আমি সবসময় মনে করি ফরেক্সে বাই সেল দেয়া যতটা সহজ তার চেয়ে বেশি কঠিন হল এই মার্কেটে টিকে থাকা । এই মার্কেট হতে প্রতিদিন অসংখ্যা মানুষ একাউন্ট জিরো করে ফরেক্স এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে । কারণ তারা ট্রেড করে নিজের ইচ্ছামাফিক প্লান ব্যাতিত । তাই তাদের থেকে আমাদের শিখতে হবে কিভাবে এই মার্কেটে টিকে থাকা যায় । এই মার্কেটে টিকে থাকাটা নির্ভর করবে আপনার ট্রেড করার ধরনের উপর । আপনি যদি মানিম্যানেজমেন্ট ফলো করে ট্রেড পরিচালনা করেন তবে আপনার ফরেক্স মার্কেটে টিকে থাকা অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে । ধন্যবাদ ।