-
ফরেক্স শিখতে হলে আপনার ফরেক্স শিখার জন্য প্রবল ইচ্ছাশক্তি থাকতে হবে আর তাহলেই আপনি ফরেক্স শিখতে পারবেন । ফরেক্স কিন্তু কিছু থিওরি পরলেই শিখা হয়ে যায় না । ফরেক্স প্রাকটিক্যালি শিখতে হয় । তাই আপনি যদি ফরেক্স শিখতে চান তাহলে আপনি ফরেক্স সম্পর্কে যা জানলেন সেটা কাজে লাগিয়ে দেখেন । ফরেক্স শিখার পাশাপাশি ডেমো ট্রেড করতে থাকেন । আর আপনি যা জানলেন তা ডেমোতে আপ্লাই করতে থাকেন । আর এভাবেই আপনি ফরেক্স শিখতে পারবেন ।
-
ফরেক্স শিখতে হলে সর্ব প্রথম আপনার মধ্যে অবশ্যই আগ্রহ থাকতে হবে সাথে সাথে আপনার কঠোর পরিশ্রম করার মানসিকতাও তৈরি করতে হবে।আমি মনে করি আপনার মধ্যে এই সকল গুন থাকলে আপনি নিজের ইচ্ছায় ফরেক্সের উপর নির্মিত ভিডিও টিউটোরিয়াল দেখেই ফরেক্স ট্রেডিং শিখতে পারবেন সাথে সাথে আপনার বাস্তব অভিজ্ঞতা এবং দক্ষতা তৈরি করার জন্য আপনাকে অবশ্যই ডেমো ট্রেডিংয়ে অনুশীলন করতে হবে।
-
ফরেক্স শেখার সবচেয়ে ভালো মাধ্যম হলো অনলাইনে আপনি অনলাইনে ফরেক্স এর বিসয় বিীভন্ন জ্ঞান অজন করা সম্বব। এখন অনলাইনে ফরেক্স এর মাধ্যমে অরেক জ্ঞান প্রদান করা হয়।কিভাবে মূদ্রা কেনা বেচে করা যায় সম্পকে সাভিক জ্ঞান অজন করা সম্বব।এছাড়া ডেমো ট্রেড করে আপনি ফরেক্স শিখতে পারেন।ধন্যবাদ
-
ফরেক্স টা আসলে কি এইটা আমার ধারণা নেই কারণ আমি ফরেক্সে নতুন । আমার মনে হয় ফরেক্স টা একা একাই শিখা সম্ভব । এইটা শিখার জন্য আমি অনেক আগ্রহী । তাই আমার মনে হয় এই ফরেক্স সম্বন্ধে সকলের ধারণা থাকা দরকার ।
-
ফরেক্স শিক্ষার বহু উপায় রয়েছে, আপনাকে নিশ্চিত করতে হবে, আপনি কোন ভাবে ফরেক্স শিকতে পছন্দ করেন ! কেউ কেউ বলে ডেমো উসে করলেই ফরেক্স শিখা যায়, আর কিছু লাগে না, জি উনারা এক অর্থে ঠিক এ বলে ডেমো হলো ফরেক্স শিক্ষার মেন, তবে হা আপনি যদি একটি ইবুক পরে নেন, তাহলে ফরেক্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে ও বুঝতে পারবেন, যেটা আপনাকে আরো এগিয়ে যেতে সহায়তা করবে.
-
ফরেক্স শিখতে হলে প্রথমে আপনাকে ধৈর্য্যবান হতে হবে, ইন্টিরনেট সংযোগসহ কম্পিউটার, এনড্রয়েট বা অন্য কোন ডিভাইসের মাধ্যমে অনলাইনে বিভিন্ন থেকে ফরেক্স শেখা যায়, এছাড়া ডেমো নিয়মিত অনুশীলন করলে ফরেক্স সর্ম্পকে ভাল ধারণা গড়ে উঠে।ফরেক্স উপর বিভিন্ন বইও পাওয়া যায়।
-
ফরেস্ক শেখার উপাই?
একটি ব্যক্তি বিভিন্ন ভাবে ফরেস্ক শিকতে পারেন। সব থেকে ভলো হয় যদি আপনি একটি ডিমো একাউন্ট খুলতে পারেন। তাছারা গুগলে ছারচ দিয়েও আপনি ফরেস্ক শিকতে পারবেন। ভালো হয় আপনি যদি আপনার পরিচিত কেউ যে ফরেস্ক সমপরকে ভালো যানে আমরা তার কাছ খেকে ফরেস্ক শিকতে পারব।
-
ফরেক্স শেখার উপার:
১। বিভিন্ন ওয়েব সাইটে ফরেক্স নিয়ে পড়াশুনা।
২। এনালাইসিসে প্র্যাকটিস।
৩। ডেমো একাউন্টে প্রয়োগ।
৪। ফলাফল পর্যবেক্ষণ ও রেকর্ড সংরক্ষণ।
৫। অনেক ফলাফলে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত, অর্থাৎ স্ট্র্যাটেজি নির্ণয়।
৬। একটি লক্ষ্য নির্ধারণ।
-
ফরেক্স শিখার ভিবিন্ন মাধ্যম একন আছে তাদের মাধ্যমে আমরা ফরেক্স শিখতে পারি।ফরেক্স শিখার জন্য আপনি অনলাইনকে বেচেনিতে পারেন।অনলাইনে ফরেক্স সম্পকে অনেক জ্ঞান অর্জন করা যায়।মূদ্রার ক্রয়-বিক্রয় সর্ম্পকে সার্বিক জ্ঞান অজর্ন করা যেতে পারে।এবং ডেমো ট্রেড করতে পারেন বেশি বেশি।আপনি ফোরাম পোস্টে এর মাধ্যমে ফরেক্স শিখতে পারেন।ধন্যবাদ
-
ফরেক্স শেখার বিভিন্ন ঊপায় রয়েছে,তন্মধ্যে কার্যকরী উপায় হচ্ছে যদি কোন দক্ষ ট্রেডারের কাছে শিখতে পারেন ।এছাড়া অনলাইনে অনেক রিসোর্স আছে যা থেকে ও ফরেক্স সেখা যায়,তবে তা কিছুটা সময়সাপেক্ষ । বিভিন্ন ই-বুক,ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ও ফরেক্স শেখা যায় ।