আমি প্রথম ৫০ ডলার বিনিয়োগ করে কাজ শুরু করেছিলাম এবং আমার মতে প্রথমে কম বিনিয়োগ করাই ভাল কারন প্রথমে অনেকেই ভুলের কারনে অ্যাকাউন্ট ০ করে ফেলে আমিই তো প্রথম বার লোভে পরে বেশী লাভ করতে গিয়ে অ্যাকাউন্ট ০ করেছিলাম ।
Printable View
আমি প্রথম ৫০ ডলার বিনিয়োগ করে কাজ শুরু করেছিলাম এবং আমার মতে প্রথমে কম বিনিয়োগ করাই ভাল কারন প্রথমে অনেকেই ভুলের কারনে অ্যাকাউন্ট ০ করে ফেলে আমিই তো প্রথম বার লোভে পরে বেশী লাভ করতে গিয়ে অ্যাকাউন্ট ০ করেছিলাম ।
আমি প্রথমে ট্রেড করতে কোন ডিপোজিট করিনি ফোরাম থেকে বোনাস পাওয়া ২৫ ডলার দিয়ে ট্রেড করে লাভ করেছিলাম কিন্তু বর্তমানে রিয়েল মানি দিয়ে ট্রেড করে লাভ করতে পারছি না। ধন্যবাদ।
আমি ফরেক্স মার্কেট এ সর্ব প্রথম বোনাস
ডিপোজিট দিয়ে আসি এবং তারপরে আমি ৩০
ডলার আমার একাউন্ট এ মানিবুকারস এর
মাধ্যমে ডিপোজিট করি
সবার আগে ডিপোজিট করেছিলাম ১০ ডলার শুধু তারপরেই আমি ১ সেন্ট এ ট্রেড করা শুরু করি ১০ কে আমি ১৪ বানিয়ে ফেলেছিলাম ২ সপ্তাহে কিন্তু মাস শেষ না হতেই আমি আমার তাকাটা লস করে ফেলি আমার ভুলের জন্য কারন আমি ভাবছিলাম বেশী লট দিলে বেশী লাভ করতে পারব তাই অবশেষে লস করেই ফেললাম ।
অামি এখোনো ডিপোজিট করিনাই ফলে অামি মনে করি যে মিনিমাম ১০০ ডলার হলে ডিপোজিট করা যায় ৷
আমার প্রথম ডিপোজিট ছিল ২ ডলার সেন্ট একউন্ট এ। এটাকে আমি অনেক সহজে ১৩ ডলার বানিয়েছিলাম। কিন্তু পরবর্তিতে একটি ভুলের কারনে আমি আমার সবকিছু হারিয়ে ফেলি। সেখান থেকে আমি শিক্ষা অর্জন করি। পরবর্তিতে সেটাকে আমি কাজে লাগাই।
আমি ফরেক্স এ কিছুদিন হল যোগ দিয়েছি। তাই আমি খুব বেশি পরিমান বিনিয়োগ করি নাই। অল্প বিনিয়োগ এ অল্প লাভ ... এই ধারনা নিয়ে আমি শুরু করেছি। বিনিয়োগ করেছি মাত্র ২০ ডলার।
আমত্র ১২ ডলার ।
ফরেক্সে আমি নতুন। আমার সিনিয়র ফরেক্স ট্রেডারদের থেকে আমি যে ধারণা পেয়েছি তা দিয়ে আমি বুঝি। নতুন অবস্থায় ৫ থেকে ৬ মাস ডেমো ট্রেড করা দরকার। আমি মনেকরি নতুন অবস্থায় ফরেক্স ফোরামের বোনাস দিয়ে ট্রেড শুরু করা দরকার। এতে আপনি আর্থিকভাবে তেমন ক্ষতিগ্রস্থ হবেন না। ধন্যবাদ
আমার প্রথমত এখনো ইনভেষ্ট করি নাই কিন্তু অামার অাশা ৷ অামি ১০০ ডলার দিয়ে শুরু করতে চায় অার ভালো ভাবে ডিপোজিট করতে চায় যাতে লস না হয় এর জন্য ভালোভাবে ফরেব্স সম্পকে জেনে বুঝে করতে চায় ৷