-
ফরেক্স মার্কেটে রিস্ক নিয়ে ট্রেড করাটা কখনোই ভালো নয় আপনি যদি মনে করেন রিস্ক নিয়ে একদিনেই ব্যালেন্স দ্বিগুন করে ফেলবেন তবে এই কথাটাও মাথায় রাখতে এতে করে আপনার ব্যালেন্সও জিরো হয়ে যেতে পারে ।আর একটা কথা মনে রাখতে হবে যে কখনও লোভ করা যাবে না।লোভ করলেন তো মরলেন।
-
বড় রিস্ক নিয়ে ট্রেডিং
আমার মতে নতুন ট্রেডারদের ক্ষেত্রে বড় রিস্ক নিয়ে ট্রেড না করাই ভালো। এক্ষেত্রে লসের সম্ভাবনা বেশী। ফরেক্স সম্পর্কে যথাযথ ধারণা নিয়ে ও অনুশীলনের মাধ্যমে মানি ম্যানেজম্যান্ট অনুসরণ করে ট্রেড করা উচিত।
-
ব্যবসাতেই রিস্কের ব্যপার টা আছেই। রিস্ক হলো ব্যবসায়ের ক্ষেত্রে দূরদর্শী সিদ্ধান্ত। রিস্ক কাজ করলে তার ফলও ভালো হয়। কিন্তু কাজ না করলে তো বিপরীত ফল আছেই। ফরেক্সেও রিস্কের ব্যপার টা আছে। এখানে প্রতিনিয়তই রিস্ক নিতে হয়। কিন্তু ফরেক্সে রিস্ক অবশ্যই মেপেজুকে নিতে হবে। উলটাপালটা রিস্ক নিলে ধরা তো খেতেই হবে। অনেক সময় রিস্ক কাজ করলে তার ফলও ভালো হয়। কিন্তু কাজ না করলে তো বিপরীত ফল আছেই। ফরেক্সেও রিস্কের ব্যপার টা আছে। তবে আগে ভালো ধারোনা নিয়ে রিস্ক নেয়া উচিৎ তাছারা হিতে বিপরীত ও হতে পারে।
-
এই ফোরামে অবশ্যই ঝুঁকি নেওয়া উচিত যা আপনাকে দুর্দান্ত অর্জন এবং কঠোর পরিশ্রমের দক্ষতা প্রদর্শন করতে পারে। কিছু নিয়োগপ্রাপ্ত কর্তৃপক্ষ রয়েছে যারা আপনার বা আপনার অন্তর্দৃষ্টির সাথে একইভাবে লক্ষ্য রেখেছিলেন যে আপনি এমন একটি ব্যবসা করতে পারেন যেখানে আপনি সর্বাধিক সুবিধা এবং কাজের সর্বাধিক উপকার পাবেন, এই লক্ষ্যটি নিয়ে যে কোনও ব্যবসা আমাদের ব্যবসায় দ্বারা পরিচালিত হয় এবং প্রতিটি ব্যক্তি এটি চালিয়ে যায় এবং এটিও যে আমরা অগ্রগতি অর্জন করতে পেরেছি এবং এই ক্ষেত্রে এই অর্জনের আহ্বান
-
বর রিস্ক নিয়ে কাজ করা থিক না । করান এটা লস হয়ার সম্ভবনা বেইস। তাই কম রিস্ক নিয়ে কাজ করাই ভালো। আর লস হলে তা তো আপ্নেরই হবে। তাই আপ্ন্রে উছিত কম রিস্ক নিয়ে কাজ করাঈ ঊচশীট। শোটোড়কো ভাবে কাজ কোড়টে হোবে। ণা হোলে লোশ হোবে
-
পৃথিবীর যত বড় ট্রেডাররা আছেন তারা এনালাইসিস ছাড় ট্রেড ওপেন করেন না। তাদের পক্ষেও ১০০% নিশ্চিত করে ফরেক্স মার্কেটের গতি সম্পর্কে বলা দুরহ ব্যপার। সেক্ষেত্রে আমরা জেনে শুনে কি করে বড় রিস্ক নিতে যাব। যেকোন ব্যবসায় রিস্ক আছে আর রিস্ক আছে যেখানে সেখানে লাভও আছে। সঠিক মানিম্যানেজমেন্ট এর মাধ্যমে এবং সঠিকভাবে মার্কেট এনালাইসিস এর মাধ্যমে রিস্ক কন্ট্রোল করা যায়।
-
আমার মতে ফরেক্স বাজারে কোন ট্রেডারের রিক্স নিয়ে ট্রেড করা উচিত না, কেননা রিক্স নিয়ে ট্রেড করলে আপনি কখনও সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন না বরং নিজের মধ্যে লোভ লালসা ও ধৈর্য্যর অভাব সৃষ্টি হবে। এতে করে আপনি এই বাজারে আপনার ট্রেডিং ক্ষমতা বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না। অতএব আমি মনে করি আপনি যদি একটু দক্ষতার সহিত কম ঝুকি নিয়ে ট্রেডিং করার মত মন মানসিকতা তৈরি করতে পারেন তাহলে আপনি অবশ্যই ভবিষ্যতে এই বাজার হতে ভাল কিছু শিখতে পারবেন । আপনি যদি এক্সপার্ট হন তাহলে আপনি নিশ্চয়ই বুঝে রিস্ক নিবেন,কাজ জানিনা হুদাই রিস্ক নিয়ে ধরা খাওয়ার কোন মানেই হয় না।
-
ব্যবসা মানেই রিস্ক আর রিস্ক মানেই ব্যবসা এরা একে অন্যের সাখে ওতোপ্রতোভাবে জড়িত। কিন্তু প্রতিটি ব্যবসার রিস্কের তুলনায় ফরেক্সের রিস্ক টা একটু আলাদা। ফরেক্সে রিস্ক নেওয়ার আবার ছোট বড় পরিমাপ রয়েছেই।ব্যাবসা করতে গেলে অব্যশই রিক্স নিতে হয় তবে অপনার ব্যালেন্স উপর র্নিভর করবে আপনি কেমন রিক্স নিতে পারবেন । তবে ব্যলেন্স আনুযায়ি রিক্স কম নেয়া ভাল এবং বড় রিক্স এ কখন ট্রেড করা উচিত না ।
-
অন্য অন্য ব্যবসা থেকে ফরে্ক্স এ ভাল লাভ করা যায় । এর অর্থ এই নয় য়ে একাউন্ট এর ব্যলেন্স অনুযাযী বড় রিক্স নিতে হবে যারা এই রকম করে তারা বড় ভুল করে । ফরেক্স হল একটি সুন্দর ব্যবসা যেখান থেকে মানুষ তার জীবনের মান উন্নত করতে পারে । আমি মনে করি ফরেক্স মাকেট করার আগে মাকেট সম্পরকে ভাল ভাবে জেনে বুঝ তারপর ট্রেড করা উচিত|
-
আমার মতে ফরেক্স মার্কেট এ বড় রিক্স নিয়ে ট্রেড না করাই ভাল। ফরেক্স মার্কেট একটি রিক্সি মার্কেট। এই মার্কেট এ কখন কী পরিবর্তন হয়ে যাবে তা কেউ বলতে পারবে না। তবে যারা ফরেক্স মার্কেট এ অধিক অভিজ্ঞতা সম্পন্ন তারা বড় রিক্স নিয়ে ট্রেড করে থাকেন এবং তারা সাফলতা ও অর্জন করে থাকেন। তবে আমার মতে আপনার যদি ভাল পজিশন করে টার্গেট করে ট্রেড করেন তাহলে আপনি বড় রিক্স নিয়ে ট্রেড করতে পারেন। ধন্যবাদ।