-
এটা একটি সত্য কথা। কোন রিস্ক না নিলে গেইন করা যায় না। যখন ই আপনি কিছু আশা করবেন তখন তা পেতে আপনাকে অবশ্যই ঝুঁকি গ্রহন করতে হবে। ঝুঁকি নিতে অনেকেই পারে না আর তাই ফরেক্স মার্কেট এ সাবাই সাকসেস হতে পারে না। বাবসা শুরু করতে আপনাকে ঝুঁকি নিতেই হবে। কিন্তু দেখে শুনে খাদে পা দেওয়া উচিৎ নয়। এই ঝুঁকির যতটুকু সম্ভব সর্বনিম্ন করে নিতে হবে। সব কথার মুল কথা হচ্ছে, জিততে হলে আপনাকে রিস্ক নিতেই হবে।
-
হ্যা তা ঠিক যে রিস্ক না নিলে কোন কিছু গেইন করা যায় না । কিন্তু সব কিছু স্বাভাবিক হলেই ভালো । কিন্তু রিস্ক যদি বেশি নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাকে সমুস্যার সমুক্ষিন হতে হতে পারে । আপনি অবশই রিস্ক নিতে পারেন তবে তা হবে পরিকল্পিত ভাবে । খুব বেশি রিস্ক নেয়া কখনই ঠিক হবে না । ফরেক্স যেহেতু রিস্কি ব্যাবসা কাজে এখানে রিস্ক থাকবে এটাই স্বাভাবিক আর এই রিস্ক টাকে ম্যানেজ করেই আমাদের ট্রেড করতে হবে এবং সফল হতে হবে । রিস্ক না কন্টোল করতে পারলে বিপদ।
-
ফরেক্স নিজেই খুব একটা রিস্কি ব্যাবসা । আর এ ব্যাবসা করা মানেই সর্বদা রিস্ক এর উপর থাকা । তাই আপনি ফরেক্স ব্যাবসা করছেন মানেই আপনি অনেক রিস্ক নিয়ে ব্যাবসা করেন । আপনার জন্য এই রিস্ক ই অনেক বেশি । আলাদা করে আর কোন রিস্ক নেবার মনে হয় কোন প্রয়োজন নেই । আপনি তো আর বেশি রিস্ক নেবেনই না বরং এই রিস্ক টাকেই সামলিয়ে আপনাকে ফরেক্স ব্যাবসা করা শিখতে হবে এবং আপনাকে ফরেক্স মার্কেট এ সফল ভাবে টিকে থাকার অবিরত চেস্টা চালিয়ে যেতে হবে ।
-
কখনই রিক্স নেয়া যাবে না । কারন , আপনি রিস্ক নিয়ে লস করার ছাইতে অই সময়ে ট্রেড না করে বশে মার্কেট দেখুন । মার্কেট দেখলে আপনার মার্কেট সমন্ধে আরও ধারনা বারবে । আপনি লোভ করবেন না । তাহলেই আপনার সফলতা আসবে । সঠিক সময়ের জনা অপেক্ষা করা এটা একটা বুধিমানের কাজ ।
-
ফরেক্স খুব একটা সহজ বললে হবে না তবে আপনে যদি দক্ষ হন এ বিষয়ে তাহলে এটা আপনার জন্য খুব সহজ। রিস্ক নিয়ে আপনাকে ট্রেড করতে আমি বলব না তবে আপনি যদি একটু বেশি দক্ষ হন তাহলে আপনি রিক্স নিয়ে ট্রেড করতে পারবেন। রিক্স না নিয়ে আপনি যদি ট্রেড করতে চান তাহলে ভাল ফল পাবেন না ফলে আপনাকে কোন কোন ক্ষেত্রে রিক্স নিতে হবে আর নয়ত আপনি লাভবান হতে পারবেন না। আপনি যদি ভাল ট্রেডার হন তাহলে আপনার জন্য রিক্স নিয়ে কাজ করাটা তেমন কোন সমস্য হবে না।
-
নো রিস্ক নো গেইন-ঝুকি ছাড়া কিছু অর্জন করা যায় না।ফরেক্স মার্কেটে এই বিষয়টা নিতান্তই সত্য।যখন আপনি একটা ট্রেড শুরু করবেন তখন থেকেই আপনার ঝুকি শুরু হবে।কেননা ঐ ট্রেডে যে আপনার লস হবে না এমন নয়।তাই প্রতিটি ট্রেড নেওয়া মানে রিস্ক নেওয়া।আর ঐ ট্রেডে যে লস হবে এমনও নয়।লাভও হতে পারে।আর লস না হয়ে লাভ হলে কিছু অর্জন হবে।আর এই অর্জনের জন্য তো রিস্ক নিতে হয়েছিল।তাই সত্যই ফরেক্সে একটা কথা সবার জন্য প্রযোজ্য যে "নো রিস্ক নো গেইন"।
-
হ্যা ভাই নো রিস্ক নো গেইন এই কথাটা মৌলিক ভাবে ঠিক এবং ফরেক্স মার্কেটের জন্য কথাটা প্রযোজ্যও বটে কারন আপনি যদি ফরেক্সে রিস্ক নিয়ে ট্রেড না ধরেন তবে লাভও করতে পারবেন না তাই প্রফিট করার জন্য আপনাকে রিস্ক নিতে হবে তবে রিস্কটা কতটা হবে তা আপনার ডিপোজিট করা মুলধন বিবেচনা করে নিবেন। ধন্যবাদ।
-
ইংরেজি No Risk No Gain বাক্য টাকে আমি খুব বিশ্বাস করি কারণ এই দুনিয়ায় কোন কিছুই এই রিস্ক না নিলে হয় না, আপনি চাকরি করবেন? হারানোর ভয়, বাবসা করবেন? লসের ভয়, মোট কথা যুকি নিয়েই কাজ করতে হবে, আর ফরেক্স কে সবাই রিস্কের বাবসা মনে করে এর কারণ সিস্টেম না বুঝে কাজ করে ধরা খায় এর জন্য সেই দায়ী, আসুন আগে ভালো করে সিস্টেম টাকে ুঝি তার পড়ে রিয়েল শুরু করি।
-
ফরেক্সের ক্ষেত্রে নো রিক্স নো গেইন কথাটা খুবই প্রযোজ্য।রিক্স নিতেই হবে।তাছাড়া ফরেক্সে সফল হওয়া যায় না।কারন আমি নিজেই একবার পরিক্ষা করেছি রিক্স না নিয়ে কিছু গেইনও করতে পারিনি।মানে ৪০$একটা অ্যাকাউন্টে রিক্স না নিয়ে আম্তে আস্তে ট্রেড করে জিরো হয়েগেছিলাম।তবে হ্যা, রিক্স নিতে হবে বুঝেশুনে।তাহলে কিছু অর্জন হবে।
-
ফরেক্স মারকেটে আপনি ভাল প্রফিট পেতে পারেন । আপনাকে টেখনিকেলি কিছু বিসয় মানতে হবে তাহলে আপনি মাস সেষে ভাল প্রফিট নিতে পারবেন । আপনি বেসি রিস্ক নিলে সব সময় সফল নাও হতে পারেন ।তাই আপনাকে
সব কিছু বিবেচনা করে কাজ করতে হবে । কারন কিছু পাওয়ার চেয়ে সব না হারান ভাল সেটা মাথায় রাখ উছিত আমি মনে করি ।