-
হ্যা ভাই আমরাও জানি যে বাংলায় একটা প্রবাদ আছে যে অল্প বিদ্যা ভয়ংকর। আপনারা যারা অল্প বিদ্যা নিয়ে ফরেক্স বিজনেসে আশতে চান তারা সকলেই হয়তো মনে করেন যে ফরেক্স বিজনেস অতি সহজ আর লাভ বেশি ।তাই তারা অধিক লাভের আশায় আরো বেশি পুজি লাগান ফরেক্স বিজনেসে তারপর একাউন্ট জিরো করে নিজের কাজে নিজেই ধরা পরেন।এতেই বুজাযায় যে অল্প বিদ্যা ভয়ংকর।ধন্যবাদ
-
অনেকে ফরেক্স এর কথা শুনে একটু ধারনা নিয়ে ফরেক্স মার্কেটে ট্র্রেড করা শুররু করে । সামান্য কিছু লাভ করে তারা মনে করে ফরেক্স সম্পর্কে সব কিছুু জেনে গেচে তার পর মার্কেটে অনেক টাকা ইনবেস্ট করে বেশি লাবের আশাই বড় ভলিউম ট্রেড করে তারপর একাউন্ট জিরোকরে ।
-
অল্প বিদ্যা ভয়কর কারন কম জেনে ফরেক্স এর কাজ করলে লস হতে পারে যা দিয়ে কখন ও উন্নতি করা সম্ভব না
-
আল্প বিদ্য ভয়ংকর কথাটা সঠীক । কেঊ যদি আল্প বিদ্য নিয়ে ফরেক্স করতে আসে তাহলে তার ফলাফল অবস্যয় খারাপ হবে । আগে ফরেক্স এর ট্রেডিং করা জানতে হবে তারপর ট্রেড কারতে হবে ।
-
প্রথম দৃষ্টিতে #Forex কিন্তু সহজ মনে হয়। কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল #Trading করবে। কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন। সেজন্য আপনাকে অনেকদিন
-
সামান্য কিছু লাভ করে তারা মনে করে ফরেক্স সম্পর্কে সব কিছুু জেনে গেচে তার পর মার্কেটে অনেক টাকা ইনবেস্ট করে বেশি লাবের আশাই বড় ভলিউম ট্রেড করে,,
-
আপনি যে কোন কাজ ই করতে যাবেন যদি ভাল করে না শিখে যান তা হলে আপনি কিছু ই করতে পারবেন না কারন আপনি ত ভাল করে শিখে ই আসেন নাই তাই যাই করেন আর না করে ভাল করে যা শিখ বেন তা ভাল করে শিখবেন আপনার কাজে লাগবে তাই সবাই বলে অল্প বিদ্যা ভয়ংকর হয়ে থাকে । ভুলে ও এই কাজ করাবেন না অল্প শিখে কোন কাজে জাপ দিবেন না ।
-
ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে অল্পবিদ্যা সত্যিই ভয়ংকর এবং বেশ ভয়াবহ। ফরেক্স ট্রেডিং এমনই একটি ব্যাবসা যেখানে সফলতা লাভ করতে হলে অবশ্যই ট্রেডিং সম্পর্কে পরিপূর্ন জ্ঞান এবং ধারনা থাকতে হবে ভাসা ভাসা জ্ঞান বা ধারনা নিয়ে ফরেক্স ট্রেডিং করে তেমন ভাল প্রফিট লাভ করা কখনই সম্ভাব নয়।তাই ভাল ফরেক্স ট্রেডিং কেৌশল,দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়েই কেবল ফরেক্সে ভাল প্রফিট লাভ করা সম্ভাব।
-
জি ইটা প্রায় অনেক নতুন ট্রেদার দের ভুল. তারা অল্প কদিন ডেমো বেবহার করেই ভাবে তারা অনেক বড় ট্রেদার হয়ে গেছে. তারপর তারা রিয়েল একাউন্ট খুলে ফেলে এবং সেখানে বড় অঙ্কের টাকা ইনভেস্ট করে ফেলে, কিন্তু সেই সীমিত জ্ঞান তাদেরকে খুব বেশিদিন সহায়তা করতে পারে না. তারা অল্প কিছুদিন এর মাঝে লস করে তাদের টাকা হারিয়ে ফরেক্স কেই দোষারোপ করে.
-
হ্যা আমি আপনার সাথে একমত অবশ্যই অল্প বিদ্যা ভয়ন্করি। যেকোন কাজে ভালকরে না জেনেশুনে অল্পতেই লোভ করে কিছু করা ঠিক না। তেমনভাবে ফরেক্সে দক্ষ না হয়ে লোভ করে ট্রেড করলে হিতে বিপরিত হতে পারে তাই আগে ফরেক্স সম্মন্ধে ভাল করে জানতে হবে, দক্ষ হতে হবে তবে সফল হওয়া যাবে।