স্টপ লস ব্যবহার করলে অবশ্যই সে বেশী লসে পড়বে না । সে যদি দক্ষতাবান হয়ে থাকে তাহলেই অবশ্যই সে স্টপ লস ব্যবহার করবে । আর স্টপ লস ব্যবহার করলে সে লাভবান হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য স্টপ লস ব্যবহার করব ।
Printable View
স্টপ লস ব্যবহার করলে অবশ্যই সে বেশী লসে পড়বে না । সে যদি দক্ষতাবান হয়ে থাকে তাহলেই অবশ্যই সে স্টপ লস ব্যবহার করবে । আর স্টপ লস ব্যবহার করলে সে লাভবান হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য স্টপ লস ব্যবহার করব ।
ফরেক্স দুইটি গুরুপ্তপূর্ন হল টেক প্রফিড ও স্টপ লস ।স্টপ লস হল ফরেক্স র্মাকেট অপনার ওপেন করা ট্রেডটির কতখানি বিপরীতে গেলে আপনি ট্রেডটি ক্লজ করবেন তার একটি বিশেষ পদ্ধতি ।মার্কেট যখন আপনার যাবে তখন আপনার র্মাজিনে টান পরেবে এর ফলে একাউন্টটি জিরো হয়ে যেতে পারে তাই ট্রেড কারার সময় অব্যশই স্টপ লস দিয়ে ট্রেড করা উচিত।
ফরেক্স ট্রেডিং এর খেত্রে স্টপ লস এর ব্যাবহার খুবই জরুরী।। আমরা যে পরিমাণ লস নিলে আমাদের একাউন্ট সিকিউরড থাকবে এবং আমরা যে কোন সময় ট্রেড করা থেকে বিরিত থাকলেও আমাদের একাউন্ট ঝুকি থেকে মুক্ত থাকবে। ।।
স্টপ লস ফরেক্রের একটি গুরুত্ব পূর্ন অংশ । স্টপ লস বিষয়টা আমরা সবাই জানি এবং বুঝি ।কিন্তু আমরা সবাই পালন করি না । ট্রেড করার সময় স্টপ লস বিষয়টাকে আমরা গুরুত্ব দিই না ,যার ফলে আমরা ফরেক্রে বেশীদিন বা বেশীক্ষন টিকে থাকতে পারি না ।তাই ফরেক্রে বেশীদিন টিকে থাকার জন্য স্টপ লস এর ভূমিকা অপরিসীম।
স্টপলস ফরেক্সে অনেক গুরুত্তপূর্ণ একটা অপশন। স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
ধরুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।
ফরেক্সে স্টপ লস এর গুরুত্ব অনেক বেশি। ফরেক্সে ট্রেড করতে অবশ্যই স্টপ লস ব্যাবহার করা উচিৎ।। স্টপ লস ব্যাবহার করার কারনে আমাদের একাউন্ট সিকিউরড থাকে।। সেই সাথে আমাদের টেক প্রফিট ও ব্যাবহার করা উচিৎ।। আমরা ফরেক্সে সময় দিতে না পারলেও আমাদের একাউন্ট ঝুকি মুক্ত হবে এবং লাভ ও হবে।।।
আমি একজন নতুন ট্রেডআর আমি মনে করি স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। স্টপ লস ছাড়া কখনই ট্রেড করা উচিত নয় কারণ স্টপ লস ছাড়া ট্রেড করলে যে কোন সময় বড় লস হওয়ার কারনে অ্যাকাউন্ট ভ্যানিশ হয়ে যেতে পারে।
ফরেক্সে স্টপ লস হল একটা গুরুত্ব পুর্ন বিষয়। আপনার হাতে যদি ট্রেড করার মত যতেস্ট সময় না না থাকে আর আপনি চান ট্রেড করতে তাহলে আপনি স্টপ লস ব্যবহার করতে পারবেন। স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লস নির্দিস্ট করে দিতে পারেন। এতে আপনার লস হতএ হতে আপনার জায়গা তে পৌছে গেলে ট্রেড নিজে থেকেই বন্ধ হয়ে যায়।
স্টপ লস এর অর্থ হচ্ছে - লস বন্ধ করা। আমার মতে স্টপ লস এর নাম শুধু স্টপ ট্রেড হলে ভাল হতো। কারন আমি এই স্টপ লস প্রফিটের ক্ষেত্রেও ব্যবহার করি। আপনারা হয়তো ভাবছেন কি ভাবে। ল্যাপটপে বা ডেস্ক টপে ট্রেইলিং স্টপ ব্যবহার করা যায় কিন্তু মোবাইলে আমি সেটা করি স্টপ লস টুল ব্যবহার করে । তাই স্টপ লস এর নাম স্টপ ট্রেড হওয়াই যুক্তি যুক্ত।
ফরেক্স এ স্টপ লস বলতে বুঝায়, আপনি কত টাকা লস দিয়ে তা বন্ধ করে দিবেন সেটা। ফরেক্স এ স্টপ লস এর মাধ্যেমে একাউন্ট জিরো হওয়া থেকে অনেকটা রক্ষা করে থাকে।