্যপারে ধৈর্যশীল আর পরিশ্রমী ।
-
যে কোন ব্যবসাতেই লাভ-লস থাকে, আর লাভ ,লস কে মেনে নিয়ে ব্যবসা করতে হয়, তেমনি ফরেক্স একটি ব্যবসা তাই ফরেক্সে লাভ লস হবে এটাই স্বাভাবিক, কিন্তু ফরেক্সের লাভ লস যে ভাগ্যের উপর নির্ভর করে এটা ঠিক নয় ,কারণ ফরেক্স কোন জুয়া খেলা নয়, যে লাভ লস আপনার ভাগ্যের উপরে নির্ভর করবে। ফরেক্সে লাভ লস দুটোই নির্ভর করে ফরেক্স সম্পর্কে আপনার জ্ঞান অভিজ্ঞতা ও দক্ষতার উপর, অর্থাৎ আপনার যদি ফরেক্স সম্পর্কে যথাযথ জ্ঞান ও অভিজ্ঞতা থাকেন এবং সেই অভিজ্ঞতা ও দক্ষতা কে সঠিকভাবে কাজে লাগিয়ে ট্রেডিং করে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স থেকে লাভ করতে পারবেন। অন্যদিকে আপনার যদি ফরেক্স সম্পর্কে কোন অভিজ্ঞতা ও দক্ষতা না থাকে,এবং কোন প্রকার এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট ছাড়াই ট্রেড ওপেন করে থাকেন আর ভাগ্যের উপরে নির্ভর করতে থাকেন তাহলে ফরেক্স থেকে লস করা ছাড়া কখনই লাভ করতে পারবেন না।তাই বলব শুধুমাত্র ভাগ্যের উপরে নির্ভর না করে ফরেক্স সম্পর্কে নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে বাড়িয়ে তুলুন তবেই ফরেক্স মার্কেটে টিকে থেকে লাভ করতে পারবেন।
-
এক ভাইয়ের কতায় আমিও একমত হলাম যে মাকেট এনালাইছেছ করেও অনেক সময় লসের সমুক্ষিন হতে হয় উপুযুক্ত সময় ট্রেউ করেও কিছু সময় লসও হয় তাই আমার মতে গ্যান ও ভাগ্য দুটোই এপিট ওপিট
-
জীবনের প্রতিটা ক্ষেত্রেই বুঝে বুঝে তারপরে পা ফেলে চলতে হয় ঠিক তেমনি সব কিছুরই ভাগ্যের উপর ছেড়ে দিলে জীবন চলে না। ফরেক্স প্রফিট করাটা ভাগ্যের বিষয় কি না ব্যাপারটা এরকম নয় সেটা হল আপনি যদি ফরেক্সের দক্ষ অভিজ্ঞ হয়ে থাকেন বুঝেশুনে ট্রেড করতে পারেন তাহলে অবশ্যই আপনার লাভ করবে তবে কোনো কোনো ক্ষেত্রে আপনাকে লস করতে হবে এবং সেটা মেনে নিতে হবে। আর যদি আপনি কোনো কিছু না বুঝে বা নিজের মন মত ট্রেড করেন তাহলে লস করবে সে ক্ষেত্রে ভাগ্যের দোষ দিলে কোন লাভ নেই তাই ভাগ্যের দোষ না দিয়ে নিজে চেষ্টা করুন অবশ্যই সফল হতে পারবে।
-
ফরেক্স থেকে লাভ করাটা ভাগ্যের ব্যাপার বটে । এখানে ব্যবসায় করতে মেধা,জ্ঞান,দক্ষতা অবশ্যই প্রয়োজন। ফরেক্স ব্যবসায় করতে আসোলেই ভাগ্য লাগে কারণ ফরেক্সে অনেক দক্ষ ট্রেডার আছে যারা লস অবশ্যই করেছে। তাই আমি মনে করি ফরেক্স ব্যবসায় করতে ভাগ্য লাগে।
-
ফরেক্স এর প্রফিট সম্পূর্ণ আপনার নিজের অভিজ্ঞতা এবং দক্ষতার ওপর নির্ভর করে বলে আমি মনে করি। ফরেক্স এ যে যত পরিশ্রম করবে আমার মনে হয় সে তত সফলতা অর্জন করতে পারবে।ফরেক্স থেকে ভালো কিছু পেতে হলে নিজেকে একজন দক্ষ এবং অভিজ্ঞতা হিসেবে গড়ে তুলতে হবে। নিজেকে ধৈর্যশীল এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। ফরেক্স সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। ফরেক্স থেকে ভালো কিছু পেতে হলে ফরেক্স এর নিয়ম কানুন গুলো মেনে ট্রেড করা উচিত। আপনি যদি ফরেক্স এর সবকিছু যথাযথভাবে পালন করে ট্রেড করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি প্রফিট পাবেন। এছাড়াও ভাগ্য কিছুটা কাজ করে এটা আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। ধৈর্যের সাথে ফরেক্স করলে অবশ্যই প্রফিট পাওয়া যাবে।ফরেক্স এর মানি ম্যানেজমেন্ট ,মার্কেট এনালাইসিস এবং এছাড়া যে সকল এনালাইসিস গুলো রয়েছে সেগুলো যথাযথভাবে মেনে চললে আমার মনে হয় ভাল প্রফিট পাবেন। আর ব্যবসায় লাভ লোকসান থাকবেই। লস হলে সেটাকে স্বাভাবিক ভাবেই মেনে নিতে হবে। মনে রাখবেন ধৈর্য্যের ফল মধুর হয়।
-
জী না প্রফিট করা ভাগ্য ব্যাপার না,আমি মনে করি ফরেক্স প্রফিট কখনো ভাগ্যর উপর নির্ভর করেনা,আমি মনে করি ফরেক্স প্রফিট ডিপেন্ড করে থাকে ট্রেডার এর দক্ষতার উপর,একজন দক্ষ ট্রেডার পারে এই বিজিনেস হতে প্রফিট করতে তারা কখনো ভাগ্য এর উপর নির্ভর করেনা।
-
ফরেক্স মার্কেটে প্রফিট করা কখনোই নিজের ভাগ্যের ব্যাপার না ।এটা নিজের চেষ্টা,পরিশ্রম, বুদ্ধি, আর ধৈয্য এর ব্যাপার। প্রফিট করতে হলে নিজেকে যেমন পরিশ্রমি হতে হএ তেমন ধৈয্যও ধরতে হবে। আর সেইখানে নিজের বুদ্ধি তো আছেই। তাই প্রফিত করার জন্য আমার মতে আগে নিজেকে ভাল মত তৈকি করে নিতে হবে। তারপর প্রফিট এর আশা করতে হবে। তা নাহলে সম্ভব না। তাই পরিশ্রম এর বিকল্প নাই।
-
আল-কুর'আন (রাদ/১৩:১১) .. আল্লাহ্ কোন জাতির অবস্হা পরিবর্তন করেন না, যতক্ষন না তারা নিজেদের অবস্হা পরিবর্তন করে..।
প্রফিট কিংবা লস, এটা ব্যবসারই অংশ। অধ্যবসায়, অনুশীলন, কঠিন পরিশ্রম দ্বারা নিজেকে দক্ষ করে গড়ে তুলুন, মাঝে মাঝে লস হলেও, বেশিরভাগ সময়ই লাভ করতে পারবেন বলে আশা করি। ভাগ্যের দোহাই না দিয়ে, নিজের অবস্হা নিজেই বদলান।।