-
এমন যারা আছেন ফরেক্স ট্রেড করতে চান কিন্তু এখন পর্যন্ত সীদ্ধান্ত হীনতায় ভূগছেন অথবা সঠিক গাইডলাইন পাচ্ছেন না বলে মনে করছেন। তাদের জন্য এটা একটা সুযোগ বলেই আমি মনে করছি,আপ্নারা এই ফোরামের সাথে লেগে থাকুন আর পাশাপাশি এখান থেকে একটি ডেমো খুলে ট্রেড করতে থাকুন দিনে একটি বা দুটি তার বেশি না,কেন লাভ হল আর কেন লস হল তার কারন খুজে বের করুন।দেখবেন কি হচ্ছে।
-
ফরেক্স ট্রেডিং াামরা কেন করি এর সহজ উত্তর হল ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে আমরা আয় করে নিজেদেরকে অর্থনৈত্তিক ভাবে স্বাভলম্বি করতে পারি যার কারনে আমরা ফরেক্স ট্রেডিংকে আয়ের অনেক ভাল একটি উতস হিসাবে মনে করে থাকি।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা। এখানে কিছু টাকা ইনভেস্ট করে অনেকটাকা আয় করা যায়। এছাড়া এই ফরেক্স এর কোন ঝামেলা ছাড়া যে কোন সময় করা যায় বিধায় এই ফরেক্স করে থাকে। এই ফরেক্স এর কোন ফউল এর কাজ নেই। এই ফরেক্স 100% স্বাধীন ব্যবসা যা কিনা কোন দালাল নেই যে টাকা মাইর হবে। তাই এই ফরেক্স করে থাকে।
-
ফরেক্স একটি অনলাইন বিজনেস। যেখানে বিভিন্ন দেশের ট্রেডারগন ট্রেড করে থাকে। এখানে মূলত কারেন্সি ক্রয় বিক্রয় করা হয়। আবার অনেক বড় বড় কোম্পানীর শেয়ার ও কেনা যায়। ফরেক্স আমরা করি মূলত অনলাইন বিজনেস হিসেবে। নিজেকে স্বাবলম্বি করে তোলার জন্য।
-
আমি ফরেক্স করি ফরেক্স থেকে আয় করবার জন্য আমি জানি ফরেক্স একটি রিক্সি মাকেট ফোড়েক্স থেকে আয় করা অনেক কথিন দক্ষতা না থাকলে ফরেক্স থেকে আয় এর চেয়ে লস হবে বেশি | তাই আমি বতমান ফরেক্স করছি ফরেক্স শেখার জন্য আমি মনে করি ফরেক্স শিখতে পারলে আমি এখান থেকে আয় করতে পারব|
-
ফরেক্স করি ফরেক্স থেকে আয় করব বলে ফরেক্স থেকে আয় হতে পারে আবার লস হতে পার | আপনি আপনার দক্ষতা বলে আয় করতে পারবেন ফরেক্স যাকে দেয় তাকে দিয়ে জাই আর জার কাস থেক নেই সে ফতুর হয়ে জাই | ফরেক্স থেকে আয় করা যেমন সহজে তেমনি লস ও করতে পারেন সহজে |
-
আমি ফরেক্স ট্রেডিং করি কারন ফরেক্স একটি ব্যবসা আর এই ব্যবসা করে অনেক টাকা আয় করা আর কে না চায় যে টাকা আয় করতে তাই আমি ফরেক্স করি শুধু মাত্র টাকা আয় করার জন্য এখান থেকে অনেক টাকা আয় করতে চাই।
-
ভাই ফরেক্স ট্রেড করি ফরেক্স থেকে আয় করব বলে | আমি বিস্বাস করি ফরেক্স থেকে আয় করা জাই ফরেক্স আমাদের আয়ের পথ দেখিয়েছে|
-
ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করি বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে । অর্থ্যাৎ মুদ্রা কেনা বেচা করাই হল ফরেক্স এর প্রধান উদ্দেশ্য তবে মুদ্রার পাশাপাশি ধাতব জিনিসেরও ক্রয়-বিক্রয়ের প্রচলন আছে । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকতে হলে অবশ্যিই আমাদেরকে নিজেদের লক্ষ্যপানে দৃঢ় প্রত্যয়ে অনেক বেশি পরিমাণে দক্ষতার সহিত এগিয়ে যেতে হবে ।
-
ফরেক্স অনলাইন ভিত্তিক ব্যাবসা।এ ব্যাবসা ঘরে বসে করা যায়।অন্যান্য কাজের পাশাপাশি ফরেক্স ব্যাবসা করা যায়।ফরেক্স জেনে বুঝে দক্ষ হয়ে যদি ট্রেড করা যায় তবে এ থেকে প্রচুর আয় করা যায়।বেকারদের জন্য ফরেক্স বেকারত্ব দূর করার খুব ভাল মাধ্যম।ঘরে বসে ফরেক্স করা যায় বলে মহিলারাও ফরেক্স এ ব্যাবসা করতে পারে।তাই ফরেক্স সকলের জন্য আশীর্বাদ সরুপ।