ফরেক্সে ট্রেড করে ভাল সাফল্য লাভ করতে হলে আপনাকে অবশ্যই লোভকে চিরতরে বিদায় করতে হবে কারন ফরেক্স ট্রেডিংয়ে লোভ এমনই একটি বিষয় যা একজন ট্রেডারকে তার সকল ট্রেডিং দক্ষতা অভিজ্ঞতা,কেৌশল ইত্যাদি থেকে দূরে রেখে অধিক প্রফিট লাভের মোহে ফেলে ভূল ট্রেডিং সিদ্ধান্ত নিতে উদ্ভদ্ধ করে যার ফল স্বরুপ বড় ধরনের লসকে বরন করে নিতে হয়।