ডেমো ট্রেড কে রিয়েল এর মত ভাবতে হবে। তা না হলে ডেমো কখনোই লাইভ এর মত করতে পারবেন না। আর ডেমো তো ভার্চুয়াল মানি। কিন্তু আপনি যদি ডেমো লাইভ এর মত করতে পারেন তাহলে আপনার অনেক অভিজ্ঞতা হবে। ডেমোতে ও মানি মেনেজমেন্ট মেনে নিজেকে তৈরি করতে হবে।
Printable View
ডেমো ট্রেড কে রিয়েল এর মত ভাবতে হবে। তা না হলে ডেমো কখনোই লাইভ এর মত করতে পারবেন না। আর ডেমো তো ভার্চুয়াল মানি। কিন্তু আপনি যদি ডেমো লাইভ এর মত করতে পারেন তাহলে আপনার অনেক অভিজ্ঞতা হবে। ডেমোতে ও মানি মেনেজমেন্ট মেনে নিজেকে তৈরি করতে হবে।
ডেমো একাউন্টে আপনি যত স্বাধীন ভাবে ট্রেড করতে পারবেন রিয়েল ট্রেডে তা করা যায় না। কারন একটি ভুলের জন্য অনেক লস হয়ে যেতে পারে।ডেমো ট্রেড হল এমন একটি প্লাট ফরম যেখনে ট্রেড চর্চা করা হয়। ডেমোতে ভালমত ট্রেড করতে রিয়েল ট্রেড করতে সহজ হবে ।
আমি সহমত আপনার সঙ্গে আবার নয়ও! কারন একটা সময় ছিল যখন ফরেক্স শুধুমাত্র একটি বিশেষ শ্রেনীর মানুষদের জন্য হয়ে থাকত। আর আজ প্রযুক্তির কল্যানে ফরেক্সে সবাই অংশগ্রহন করতে পারে। এটি শুধু আমাদের দেশই নয়, সকল দেশের জন্যই শুভকামনা। আর আমাদের দরিদ্রতম দেশের জন্য এটি হতে পারে আশির্বাদ যদি এটিকে বেশ গুরুত্ব দিয়ে আমরা শিখতে পারি এই সম্পর্কে।
ডেমোতে লাভ করি কারণ আমরা বেশিরভাগ ট্রেডার ইচ্ছামত ট্রেড করি ডেমোকে কেউ সিরয়াসলি নিতে চাইনা সবাই শুধু ভাবে যে ডেমো করলে কি লাব হবে ? আসলে আমি যখন ফরেক্স মার্কেটে প্রবেশ করি তখন ডেমোর মাধ্যমে করলেও মূলত আমি তেমন একটা পাত্তা দিইনি কিন্ত সময়ের প্রেক্ষাপটে আমি যখন রিয়েল ট্রেডিং-এ অনেক লস করলাম এখন আমি ডেমো ট্রেড করি যার মাধ্যমে আমি অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে পারি
ডেমো ট্রেডে আমরা অনেক বেশি লাভ করি আর রিয়েল ট্রেডে লাভ করতে পারি না। এটা বেশির ভাগ ট্রেডারদের ক্ষেত্রেই ঘটে থাকে। এর মুল কারন হল-ডেমোতে আমরা ইচ্ছা মত ডলার নিয়ে ট্রেড করি। ডেমোতে অনেক বেশি রিক্স নিয়ে থাকি। কোন সময় এ্যাকাউন্ট এ অনেক বেশি লস হলে সেই এ্যাকাউন্ট আর ওপেন করে দেখি না। কিংবা অনেক সময় একটি ট্রেড ওপেন করে আর সেই এ্যাকাউন্ট ওপেন করে দেখি না যে লাভ হল নাকি লস হল। যখন কয়েকদিন পরে ওপেন করি তখন দেখি অনেক বেশি লাভ হয়েছে ট্রেডে। কিন্তু যখন আমরা রিয়েল ট্রেড করি তখন একটি ট্রেড ওপেন করে কিছুক্ষন পর পর এ্যাকাউন্ট ওপেন করে দেখি যে কত লাভ বা লস হল। যখনই একটু লাভ হয় তখন ধৈর্য্য ধারন না করে আমরা সেই লাভ ক্লোজ করে দেই। আবার ট্রেড ওপেন করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। এ কারনেই আমরা রিয়েল ট্রেডে বেশি লাভ করতে পারি না।
আমি মনে করি ডেমোতে অনেক বেশি ব্যালেন্স থাকার কারনে সহইজেই প্রফিট করা যায় । কারন সেখানে একাউন্ট জিরো হবার ভায় থাকে না । আর একটা ট্রেড এ লসে গেলে সেদিকে আমরা আর খেয়াল করি না এক্সময় মার্কেট ঘুরে গেলে আব্র প্রফিট হয়ে যায়। কিন্তু রিয়েল ট্রেড এ আমাদের ব্যালেন্স কম থাকায় একাউন্ট জিরো হবার ভয় থাকে আর আমরা বড় ট্রেড করতে পারি না লসে গেলেও একাউন্ট জিরো হবার ভয়ে ট্রেড কেটে দিয় তাই ডেমো তে সহজেই প্রফিট করা যায়।
ফরেক্স মার্কেট এ ডেমোতে অনেক টাকা আয় করা যায় কিন্তু রিয়েল এ লাভ হয় না। এ নিয়ে আমি অনেকটা কনফিউস। ফরেক্স মার্কেট এ আমার ডেমোতে আমি ৪০০ ডলার আয় করেছি। কিন্তু রিয়েল একাউন্ট এ মাত্র ১০ ডলার লাভ করেছি আবার ২৩ ডলার লস এ আছে। তাই বলা যায় যে ডেমোতে আয় করা যত সহজ কিন্তু রিয়েল এ ট্টেড করে আয় করা অতটা সহজ নয়।
আপনি ডেমো অ্যাকাউন্ট এ স্টপ লস ছাড়া টেড করেন তাই আপনি ডেমো তে ভাল লাভ করতে পারেন ডেমো অ্যাকাউন্ট ০ হয়ে গেলে আপনার কিছু মনে হয় না কিনু রিয়েল অ্যাকাউন্ট ০ হলে অনেক কিছু মনে হয় আসলে এটা পুরুটা মানসিক ব্যাপার তাই রিয়েল অ্যাকাউন্ট এ অনেক বুজে টেড করতে হয় আপনি ভাল করে টেড বুঝে করলে আপনার লাভ হবে ।
হ্যা আমিও মনে করি ডেমো ট্রেড এ লাভ করা খুব সহজ। কারণ আমি অনেক ট্রেডার দেখেছি যারা ডেমোতে ট্রেড করে অনেক লাভ করছে। কারণ ডেমো অ্যাকাউন্ট এ ইনভেস্ত অনেক বেশি থাকে, তাই লাভ অনেক বেশি হয়। কিন্তু রিয়েল ট্রেড করার সময় ইনভেস্ত বেশি থাকে না। আর একটা ভই কাজ করে। যা আমার ক্ষেত্রে ও হয়েছে। তাই ডেমো তে সবসময় লাভ হয়।
আমরা অনেকই একাউন্ট ০০০ করছি অনেকবার। তারপর ও আমাদের শিক্ষা হয় না। একাউন্ট ০০ হওয়ার মূল মন্ত্র হচ্ছে আমরা মানি ম্যানেজমেন্ট না মেনে ট্রেড ওপেন করি। যার ফল একাউন্ট ০০০০। অবশ্যই ট্রেড ওপেন করলে এস,এল দিতে হবে। এস,এল ছাড়া ট্রেড করা যাবে না। আর একটা ট্রেড এর জন্য একাউন্ট এর সবমোট ডলার এর ৫% এর বেশী লস নেওয়া ঠিক হবে না। যারা সফল তারা এস,এল খায়। কিন্তু তারা লষ টাকে মেনে নেয়। তাদের প্রতিটা ট্রেড এই রিস্ক রেশু থাকে মিনিমাম ১:২।