আসলে এই সব কাউকে না শিখানোই উত্তম কেননা এখানে লাভ লস দুটোরই অপশন আছে কিন্তু আমাদের লোকজন খালি লাভ খুজে। লস হলে আপনাকে দুষবে। যাই হোক গত কয়েকদিন আগে এক ছেলে আমাকে নক করে যে ভাই কোন কাজ আছে কিনা? আমি তাকে ফরেক্স সম্পর্কে পড়াশোনা করতে বলি। সে বলে ভাই ঈদের আগেই কি শুরু করা যায় ? আমি বললাম একটু ঘাটাঘাটি করে তার পরে যোগাযোগ করতে।