আমিওত ফরেক্স করি।। ফরেক্স এ যারা বার বার লস করছেন আমি মনে করি তারা ফরেক্স সম্পর্কে ভাল জানে না। জানলে বার বার লস করার কথা না।এটাতে যদি আপনি অলস ভাবে কাজ করেন তাহলে ত আপনি লস হবেই...
Printable View
আমিওত ফরেক্স করি।। ফরেক্স এ যারা বার বার লস করছেন আমি মনে করি তারা ফরেক্স সম্পর্কে ভাল জানে না। জানলে বার বার লস করার কথা না।এটাতে যদি আপনি অলস ভাবে কাজ করেন তাহলে ত আপনি লস হবেই...
আসলে শুধু ফরেক্স না যেকোনো কাজেেই অভিজ্ঞতা ছাড়া ভালো করা সম্ভব না। কাজে ভালো ফল পেতে হলে সেটা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এতে লস এর সম্ভাবনা কম থাকে। ফোড়েক্স আসলে অভিজ্ঞতার ব্যাপার কাজেই অভিজ্ঞতা অর্জন বা করে ফোড়েক্সে ট্রেড করা উচিৎ ণা আমার মনে হয়।
ফরেস্ক যারা লস করে তারা ভালভাবে না শিখে ট্রেড করে ,এজ়ন্য তারা লস করে। তাই ভাল্ভাবে শিখে ট্রেড করা উচিত
আমরা অনেকে না জেনে ফরেক্স এ বিনিয়োগ করি এবং যখন লসের মুখে পড়ি তখন বলি ফরেক্স এ কেঊ লাভ করতে পারে না,
তাই ফরেক্স করার আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে , ডেমো ট্রেডিং করে ট্রেডিং শিখতে হবে।
আমি বার বার লস করি না আর লস এক বার করার পরেই সাবধান হয়ে যেতে হয়।কারন ভুল থেকেই মানুষ সঠিক পথের সন্ধান পায়। অবশ্যই আমাদের শিক্ষা গ্রহন করা উচিত লস দেখে ভাল করে জাচাই বাছাই করে কথাই আমার ভূল আছে।আর একটা দিক আমাদের লক্ষ্য রাখতে হবে সটপ লস ব্যবহার করতে হবে।আর পরবরতিতে যেন র লসনা হয় সেদিক লক্ষ্য রাখতে হবে।
বার বার লস খাওয়াকে মাঝে মাঝে লস খাওয়াতে নিয়ে আসতে হলে আপনাকে সবার আগে টাইম ফ্রেমটি বদলাতে হবে, কারন আমি দেখেছি নতুন ত্রেদারদের বড় টাইম ফ্রেম এর চে ছোট টাইম ফ্রেম এর প্রতি আকর্ষণ বেশি এবং এটি তাদের লস করার অন্য তম প্রধান কারন। ১৫ মিনিট, ৩০ মিনিট, ৫ মিনিট টাইম ফ্রেম এ ট্রেড করার পরিবরতে D1, H4 এবং weekly চার্ট অনুশরন করুন, দেখবেন আগের লস অনেক কম করছেন আর মাস শেষে লাভ ও থাকছে।
আমি মনে করি ফরেক্স মার্কেট এ আপনি যদি ভালোভাবে পর্যবেকক্ষণ করতে পারেন তাহলে হয়তো আপনি বার বার লসের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভাবনা আছে। আর বার বার লস হলে আমাদের মন ভেঙ্গে যায় যার প্রভাব পড়ে আমাদের ব্যবসায়ের উপর অতএব আমি মনে করি বেশি ইমোশনাল ক্ষতিগ্রস্থ হয়ে যায়।
ফরেক্স মার্কেট এ আমাদের ছোট খাট ভুলের কারনে আমরা অনেক সময় বর বর লস করে থাকি আমি মুলত নিউজ টাইমে আমার টেকনিকেল এনালাইসিস এর প্রয়গ এর কারনে আমি লস করে থাকি তবে আমাদের এই লসের যথা যথ কারন খুজে বের করতে পারলে আমরা তা প্রতিহত করতে পারব ।
সকল ট্রেডার ই বার বার লস করে কারন মার্কেট তার নিজ নিয়মে চলে কারো এখানে কোন হাত থাকে না লাভ লস এ দুই কে একসাথে নিয়ে ফরেক্স মার্কেট কখনো লাভ আবার কখনো লস এভাবেই চলে ফরেক্স মার্কেট তাই আমাদের কে বেশী করে এই ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল করে জ্ঞান অর্জন করতে হবে ।
আমরা বার বার মার্কেটে ট্রেড নিয়ে লস করি আমার মতে এর কারন গুলো হল নিম্নরুপ:
১) অভিজ্ঞতার অভাব,
২) মার্কেট ভলোভাবে বিশ্লেষন না করা,
৩) লস করার পর এর কারন অনুসন্ধান ও মুল্যায়ন না করা ,
৪) আবডেট নিউজ ফলো না করা, ইত্যাদি। ধন্যবাদ।