-
আমি মনে করি যে, ফরেক্সে ব্যবসায় এ লসের কারন হিসেবে অভিজ্ঞ ট্রেডাররা কিছু জিনিষ আবিস্কার করেছেন, তার মধ্যে কয়েকটি মুল কারন হলঃ অভিজ্ঞতার অভাব, সিগন্যালের ওপর নির্ভরশীলতা, উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, ট্রেডিং স্ট্রাটেজি না থাকা আর এইসব কারনেই ট্রেড করে আপনাকে লসের সম্মুখীন হতে হয় । তাই আগে এই সব ব্যাপার গুলো ভালবাবে অনুধাবন করুন দেখবেন আপনি একজন সফল ট্রেডার ।
-
ফরেক্স লসের প্রধান কান হচ্ছে লোভ। আপনার পুজি আছে ১০০ ডলার আর আপনি ট্রেড দিয়ে থাকেন ১ ডলারে, তাহলে আপনি ক্ষতির সম্মুখিন হবেন না কেন। আপনাকে ক্ষতির হাত থেকে বাঁচতে হলে অবশ্যই মানিম্যানেজমেন্ট করতে হবে।
-
ফরেক্সে আসলে বিভিন্ন কারণে লস হয়ে থাকে এটার আসলে নির্দিষ্ট কোন কারণ নাই। তবে সবথেকে বেশি লস হয়ে থাকে অল্প জ্ঞানের কারণে। এখানে অনেকে প্রবেশ করে কোন প্রকার জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়া আর মনে করে এটা খুবই সহজ ব্যবসা শুধুমাত্র ক্রয় বিক্রয করলেই মুনাফা। আসলে এই ক্রয় বিক্রয় করার জন্য যে মার্কেট এনালাইসিস করতে হয় সেটা তারা অবগত থাকে না। যার ফলে তারা সবসময় লসের সম্মুখীন হয়ে থাকে। আপনি যদি এই মার্কেটে লস কম করতে চান তাহলে অবশ্যই আপনি আগে ভালভাবে শিখে তারপর এই ব্যবসা শুরু করবেন।
-
কিছু লোক বলে যে এখানে একটি জাল সাইট আছে তবে এটি একটি বাস্তব সাইটের অর্থ যা লোকেরা এই ওয়েবসাইটগুলিতে অর্থ উপার্জন করে। এবং এখানে আরও অনেক লাভ পান এবং যে ব্যক্তিরা অর্থোপার্জন করতে পারবেন না তারা বলে যে এটি একটি নকল ওয়েবসাইট এবং এখানে কোনও অর্থোপার্জন নেই তবে এটি ভাগ্যের উপর নির্ভর করে কারণ এটি ভাগ্য গেমটি জিতেছে।
-
ফরেক্স বিজনেসের লাভ-লোকসান হবেই। তবে লস হওয়ার কারণ হল মার্কেট সম্পর্কে সঠিক ধারণা না নিয়ে ট্রেড করা। তাই প্রতিটা ট্রেডারকে ট্রেডে অংশগ্রহণ করার আগে মার্কেট সম্পর্কে যথেষ্ট পর্যবেক্ষণ ও দক্ষতা অর্জন করতে হবে। তাহলেই ফরেক্স মার্কেট থেকে লাভবান হওয়া যাবে। দক্ষতাও বাজার বিশ্লেষণ না থাকার কারণে বেশিরভাগ ক্ষেত্রে ফরেক্স মার্কেট থেকে লসের সম্ভাবনা বেশি হয়। তাই লসকে পিছনে রেখে লাভের জন্য একজন ট্রেডার কে ফরেক্স মার্কেট সম্পর্কে জেনে শুনে ট্রেডে অংশগ্রহণ করতে।,,,,ধন্যবাদ।
-
ফরেক্সে লসের কারণ;
১|অভিজ্ঞতার অভাব
২|সিগন্যালের ওপর বেশি নিরভরশিলতা
৩|উদ্দেশ্যহিন ট্রেডিং করা
৪|বড় রিস্ক নিয়ে ট্রেড করা
৫|ট্রেডিং স্ট্রাটেজেনা থাকা
৬|নিজের ওপর আন্তবিশাস থকা
৭|অন্তরে লোভ কে লালন করা
৮|এছাড়াও এনালাইসিস না করে নিজের ইচ্ছা মতো ট্রেড করা
-
বড় রিস্ক নিয়ে ট্রেড করাঃ অধিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে। মনে করে ফরেক্সে ১ দিনেই ব্যালেন্স দ্বিগুণ করা যায়। অধিকাংশ ট্রেডার তার ক্যাপিটালের অনুপাতে অনেক বড় রিস্ক নিয়ে ট্রেড করে
-
অভিজ্ঞতার অভাব, সিগন্যালের ওপর নির্ভরশীলতা, উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, ট্রেডিং স্ট্রাটেজি না থাকা আর এইসব কারনেই ট্রেড করে আপনাকে লসের সম্মুখীন হতে হয় । তাই আগে এই সব ব্যাপার গুলো ভালবাবে অনুধাবন করুন দেখবেন আপনি একজন সফল ট্রেডার ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে লচ যাওয়ার একটাই কারণ তা হলো ভালো অভিজ্ঞতার অভাব । এই ফরেক্স মার্কেটে ৯০% ট্রেডাররা লচের সম্মুখীন হয়ে থাকে শুধুমাত্র ভালো করে অভিজ্ঞতা অর্জন না করার জন্যে । ভালো জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন ছাড়া কোনো ভাবেই ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করা সম্ভব নয়,,,,, ধন্যবাদ ।
-
ফরেক্স এ লস এর মূল কারণ হলো বেশি লোভ করা। তারপর ধৈর্য হারা হওয়া। এমনকি বর্তমানে করোনাভাইরাসের কারণে ম্যাক্সিমাম ট্রেডারদের লস হচ্ছে।অনেকে আছে ফরেক্স সম্পর্কে বোঝেনা তারপরও ট্ররেড করে থাকে।