ব্যক্তিগতভাবে আমি চাকুরীর পাশাপাশি ফরেক্সে ট্রেড করি।তাই বলতে গেলে এটা আমার একটা পার্ট টাইম ব্যাবসা।তবুও আমি ফরেক্সে খুব ভালই সময় দেই।আশা করি কিছুদিন পর আমি ফরেক্সে ফুল টাইম ট্রেড করবো এবং এটাকেই আমার একমাত্র পেশা হিসেবে নেবো।
Printable View
ব্যক্তিগতভাবে আমি চাকুরীর পাশাপাশি ফরেক্সে ট্রেড করি।তাই বলতে গেলে এটা আমার একটা পার্ট টাইম ব্যাবসা।তবুও আমি ফরেক্সে খুব ভালই সময় দেই।আশা করি কিছুদিন পর আমি ফরেক্সে ফুল টাইম ট্রেড করবো এবং এটাকেই আমার একমাত্র পেশা হিসেবে নেবো।
আমি নতুন তাই ফরেক্স এ এখন প্রচুর সময় দেই । কাজের ফাকে ফাকে মার্কেট দেখি । সব মিলিয়ে ফরেক্স এআমি ১০-১২ ঘন্টা সময় দেই।
আমিও আপরার মতই একজন স্টুডেন্ট। পার্ট টাইম হিসেবে ফরেক্সে ট্রেডিং করে থাকি এবং অল্পস্বল্প প্রফিট করার চেষ্টা করে খাকি।এজন্য আমি লেখাপড়ার ফাকে দৈনিকই ফরেক্সে কিছুটা সময় ব্যয় করার চেষ্টা করি। এজন্য আমি দৈনিক ৩-৪ ঘন্টা সময় ফরেক্সের পেছনে ব্যস্ত থাকি এবং ভালোভাবে ফরেক্স শেখার চেষ্টা করে থাকি।
আমি মনেকরি ফরেক্স এ আপনি কতটুকু সময় দিবেন তা নির্ভর করবে আপনার উপর, আপনার মানসিক দক্ষতার উপর।। আপনার এনালাইসিস করার ক্ষমতার উপর। আপনি যদি ১ ঘন্টায় নির্ভুল এনালাইসিস করতে পারেন, তাহলে আপনার জন্য ১ ঘন্টায় যথেষ্ট আর আপনার যদি নির্ভুল এনালাইসিস এর জন্য ৩ থেকে ৪ ঘন্টা বা তারো বেশী লাগে, তাহলে সেই সময়টুকু আপনাকে দিতে হবে।। ধন্যবাদ।
আমার যেদিন কোন কাজ না থাকে সেদিন ফরেক্স মার্কেটে সময় বেসি করেদি। আর যে দিন কাজ থাকে সে দিন নির্দিস্ট কিছু সময় দেখে ট্রেড করার চেস্টা করি। ফরেক্স মার্কেটে প্রপিট করতে হলে আমাদের কে অনেক বেশি সময় দিতে হবে তাহলে ফরেক্স থেকে লাহবান হতে পারব।
আমি একজন সরকারী চাকুরীজীবি তাই আমি চাকুরীর পাশাপাশি ফরেক্স মার্কেটে ব্যবসা করি। তাই চাকরির পাশাপাশি যতটুকু সময় পাই তা ফরেক্সমার্কেটে ব্যয় করার চেস্টা করি। এই সময়টুকু আমার অনেক ভাল কাটে। এই ভাবে প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা সময় এখানে সময় দিয়ে থাকি।
আমি সাধারণত ব্যাবসা করি। অন্য ব্যাবসার পাশাপাশি আমি ফরেক্স মার্কেটে পার্ট টাইম হিসেবে ফরেক্স এ ট্রেড করি। ব্যাবসার ফাকে ফাকে আমি ফরেক্স এনালাইসিস করি। আমি ফরেক্স এ দিনে ৪-৫ ঘন্টা ব্যয় করি।
আমি একজন ছাএ।তারপর ও আমি পতিদিন ফরেক্স এ ২-৩ ঘন্টা সময় দেই।আমি জানি এখান থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব। যা দিয়ে আমি অনেক সুন্দর ভাবে জীবন যাপন করতে পারি।
আমি ফরেক্স মার্কেট এ দিনে গড়ে ৪ থেকে ৫ ঘণ্টা সময় দেই । আমি পরা শোনার পাশাপাশি যখনি সময় পাই তখনি আমি ফরেক্স মার্কেট এ সময় দেই । আমার মতে ফরেক্স মার্কেট এ যত বেশি সময় দেওয়া যাবে তার ফরেক্স ট্রেডিং এ দক্ষতা তত তারা তারি বাড়বে । আমি ফরেক্স ট্রেডিং কে আমার প্রধান পেশা হিসেবে নিতে চাই ।
আমি ৪/৫ ঘন্টা সময় দেই ফরেক্সে । এতে করে দিন দিন আমি ভাল শিখছি যাদিয়ে আমি ভাল ট্রেড করতে পারছি । কখনও ট্রেড করি আবার কখনো ফোরামের বিভিন্ন মতামত দেখি ।