ফরেক্স এ ইংলিশ জানা না থাকলেও ভাল আয় করা যাবে। কারণ ফরেক্স এর বাঙলা সাইট চালু রয়েছে তবে ইংলিশ জানা থাকলে ভালো হয়। আর ইংরেজি জানা সব ভাষাভাষির মানুষের সাথে ফরেক্স সম্পর্কে শেয়ার করা যায়। এ জন্য ইংলিশ চর্চা করতে হবে।
Printable View
ফরেক্স এ ইংলিশ জানা না থাকলেও ভাল আয় করা যাবে। কারণ ফরেক্স এর বাঙলা সাইট চালু রয়েছে তবে ইংলিশ জানা থাকলে ভালো হয়। আর ইংরেজি জানা সব ভাষাভাষির মানুষের সাথে ফরেক্স সম্পর্কে শেয়ার করা যায়। এ জন্য ইংলিশ চর্চা করতে হবে।
ইংলিশ জানা লাগবে এমন কথা নয়,ফরেক্স ট্রেড করতে ইংলিশ জানা না থাকলেও এটা করা যায় আপনাকে সফল ভাবে ফরেক্স করতে হলে আপনাকে ফরেক্স এর কিছু নিয়ম কানুন শিখতে হবে তবে হ্যাঁ ফরেক্স এ বেপারে যা জানার আছে সব ইংলিশ এ, সুতরাং ইংলিশ এ দক্ষতার প্রয়োজন এখানে আছে। আপনাকে সফল ভাবে ফরেক্স করতে হলে আপনাকে ফরেক্স এর কিছু নিয়ম কানুন শিখতে হবে,আর আপনি এ নিয়ম কানুন গুলো আপ্নের পাশের কোন সিনিয়র ভাই এর থেকে শিখতে পারেন, তাই ইংলিশ জানাটা জরুরি নয়।
ভাষা হল আন্তর্জাতিক ভাষা। সকল দেশের মানুষ কম বেশী এই ভাষা ব্যবহার করে। ইংরেজী ভাষা জানা সকলের জন্য প্রয়োজনীয়। ইংরেজী ভাষা জানা না থাকলেও ফরেক্সে সফল হওয়া সম্ভব কারন ফরেক্স কর্মকর্তারা বাংলায় ফরেক্স ব্যবসার পদ্ধতি আবিষ্কার করেছেন। এজন্য বর্তমানে ইংরেজী ভাষা না জানা থাকলেও ফরেক্সে সফল হওয়া সম্ভব।
জানা না থাকলে আপনি ফরেক্স মার্কেটে আপনি সফল হতে পারবেন। আমরা বাংলাদেশী ইংলিশ খুব ভাল পারি না।তাই বলে কি আমরা ফরেক্স মার্কেটে লাভবান হতে পারব না।ইংলিশ এর পাশাপাশি ফরেক্স মার্কেট এখন বাংলা ওয়েব সাইট খুলেছে। আপনি বাংলা ওয়েব সাইটে ফরেক্স করে আপনারা লাভবান হতে পারেন।তাই আমি বলব ইংলিশ জানা না থাকলে আপনিও ফেরেক্স মার্কেটে সফল হতে পারবেন।
ফরেক্স মার্কেটে ইংলিশ জানা থাকলে ফরেক্স করতে বা ফরেক্স মার্কেটে সফল হতে সুবিদা হয় তাই ফরেক্স মার্কেটে ইংলিস প্রয়জন আছে যেমন ফরেক্স মার্কেটে জত প্রকার ভাল কিছু জানতে হয় ইংলিস পরে বা ভাল কোন নিউজ পরতে হয় ইংলিসের মাধ্যমে তাই ইংলিশ জানলে ফরেক্স মার্কেটে সুল হতে গেলে ভাল হয়।
ফরেক্স মার্কেটে সফল হতে গেলে অনেক কিছু দরকার হয় তাই ফরেক্স মার্কেটে সফলতার জন্য অনেক দিক খেয়াল রাখতে হবে ফরেক্স মার্কেটে ইংলিশ জানার জানা দরকার কারন ফরেক্স মার্কেটে দেখা জায় যে ফরেক্স নিউজ ইংলিশ পড়ে ফরেক্স নিউজ জানা লাগে নিউজ কি হতে পারে তাই ইংলিশ জানা দরকার হয়।
ফরেক্স মার্কেটে সফল হয়ার জন্য ইংলিশ বেশি গুরুত্ত পূর্ণ না কারন ফরেক্স শেখার জন্য ফরেক্স সম্পর্কে শেখার অভিজ্ঞতা অর্জন করতে পারলে ফরেক্স মারকেটে সফল হয়া জায় তাই আমি বলছি যে ফরেক্স মার্কেটে সফল হতে গেলে ইংলিশ জানা থাকলে ভালো হয় ফরক্স মার্কেটে সফল হতে গেলে সুবিধা হয় ।
ফরেক্স এমনই এক ব্যবসা যে ব্যবসায় কোন ধরনের যোগ্যতার প্রয়োজন হয় না। এই ব্যবসার প্রধান পুজি হল আপনার মেধা। আপনাকে এখানে মেধা খাটিয়ে লাভ করতে হবে। আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে বাংলায় ফরেক্স সম্পর্কে অনেক লেখা পাবেন। যেগুলো পড়ে আপনি ফরেক্স সম্পর্কে জানতে পারবেন। ফরেক্স সম্পর্কে জেনে আপনাকে মার্কেট এ্যানালাইসিস করে মুনাফা অর্জন করতে হবে। বর্তমান ডিজিটাল যুগে ভাষা কোন সম্যার কারন হতে পারে না। বুঝলাম আপনি ইংরেজি জানেন না। কোন খানে আপনাকে খুবই গুরুত্বপূর্ন একটা মেইল পাঠাতে হবে। তা আবার ইংরজিতে। কিন্তু আপনি ইংরেজি জানেন না। ভাবছেন কি করবেন? কোন সমস্যা নাই। কারো কাছে যাওয়ার ও প্রয়োজন নাই। আপনি গুগল ট্যানস্লটে এ গিয়ে বাংলা এবং এবং ইরেজী ল্যাংগুয়েজ সিলেক্ট করে দিন। এখন আপনি যাই বাংলা লিখবেন না কেন সবই অটোমেটিক ইংরেজী হয়ে যাবে।
ফরেক্স এমনি একটা বিজনেস যে বিজনেস এ আপনাকে কোন শিখাগত যোগ্যতার দরকার হই না আপনি বাংলা জানলেও ফরেক্স করতে পারবেন ইংলিশ বাংলা কোন সাবজেক্ট না ফরেক্স এ কিন্তু ইংলিশ জানা থাকে ফরেক্স এ মার্কেট এর আপডেট নিউজ নিতে আপনার জন্য সয়জ হবে
আপনি ইংলিশ না জানলেও ফরেক্স এ ট্রড করতে পারবেন বলে আমি মনে করি । কারন বাংলা তেও ফরেক্স শেখা যায়। কারন এখন অনেক বাংলা ভাষায় ফরেক্স এর সাইট আছে যেখানে ট্রেড করতে পারবেন বাংলাতে । তাছাড়া আপনি সুধু নিয়ম জানলে এবং তা অনুস্মরণ করলেই এই কাজ করতে পরবেন আমার মনে হয় ।