ইসলামে সুদ হারাম। সুতারাং প্রতিটি মুসলমানের উচিৎ সুদমুক্ত একাউন্ট খোলা। আর যেহেতু আমি একজন মুসলমান তাই আমার একাউন্টও অবশ্যই সুদমুক্ত। আপনিও সুদমুক্ত একাউন্ট করুন এবং ইসলামি শরিয়াহ অনুযায়ী ট্রেড করুন।
Printable View
ইসলামে সুদ হারাম। সুতারাং প্রতিটি মুসলমানের উচিৎ সুদমুক্ত একাউন্ট খোলা। আর যেহেতু আমি একজন মুসলমান তাই আমার একাউন্টও অবশ্যই সুদমুক্ত। আপনিও সুদমুক্ত একাউন্ট করুন এবং ইসলামি শরিয়াহ অনুযায়ী ট্রেড করুন।
একাউন্ট সুদ মুক্ত না সুদ যুক্ত এসম্পর্কে কোনো ধারনা ছিলোনা। তবে আমি মুসলমান হিসেবে অবশ্যই চাইবো আমার একাউন্ট সুদ মুক্ত হোক। নিজেকে অবশ্যই সুদ থেকে দূরে রাখবো। আমার ফরেক্স একাউন্টও সুদ মুক্ত ভাবে খুলবো। এতে আমি ঠিকমতো মানি ম্যানেজমেন্ট করতে পারবো। সুদ মুক্ত একাউন্টে মানি ম্যানেজমেন্ট করা সুবিধাজনক।
মুসলমানদের জন্য সুদ গ্রহণ করা হারাম। তাইতো আমার একাউন্ট সুদ মুক্ত। যেহেতু আমি ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে লাভ করার চেষ্টা করছি, সে কারণে আমি কেন সুদ গ্রহণ করবো। তাই আমি প্রত্যেক মুসলমান ভাইকে অনুরোধ করবো আপনারও সুদ মুক্ত একাউন্ট খোলবেন।
wefএ আপনি চাইলেই পারবেন সুদ মুক্ত একাউন্ট এর মাধ্যমে ট্রেড করতে এ জন্য । আপনার সবার আগে যা দরকার হবে তা হল একাউন্ট ওপেন করার সময় অবশ্যই লক্ষ্য রাখবে ওখানে একটি অপশন দেওয়া থাকে সোয়াপ ফ্রী নামক । আপনি যদি ওখানে সোয়াপ ফ্রী একাউন্ট ওপেন করেন তাহলে আপনার একাউন্ট হবে সম্পুর্ন ভাবে সুদ মুক্ত । আপনি
আমি একজন মুসলমান তো আমাদের ধর্মে সুদেকে হারাম করা হয়েছে তো আমর একাউন্টটি সম্পুর্ন সুদ মুক্ত । আপনি যদি আপনার একাউন্টটি সুদ মুক্ত করতে চান তো তার জন্য আপনাকে যা করতে হবে তা হলো আপনার একাউন্ট খোলার সময় আপনাকে অবশ্যই সোয়াপ ফ্রি অপশনে ক্লিক করতে হবে।
হ্যা প্রথমেই আমি বলব আমার একউন্ট সম্পুর্নরুপে সুদমুক্ত। আমি যেহেতু একজন মুসলিম সে ক্ষেত্রে আামর ধর্মমতে সুদমুক্ত একাউন্ট ব্যবহার করাই উত্তম। কারন ইসলামে সুদ হারাম তাই এটি বর্জন করা খুবই গুরুত্বপুর্ন। আমরা ইন্সটাফরেক্স এর সুদ মুক্ত একাউন্ট ব্যবহার করতে পারি
ফরেক্স এ আমার একাউন্ট শম্পুন্ন সুদমুক্ত ফরেক্স মার্কেট এ দুই রকমের একাউন্ট করা যায় একটি হলো সুদযুক্ত একাউন্ট আরেকটি হলো সুদমুক্ত একাউন্ট মুসলমানদের জন্য সুদমুক্ত একাউন্টটি অনেক বেশি ভালো মনে হয় আমার কাছে আমি চাইনা আমার কষ্ট হারাম হয়ে যাক তাই আমি সবার আগে শিওর হই আমার একাউন্ট সুদমুক্ত কিনা আমি মনে করি প্রতিটি মুসলমানের উচিৎ সুদযুক্ত অ্যাকাউন্ট ব্যবহার না করা।
হ্যা আমার একাউন্ড সুদ মুক্ত কারণ আমি একজন মুসলিম আমাদের ধর্মে সুদ খাওয়া হারাম তাই আমি সুদ মুক্ত একাউন্ট খুলেছি। আমার মতে সব মুসলিম ট্রেডারদের জন্য সুদ মুক্ত একাউন্ট খোলাই ভালো। কারণ সুদ একটি খারাপ জিনিস যার সুদ খায় এবং সুদ দেয় তারা উভয় ই সমান গুনার মালিক হবেন। তাই আমি ছোট একজন ট্রেডার হিসেবে উপদেশ দিব আপনারা সবাই সুদ মুক্ত একাউন্ড খুলুন।
হাঁ , আমি মুস্লিম এবং আমি বিশেশ সুবিধা ভগ করে থাকি । আমি মনে যেখানে আমি আমার বুধি দিয়া সহজে টাকা আয় করতে পারছি সা খানে আমি কেন অশত উপায় টাকা আয় করব । তাই আমি সুদ মুখত করেছি ।
হ্যা আমার একাউন্টটা সম্পুন্ন সুদ মুক্ত কারন আমি যখন একাউন্ট খুলি তখনই আমার একাউন্ট সোয়াপ ফ্রি করা আর আমরা যেহেতু মুসলিম তাই আমাদের অবশ্যয় উচিত আমাদের একাউন্ট সুদ মুক্ত করে নেওয়া আর তাছাড়া সুদ যুক্ত হলে আপনার একাউন্ট লাভে চললে যেমন সুদ দেওয়া হবে তেমনই লসে চললে নেওয়াও হয়। ধন্যবাদ।