-
ফরেক্স মার্কেটে লিভারেজ হলো ব্রোকার কতৃক প্রদেয় লোন, য়া একজন ট্রেডারকে ট্রেড করার জন্য দ্বার দেয়া হয়ে থাকে। এর জন্য ব্রোকারকে ট্রেডার কতৃক তার লভ্যাংশের একটা নির্দিষ্ট পরিমান প্রফিট প্রদেয় করতে হয়। অন্যভাবে বলা যায়, লিভারেজ বা লোন হচ্ছে আপনার ক্যাপিটালের উপর সর্বোচ্চ কতগুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।
অন্যভাবে বলা যায়, লিভারেজ বা মার্জিন হলো লোন যা আপনার ক্যাপিটাল এর উপকার ব্রোকার কতগুন সুবিধা দিয়ে থাকে। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে লিভারেজ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি আপনার ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করার সময় নির্ধারণ করে নিতে হয়। যে যার সুবিধামতো লিভারেজ নির্ধারণ করতে পারে। কেউ 1: 200 অথবা তারও বেশি লিভারেজ নিতে পারেন। তবে বোনাস একাউন্ট ট্রেডিং এর ক্ষেত্রে লিভারেজ 1: 50 এর বেশি নেয়া উচিত নয়। এর বেশি নিলে পরবর্তীতে কোন সমস্যায় পড়তে হতে পারে।
তাছাড়া ইন্সটাফরেক্স বোনাস একাউন্ট ট্রেডিং এর ক্ষেত্রে লিভারেজ 1: 50 নির্ধারণ করে দিয়েছে। এর বেশী আপনি চাইলেও নিতে পারবেন না। বোনাস একাউন্টে প্রফিট করার পর বিশেষ করে 100 ডলারের বেশি উইথড্র দিলে একাউন্ট ব্লক করে দিতে পারে। তাই অ্যাকাউন্ট ওপেন করার সময় লিভারেজ নির্ধারণকে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে এবং ভেবেচিন্তে লিভারেজ নির্ধারণ করতে হবে, যাতে করে পরবর্তীতে কোনো ঝামেলায় পড়তে না হয়।
-
যে প্রতিটা ব্রকারই আমাদের লিভারেজের সুবিধা দিয়ে থাকে। আর আমরা জানি যে লিভারেজ বেশি পাবার শুবিধার কারনে আমরা আমাদের অ্যাকাউন্টের ক্যাপিটালের তুলনায় লিভারেজ অনুযায়ী বেসি লট ট্রেড দেবার সুযোগ পেয়ে থাকি।
-
অবশ্যই আবেগ পরিহার করতে হবে। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ট্রেডের ক্ষেত্রে আবেগ থাকলে অনেক ভুল সিদ্ধাত নেয়া হয়, ট্রেড লসে ক্লোজ করা হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
-
ফরেক্স মার্কেটে লিভারের যত বেশি নেওয়া হয় ততো লাভের পরিমাণ বেশি থাকে। তবে নতুন যারা ফরেক্স মার্কেটে ট্রেড করছে তাদের ক্ষেত্রে লেভারেজ কম নেওয়াটাই ভালো। সেই ক্ষেত্রে লিভারেজ ১:৫০ নেওয়া আমার কাছে অনেক ভালো মনে হয়। এমনকি ইন্সটাফরেক্সে ১:১০০০ লিভারেজ নিয়ে ও কাজ করা যায়।
-
ফোরাম বোনাসের একাউন্টে আমি ১:৫০ লেভারেজ নিয়েছি। ফোরাম বোনাসের একাউন্টে নাকি ১:৫০ এর বেশি লেভারেজ নেওয়া যায়না। আপনি যদি রিয়েল ডলার দিয়ে ট্রেড করে থাকেন তাহলে যত বেশি পারেন তত লেভারেজ নেবিয়া ভালো এর ফলে আপনি বেশি মার্জিন দিয়ে পরিচালিত কর্তে পারবেন.কিন্তু আপনার একাউন্ট যদি বোনাস ডলার দিয়ে পরিচালিত হয়ে থাকে।
-
ফরেক্স মার্কেটে লিভারেজ বেশি নেওয়া ভাল। কারন লিভারেজ বেশি নিলে কম মার্জিনে ট্রেড করা যায়। কিন্তু কখনও বেশি লট নিয়ে ট্রেড করা ঠিকনা। কারন বেশি লট নিয়ে ট্রেড করলে একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা থাকে।
-
যদি আপনার একাউন্টে ডিপোজিট ১০০ ডলারের কম হয় তবে লিভারেজ সর্বোচ্চ যেমন ১ঃ১০০০ আর এর বেশি হলে ১ঃ২০০ নেওয়াটা উত্তম।
কেননা লিভারেজ না নিলেও চলেনা আবার বেশি নিলেও বিপদ। তাই থিংক ওয়াইজলি।
-
আপনাকে যদি কোন ব্রোকার ১:২০০ লিভারেজ অফার করে, তাহলে আপনি ইচ্ছা করলে ১০ ডলার দিয়ে ২০০০ ডলার ট্রেড করতে পারবেন। আর তাই, আগে যা লাভ হতো, এখন তার থেকে ২০০ গুন বেশি লাভ হবে। একইভাবে, আগে যা লস হতো, আপনি যদি ১:২০০ লিভারেজ এর পুরো ব্যাবহার করেন, লসও তার ২০০ গুন বেশি হবে। আমার জানামতে ফোরামের বোনাস দিয়ে আপনি যদি ট্রেড করেন তাহলে ব্রোকার আপনাকে লিভারেজ ১:৫০ নির্ধারন করে দিবে আর সেটি দিয়েই আপনাকে ট্রেড করতে হবে। আর দিপোজিত করলে আপনার নিজের ইচ্ছা মত লিভারেজ বেছে নিতে পারবেন।
-
একজন বিদেশী বণিকের কাছ থেকে আমি যত বেশি প্রভাব ফেলব, আপনার পক্ষে ততই মঙ্গল। আপনি ইন্সটাফরেক্স মধ্যস্থতাকারীর থেকে একাধিকবার প্রভাব পেতে পারেন। আপনি যত বেশি প্রভাব ফেলবেন ততই প্রান্তে আপনার বিনিময় করার বিকল্প থাকবে। সুতরাং যথাযথভাবে প্রত্যাশা করা যেতে পারে ততটা প্রান্ত নেওয়ার চেষ্টা করুন। এটি যেমন হয় তেমন হোন, অংশগুলি ভুলভাবে ভাগ করে বিনিময় করতে যাবেন না। এটি আপনার রেকর্ডটি শূন্য করে তুলতে পারে।
-
আমার মতে একটি একাউন্টে যত বেশি পারা যায় লেভারেজ নেয়া উচিত । কারন লেভারেজ আপনার বিপদের বন্ধু । তবে বেশি লেভারেজ নিলে অবশ্যই সেটিকে বার বার ব্যবহার করতে যাবেন না তাহলে ধরা খেতে হবে । অবশ্যই আবেগ পরিহার করতে হবে। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ট্রেডের ক্ষেত্রে আবেগ থাকলে অনেক ভুল সিদ্ধাত নেয়া হয়, ট্রেড লসে ক্লোজ করা হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।