ফরেক্স ট্রেডিং ব্যবসাতে আপনি যে কোন সময় ট্রেড করতে পারবেন।ফরেক্স মারর্কেট ২৪ ঘন্টা খুলা থাকে।তবে আমার মতে আমরা যারা বাংলাদেশি তাদের জন্য দুপুর দুইটা থেকে রাত ১০টা এর মধ্র ট্রেড করা ভালো।আমি এই সময়ে বেশি ফরেক্স ট্রেড করে থাকি।
Printable View
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে আপনি যে কোন সময় ট্রেড করতে পারবেন।ফরেক্স মারর্কেট ২৪ ঘন্টা খুলা থাকে।তবে আমার মতে আমরা যারা বাংলাদেশি তাদের জন্য দুপুর দুইটা থেকে রাত ১০টা এর মধ্র ট্রেড করা ভালো।আমি এই সময়ে বেশি ফরেক্স ট্রেড করে থাকি।
ফরেক্স এর জন্য দিনরাত উপযুক্ত সময় নয়।কারণ ফরেক্সের মার্কেট উঠানামা করে এটা দিনে উঠতে পারে আবার রাতে উঠতে পারে আবার দিনও নামতে পারে রাত নামতে পারে। এইজন্য যখন মনে হবে যেটা উপযুক্ত সময় তখনই ট্রেডিং করা উচিত।
[ATTACH=CONFIG]10220[/ATTACH]
ছুটির*দিন বাদে মার্কেটে ২৪ ঘন্টাই*ট্রেড করা যায়। কিন্তু এছাড়াও যখন ব্যাংক হলিডে বা বড় কোন ন্যাশনাল হলিডে থাকে যেমন খ্রীস্টমাস ডে,ইস্টার সানডে ইত্যাদি, এমন সময়ে মার্কেটে ট্রেড করা উচিত নয়। কেননা তখন ব্যাংক প্লাস হ্যাডজ ফান্ড গুলো অফ থাকার কারনে*ট্রেন্ড পরিবর্তন হয় অনেক বেশি। তাই রানিং মার্কেটে*যখন ট্রেন্ড*কম পরিবর্তন হয় হয় তখন নতুনরা*ট্রেড করে*কম স্টপ লসে ট্রেন্ড করে প্রফিট করতে পারবে।
ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । এই ফরেক্স মার্কেটে রাত দিন ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৫ দিন কাজ করার সুযোগ আছে । তাই ফরেক্স মার্কেটে নির্দিষ্ট করে কোনো সময় নির্ধারণ করা নাই যে এই সময় ট্রেড করলে ভালো অর্থ উপার্জন করা যাবে । সময়টা নির্বাচন করা একমাত্র একজন ট্রেডারের দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে,,,,, ধন্যবাদ ।
ফরেক্স ট্রেডিং কোন নিষিদ্ধ দ্রব্য বা বিষয় বস্তু নয় তার পরও আপনি কেন ফরেক্স ট্রেডিংকে নিষিদ্ধ বলে মনে করছেন বিষয়টা ঠিক আমি বুঝতে পারলাম না। একটু ভেবে দেখুন ফরেক্স ট্রেডিং াামাদের বাংলাদেশে আসার পর থেকে অনেক যুবক যারা বেকার ছিল তারা এখন এখান থেকে আয়ের সুযোগ পাচ্ছে ফলে এটিকে কি দেশের জন্য ক্ষতিকর বলা উচিত হবে।
আমার মতে দিনের বেলায় ট্রেড করা অনেক ভাল। কারণ দিনের বেলায় মার্কেট অনেক বেশি মুভ করে আর আপনি যদি সে সময় সঠিকভাবে ট্রেড করতে পারেন তাহলে আপনি খুব সহজেই আপনার ট্রেড হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন। রাতের বেলায় মার্কেট বেশি একটা মুভমেন্ট করে না। সেক্ষেত্রে আপনি যদি রাতের বেলায় ট্রেড করেন তাহলে দেখা যাবে আপনাকে অনেক বেশি অপেক্ষা করতে হতে পারে মুনাফার জন্য। তাছাড়া আমার মতে রাতের বেলায় আপনি সঠিকভাবে এনালাইসিস করতে পারবেন না। কারণ তখন সময় থাকে মার্কেট বন্ধ হওয়ার।
সুতরাং আমি মনে করি বাণিজ্যের জন্য আমাদের দিন ও দিনকে ব্যবসায়ের পক্ষে সঠিক হওয়া উচিত কারণ আমরা যখন ঘুম থেকে জেগে থাকি এবং রাতে আমরা ঘুমিয়ে থাকি যদি আমরা দিন জেগে থাকি এবং আমরা বাণিজ্যে লাভ অর্জন করি। সুতরাং আমরা যদি রাতের বেলা এটিতে বাণিজ্য করি তবে আমরা এটি কেটে ফেলব we যদি আমাদের লাভ হয় তবে আমরা এটি কাটাতে পারব না যার কারণে আমরা ঘুমিয়ে যাব। বাণিজ্য করা উচিত
অপকে লিয়ে হর দিন ট্রেড কে লাইছে আচ্ছা তাবি হোগা জব আপন হার কো সমঝনে কি কোশিশ কারেঙ্গে আর চ্যাট কো আছি তারাহ সে সমাজঃ কার ট্রেড লাগেঙ্গে আওর কাবি ভী জলদবাজি মেইন কো ভি প্রীত উপর নাহিন কারেঙ্গে আও হামেশা হি মার্কেট কো সমিষে করি নিউজ কো ভী রিতে করতে রেহেং কিউঙ্কি নিউজ কি বাজাহ বাজারে কি আন্দোলন বহুত জ্যাদা পরিবর্তন হো জাতি হ্যায়
আসলে ফরেক্স মার্কেট এ ট্রেড করার নির্দিষ্ট কোন সময় নেই।কারন মার্কেট সবসময় উঠানামা করে।তবেযখন আমেরিকা, জাপান, ইউরো যোনের বিজনেস আওয়ার চলে তখন ফরেক্স মার্কেট এ মুল্য উঠানামা অন্যান্য সময়ের চেয়ে দ্রুত হয়। বাংলাদেশ সময়ে এই সময়টা দুপুর ১ টা থেকে রাত ১০ টার মধ্যে। ট্রেডে কমসময়ে প্রফিট করার জন্য ট্রেডিং টাইম নির্বাচন করাটা একটা টেকনিক। এই সময় মার্কেট এর প্রায় সব কয়টা পেয়ারেই ভাল মুভমেন্ট দেখা যায় বলে আমি মনে করি।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনি রাত বা দিন দুটো সময়কে নির্বাচন করতে পারেন কারন দুপুর ১২ টা হতে সন্ধা ৬টা পর্ষন্ত আমেরিকা সেশন থাকে ফলে এ সময় ফরেক্স মার্কেটে বেশ ভাল মুভমেন্ট থাকে আবার সন্ধা ৬টা হতে ১০টা লন্ডন সেশন চলে ফলে এ সময়ও মার্কেট মুভমেন্ট ভাল থাকে ফলে আপনি যে কোন সেশনে ট্রেড করতে পারেন,