আমি মনে করি না যে এই ব্যবসায়টি মোটেই একটি খেলা। আমাদের এটিকে আমাদের ব্যবসা করা উচিত। আমাদের এখানে প্রচুর সময় ব্যয় করা উচিত এবং একটি ভাল কাজ করা উচিত যা দেখায় যে আমরা এখানে প্রচুর লাভ করতে পারি এবং দুর্দান্ত বোনাস পেতে পারি।
Printable View
হ্যাঁ ব্যবসায়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে কাজ করতে হবে আপনার কোনও ভাল ব্রোকারের সাথে সংযোগ স্থাপনের জন্য প্রথমে আপনাকে প্রয়োজন আমি আপনাকে একটি শেয়ার ব্রোকারের সাথে সংযোগ স্থাপনের পরামর্শ দিচ্ছি ফরেক্স ব্রোকার বিশ্বের খুব ভাল ব্রোকার। এর পরে আপনি একটি কৌশল তৈরি করেন এবং ট্রেডিংয়ের পরিকল্পনা করেন আপনি কী ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানতে পারবেন তারপরে আপনি এই ব্যবসাটি শুরু করবেন এটি ব্যবসায়ের তবে মনে রাখবেন আপনাকে এখানে ভাল কাজ করতে হবে ফরেক্স ট্রেডিংয়ের জন্য অর্থও অর্জন করতে সক্ষম হওয়া প্রয়োজন জ্ঞান আপনার নিজের জ্ঞান বজায় রাখতে হবে যদি কোনও ব্যবসায়ীর বেশি জ্ঞান থাকে তবে তার অবশ্যই তার জন্য একটি ভাল কৌশল তৈরি করা উচিত।,
আসলে ফরেক্স একটি পেশা। এখানে স্বাধীনভাবে কাজ করা সম্ভব। এই মাধ্যমে কাজ করে অর্থ উপার্জন করা যায় এক্ষেত্রে ফরেক্স পেশা হিসেবে বিবেচিত। তবে ফরেক্স মাধ্যমে কাজ করার জন্য ফরেক্স বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন.... ধন্যবাদ।
ফরেক্স খেলা না এটা একটা পেশা । আমি মনে করি যে, ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে মুদ্রা কেনা বেচা করা হই। এখানে কোন খেলা করা হই না। সারা বিসশো বেপি এই মার্কেট এ কাজ চলে। এখানে যে সে ট্রদ করতে পারে না। কারন এখানে ট্রেদ করতে হলে আগে একটা একাউন্ড খলা লাগে তার পর এখানে ট্রেদ করা যাই। তার পর ডিম না শিখে যে ট্রেদ করবে সেই লস খাবে।
অনেকেই ফরেক্সকে একটি খেলা মনে করেন । কিন্তু আসলে ফরেক্স কোন খেলা নয় । এটি একটি পেশা । ফরেক্স থেকে লাভ বা লস হতে পারে তাই বলে কি এটি কোন খেলা হতে পারে না । অনেকে ফরেক্সকে জুয়া খেলা মনে করে থাকে । তাদের ধারনা সম্পূর্ন ভুল । ফরেক্স হচ্ছে একটি উন্মুক্ত ব্যাবসার জায়গা । এখান থেকে যে কেউেই ব্যাবসা করে লাভ ও করতে পারে আবার লস ও হতে পারে । আসলে যে কোন ব্যাবসাতেই লাভ লোকসান থাকে । তাই বলে কি সব ব্যাবসাই কি খেলা নাকি । ফক্সেকে কখনওই খেলার নজরে দেখা ঠিক হবে না কারন এটি একটি পেশা ।
ফরেক্স খেলা নাকি পেশা এটা নির্ভর করে পুরোপুরি আপনার উপর । আপন যদি পেশা হিসাবে নিতে চান আপনি নিতে পপারেন । আর আপনি যদি এটাকে খেলা হিসাবে নিতে চান তাহলে আপনি সেটাও করতে পারেন । ফরেক্স হল বিশ্বব্যাপি একটি শেয়ার ব্যবসা। এক দেশের সাথে আরেকটি দেশের লেনদেনের ভিত্তিতে এটি গঠিত হয়। এটি প্রত্যেকটি দেশের রিজার্ভ ব্যাংক থেকে লেনদেন হয়।
ফরেক্স কে জারা খেলা মনে করেন আমি মনে করি তাদের ফরেক্স সম্পর্কে কোন ধারণা নেই বা খারাপ ধারণা জন্মেছে। ফরেক্স হল অনলাইন ভিত্তিক একটি ব্যবসা। বর্তমান বিশ্বের একটি জনপ্রিয় পেশা বলা যায় ফরেক্সকে। এখানে মুদ্রা কেনাবেচা হয়। ফরেক্স কোন ধরনের জুয়া খেলা নয় এটি একটি মুক্ত পেশা। যা যে কেউ করতে পারে।
ফরেক্স হল খেলা এবং পেশা দুটি কারণ আপনি হতে যেভাবে বাজার সাথে লেনদেন করবেন সেটা আপনার কর্মের জন্য পৌঁছে দিতে হবে তাই সেটাকে পেশায় নিয়োজিত হতে হবে আর আপনি যদি সেটাকে খেলা পরিণত করেন তাহলে আপনি লাভজনক হতে পারবেন না তবে আপনাকে পেশা হিসেবে বেছে নিতে হবে
যারা ফরেক্সকে টাকা উপার্জনের মেশিন মনে করে তারা ফরেক্সে আসে রাতারাতি বড়লোক হবার দুঃস্বপ্ন নিয়ে তাই তারা যখন ফরেক্সে লস করে তখন এ ধরনের কথা বলে থাকে কারন তারা ট্রেড করে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে কোণ রকম এনালাইসিস ছাড়াই । অনেকে আবার ট্রেড করার সময় নিজের অনুভূতি হিসাবে বলে থাকে আজ ফরেক্সে মার্কেটে খেললাম । আসলে এটা কোন কথা হল । ফরেক্স মার্কেট হচ্ছে একটা ব্যবসা । এটা কোন খেলা নায় । ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ লস হয়ে থাকে ।
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা লেন-দেন এর মার্কেট ।এখানে যারা যারা কাজ করে আসছেন তাদের বেশির ভাগই কাজ তা পেশা হিসেব এ নিয়েছেন ।কিন্তু কিছু কিছু বেতিক্রমি ট্রেডাররা আছে ,যারা এটাকে পেশা হিসেব এ নয় ।খেলা হিসেব এ নিয়েছেন ।যা মোটেও যথার্থ নয় ।এটাকে খেলা হিসেব এ ভাবলে তা ভুল হবে ।এটাকে পেশা হিসেব এ নিতে হবে ।