-
ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন কারেন্সি পেয়ারের সমন্বয়ে ট্রেড করে এখান থেকে প্রফিট লাভ করে থাকি এটিকে অনেকেই শেয়ার মার্কেটের সাথে তুলনা করে থাকে তবে এটি শেয়ার মার্কেট থেকে অনেকটা ভিন্ন শেয়ার মার্কেটে একমুখী ট্রেড করা যায় অর্থাত শেয়ারের দাম কেনা দাম অপেক্ষা বৃদ্ধি পেলেই কেবল প্রফিট বা লাভ হয় তবে ফরেক্স মার্কেটে দ্বিমুখী ট্রেড করা যায়।
-
আমি আপনার সাথে সহমত প্রদর্শন করছি।ফরেক্স থেকে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা উপার্জন করা সম্ভব এমন প্রচারনা যদি কেউ করে থাকে তবে তারা ভুল করছে। কারন ফরেক্স থেকে সবাই যে আয় করবে তার কোনো নিশ্চয়তা নেই।তাই বুঝেশুনে ফরেক্সে ট্রেড করতে আসতে হবে। এজন্য আমরা যারা জানি তাদদের উচিত ফরেক্সের মতো সম্মানের ব্যবসাতে যেন অপপ্রচার না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি দেওয়া।
-
ফরেক্স বিজনেস বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বিশাল একটি বিজনেসের নাম। এই বিজনেস অন্য সকল বিজনেসের চেয়ে অনেক বেশি আলাদা,ভিন্নধর্মী ও চেলেঞ্জিং একটি বিজনেস। এই মার্কেটে ট্রেডিং করে অসংখ্য মানুষ নিজের জীবিকা নির্বাহের রাস্তা নিজেই তৈরি করেছেন। ফরেলস মার্কেটের পিছনে সময় দিলে,পরিশ্রম করলে এই মার্কেট থেকে অনেক ভাল আয় করা সম্ভব।
-
আমি ফরেক্স মার্কেটে এসেছি কারন ঘরে বসে াায় করতে পারি।ফরেক্স মার্কেট এ এনালাইসিস করে ট্রেড করলে লাভের পরিমান বেশী আশা করা যায় । আমার মতে কম ট্রেডে বেশী লাভের আশা করা ভাল । কারন আমরা জানি " অতি লোভে তাতি নষ্ট " । আপনি যদি দক্ষ ট্রেডের হন তাহলে কম ট্রেড করে বেশি লাভ করতে পারবেন। ফরেক্সের ট্রেড সম্পর্কে অনেক বেশি ধারনা থাকলে এখান থেকে খুব কম ট্রেড করে অনেক লাভ করতে পারা যায় ।তাই আমি বলব ফরেক্স করার আগে ফরেক্স সম্পরকে ভাল করে জেনে নিতে হবে ।
-
ভাই ফরেক্স কোন আলাদিনের চেরাগ না যে মার্কেট থেকে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা *আয় করা যাবে । ফরেক্স অত্যান্ত জটিল একটি ব্যবসায় । ফরেক্স এতটাই জটিল যে মার্কেটে শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই লস করে থাকে । ফরেক্স মার্কেট থেকে যদি সহজেই *আয় করা যেত তাহলে মার্কেটে কেউ এত লস করত না ।
-
আমি ফরেক্স মার্কেট এ আসেছি কারন আমরা ঘরে বশে আয় করতে পারি। আমার মতে কম ট্রেড এ বেশি আয় করা যা।
-
অনেকেই বলে থাকেন যে ফরেক্স থেকে ইনকাম করা নাকি অনেক কঠিন । তবে আমি কেন জানি এটা ঠিক বিশ্বাস করতে পারছিনা । কেননা আমি নিজেও তো একজন ট্রেডার । তবে প্রথম এক বছর আমার কাছে কঠিন মনে হতো । এখন কিছুটা সহজ মনে হয় । আমার কাছে যেটা ইমপোরটেন্ট বলে মনে হয় সেটা হয় ধৈর্য ধরে ট্রেড করা ।
-
ফরেক্স থেকে অনেক টাকা আয় করা সম্ভব কিন্তু তার জন্য অনেক কিছু যানতে হবে ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখতে হবে ফরেক্স সম্পর্কে। ফরেক্স এ আপনি প্রথম বারেই অনেক টাকা আয় করতে পারবেন না তার জন্য আপনাকে বেশি বেশি ফরেক্স এ মন দিতে হবে বেশি বেশি ফরেক্স নিয়ে ঘাটাঘাটি করতে হবে। তাহলেই আপনি ফরেক্স এ বেশি বেশি বা কিছু টাকা আয় করতে পারবেন তাই ফরেক্স সম্পর্কে যানুন ফরেক্স সম্পর্কে শিখুন।
-
আমি বলব ফরেক্স থেকে আয় করা অনেক সহজ না, যত সহজে মানুষ ফরেক্স এ যুক্ত হতে পারে লাভ করার আসাই তত সহজে আপনি ইনকাম করতে পারবেন না ফরেক্স থেকে ইনকাম করতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে আর আপনি কি ভাবে করলে কি করবেন কত লাভ করবেন তা আপনাকে জানতে হবে।
-
ফরেক্স নিয়ে মিথ্যা প্রচার করা ঠিকনা। কাউকে লোভ না দেখিয়ে বলা উচিত ফরেক্স ভাল একটি মার্কেট। এখানে ঠিকমত সময় ও শ্রম দিলে মাসে ভাল একটি আয় করা সম্ভব এভাবে বলা যেতে পারে। কিন্তু কিছু লোক আছেন যারা বলেন ফরেক্স থেকে মাসে ৫০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত আয় করা ।এসব লোক থেকে আমাদের দূরে থাকা উচিত।