-
ভাই আমি প্রতিদিন ফরেক্স মার্কেটে খুব একটা সময় দিতে পারি না যেহেতু আমি একটা ছোটখাটো জব করি সেহিসিবে আমি এই মার্কেটে খুব অল্প সময় ব্যয় করেও ভাল মুনাফা উপার্জন করতে পারছি। তবে এজন্য আমি দীর্ঘ কয়েক বছর যাবৎ ফরেক্স মার্কেটের সাথে লেগে আছি। এছাড়াও এই মার্কেটে রিয়েল টাকা দিয়ে ট্রেড করার আগে আমি নিয়মিত ১ থেকে ৬ মাস ডেমো ট্রেডিং এর সাথে সংযুক্ত ছিলাম কারণ এই মার্কেটের অবস্থান বুঝার জন্য। বিশেষ করে আপনি যখন ফরেক্স নিউজগুলো সঠিকভাবে বুঝতে পারবেন এবং টেকনিক্যাল এনালাইসিস নিজের মধ্যে কিছুটা আয়ত্ব করতে পারবেন তখন অবশ্যই আপনি অল্প সময় ব্যয় করেও ভাল মুনাফা উপার্জন করতে পারবেন বলে আমার বিশ্বাস।আর এটা সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারছি, কারণ যেহেতু আমি অন্য একটা কাজে নিয়োজিত রয়েছি তাই অল্প সময় ব্যয় করেও বর্তমানে ভাল মুনাফা উপার্জন করতে সক্ষম কেননা আমি নিউজগুলো সঠিকভাবে *বুঝার চেষ্টা করি তারপর ট্রেডে অন্তর্ভুক্ত হয়।
-
ফরেক্সে সময় দেওয়ার ব্যাপার টা অনেক টা নির্ভর করে অন্য সব কাজের উপর। আমি ফরেক্স কে আমার পার্ট টাইম জব হিসেবে নিয়েছি। আমি চাই আমার পড়ার পাশাপাশি নিজে যেনো কিছু টাকা আর্ন করতে পারি। ফরেক্সে আমি যেদিন যেমন পারি তেমন ভাবেই সময় দিয়ে থাকি। কোন দিন ১-২ ঘন্টা সময় দিতে পারি আবার কোন দিন আমি ৭-৮ ঘন্টা সময় দিয়ে থাকি
-
বর্তমানে আমি আমার পড়ালেখার কারনে ফরেক্স মার্কেটে বেশি একটা সময় দিতে পারিনা প্রতিদিন ম্যাক্সিমাম ২ ঘন্টা সময় দিতে পারি । তবে আগামি দুই মাস পরে অবশ্যই বেশি করে সময় দেয়ার চেষ্টা করব । আর ফরেক্স শেখার প্রতি যে যত সময় দিবে সে নিজেকে আরও এই ব্যবসায় অভিজ্ঞ ট্রেডার হিসেবে নিজের অবস্থান তইরি করতে পারবে ।
-
ব্যায় করা হয় না । কারণ ফোরামে এবং ডেমোতে সময় দিতে দিতে আসল যে কাজ সেটা করা হয় খুব কম । ফরেক্স ব্যবসায় করতে গেলে প্রথমে এটা ভালোভাবে আয়ত্তে আনতে হবে । বাংলদেশের প্রেক্ষাপটে ফরেক্স যেহেতু নতুন ব্যবসায় তাই তাই এটা আয়ত্ত করতে আমদের কিছুটা কষ্ট হলেও আমাদের মঙ্গলের জন্য সে কষ্ট স্বিকার করতেই হবে । প্রথমদিকে একটু বেশি সময় দিতে হয় ।
-
দৈনিক নিয়ম মেনে ২/৩ ঘন্টা আমি ফরেক্সের পেছনে দিয়ে থাকে। সময়ের অপচয় রোধ করে কিছু সময় এর জন্য ব্যায় করতে সমস্যা হয় না।
-
যে বেশিরভাগ ফরেক্স ট্রেডার আমার জানা মতে ফরেক্স ব্যবসা করে পার্ট টাইম ব্যবসা হিসেবে আর বেশির ভাগ ট্রেডার অনান্য কাজের পাশাপাশি ফরেক্স ট্রেড করতে পারে আর এ ক্ষেত্রে একেক জনের টাইমিং একেক রকমের হয়ে থাকে আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে পারবেন তাহলে আপনাকে অল্প সময় দিলেই চলবে বলে আমি মনে করি আপনি যদি ভাল জ্ঞান ও অভিজ্ঞতা বিভিন্ন ধরনের কৌশল, টাইম ফ্রেম নিউজ টাইম সঠিকভাবে ফলো করেন ।
-
ফরেক্সকে আমি আমার শিখার অন্যতম মাধ্যেম মনে করি । তাই প্রতি দিন সাধ্যমত আনেক বেশী সময় দেয়ার চেষ্টা করছি । কেননা আমি ফরেক্স পোরামে যত বেশী সময় দিচ্ছি ততই শিকছি এবং দক্ষ হচ্ছি । আর ফরেক্স ট্রেডে দক্ষতার মুল্য অনেক অনেক বেশী । কইয়েক ঘন্টা সময় ফরেক্স এ ব্যয় করি তা খুব মনোযগ সহকারে ফরেক্স এ দি। আশাকরি ফরেক্স আমাকে নিরাশ করবে না। কারন আমি জানি যে পরিশ্রম করে সে সফল হবেই।
-
আমি আমার চাকরির পাশাপাশি ফরেক্সে সময় দিয়ে থাকি। ফরেক্স একটি স্বাধীন পেশা যার ফলে আমার ইচ্ছা মতো সময় বেছে নিয়ে সময় দিতে পারি। আমি মূলত রাতে চার থেকে পাঁচ ঘন্টা ফরেক্সে সময় দিয়ে থাকি। ফরেক্সে জানা ও শেখার শেষ নেই তাই ফরেক্স ফোরামে পোস্ট করি। ট্রেড এনালাইসিস করার যথেষ্ট সময় প্রয়োজন সেটা প্র্যাকটিস করি। ফরেক্স থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারলে এক সময় তা সম্পদে পরিণত হবে। ফরেক্স সাফল্য পেতে হলে ফরেক্সে সময় দিতে হবে।
-
বেশির ভাগ ট্রেডার অনান্য কাজের পাশাপাশি ফরেক্স ট্রেড করতে পারে । আর এ ক্ষেত্রে একেক জনের টাইমিং একেক রকমের হয়ে থাকে । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেট যেহেতু ২৪ ঘন্টা খোলা থাকে সেহেতু যে কেউ তার অবস্থা অনুযায়ী এখানে সময় দিতে পারে । ফরেক্সে আমি প্রতিদিন ২ / ৩ ঘন্টা সময় দিই যাতে আমি ফরেক্স থেকে ভাল কিছু করতে পারি । ফরেক্সে ভাল কিছু করতে পারলে আমার অনেক ভাল হবে । তাই আমি ফরেক্সে একটু বেশি সময় দিচ্ছি ।
-
ফরেক্স মার্কেট সপ্তাহের শনি ও রবি বার ছাড়া বাকি পাচ দিন ২৪ ঘন্টা খোলা থাকে। তাই আমরা আমাদের সুবিধা মতন সময় বের করে যখন ইচ্ছা তখন নিজের ইচ্ছামতন সময়ে এই মার্কেটে ট্রেডিং করতে পারি। এটা এই মার্কেটের সবচেয়ে বড় সুবিধাগুলোর মধ্যে একটি।তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেট যেহেতু ২৪ ঘন্টা খোলা থাকে সেহেতু যে কেউ তার অবস্থা অনুযায়ী এখানে সময় দিতে পারে ।