ফরেক্স কাজ করে কতটুকু উপার্জন করতে চাই এইটা বলাটা একটু মুসকিলই বটে। তবে লক্ষ্য ছাড়া কোন কাজেই সফল হউয়া যায় না। ফরেক্স এ কাজ করে আমি আপাতত আমার ট্রেড চালিয়ে যেতে চায় আর নিজেকে একজন দক্ষ্য ট্রেডার হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়।
Printable View
ফরেক্স কাজ করে কতটুকু উপার্জন করতে চাই এইটা বলাটা একটু মুসকিলই বটে। তবে লক্ষ্য ছাড়া কোন কাজেই সফল হউয়া যায় না। ফরেক্স এ কাজ করে আমি আপাতত আমার ট্রেড চালিয়ে যেতে চায় আর নিজেকে একজন দক্ষ্য ট্রেডার হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়।
ফরেক্স মার্কেট অনেক প্রফিটেবল একটি মার্কেট ফরেক্স থেকে অনেক অনেক বেশি উপার্জন করা যায় যদি আমরা সাবধানতা অবলম্বন করে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি ফরেক্স মার্কেট থেকে উপার্জনের জন্য আমাদের যা দরকার তা হলো ফরেক্স সম্পর্কে গিয়ান এবং ট্রেডিং দক্ষতা আমি ফরেক্স মার্কেট থেকে অনেক অনেক বেশি উপার্জন করতে চাই তবে তার আগে বর্তমানে নিজের যেটুকু প্রয়োজন ঐটুকুই উপার্জন করতেসি পাসাপাসি আরো ভালো করে ফরেক্স ট্রেডিং সিকতেসী
ফরেক্স ব্যবসা করে আমি আমার পরিবার বর্গ সকলের খরচ উঠাতে চাই । আমার ইচ্ছা হল ফরেক্স ব্যবসাই থাকবে আমার মূল লক্ষ্য । অতএব অন্য সকল কাজ থাকবে আমার অতিরিক্ত । অতএব আপনারাও চেষ্টা করেন কিভাবে সফলতা অর্জন করা সম্ভব । অার সফলতা আসলেই সকল আশা পূরণ হয়ে যাবে । আর আমিও আশা করি ভালো ফলাফল পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে ।
ফরেক্সে একটা লক্ষ সেট করা ব্যাপক প্রয়োজন। আবার আমি লক্ষ সেট করলাম কিন্তু মানলাম না তাহলেও আবার বিপদ। আমাদের একটা মান্থলি লক্ষ থাকা দরকার যে কত ডলার আসলে প্রফিট দরকার বা করলে ঠিক হবে আমি তা করতে পারবো। আমি মনে করি আমাদের আমাদের ব্যালেন্সের ১০-১৫% লাভ আশা করা উচিৎ নতুন নতুন অবস্থায়। তারপর আসতে ধীরে অভিজ্ঞতার সাথে সাথে % টা বাড়ানো দরকার
আমি চাই ফরেক্স মার্কেট থেকে সব সময় ভাল করে জ্ঞান অর্জন করতে ও এ থেকে ভাল টাকা আয় করতে আমি চাই সব সময় ফরেক্স মার্কেট থেকে যাতে বেশী করে লাভ করতে পারি ফরেক্স নিয়ে আমার অনেক সপ্ন আছে আমি চাই আমার সকল সপ্ন কে ফরেক্স এর মাধ্যমে বাস্তব করতে ।
ফরেক্স এ এমন অনেক মানুষ আছে যারা সারা জীবন ফরেক্স করে লাভমান হতে চাই । আমি ফরেক্স করে আমার জীবন গড়তে চাই । সে জন্য আমাকে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে । আমি ফরেক্স করে অনেক টাকা ইনকাম করতে চাই । ফরেক্স করে আমি আমার পরিবারকে চালাতে চাই । এক কথাই আমি ফরেক্স কে ভালবাসি ।
যে ট্রেডার যত বেশি দক্ষ তার সাফল্লের হার তত বেশি আর তার ক্যাপিটাল যত বেশি হবে সে তত বেশি পরিমান আয় করতে পারে তবে কন্টিনিউ ২০% প্লাস আয় করতে পারলে ভবিষ্যতে সে অনেক দূর পর্যন্ত যেতে পারবে ইনকাম কিংবা উপার্জন যাই বলি না কেন আমাদের উপার্জন করার ইচ্ছার কোন শেষ নেই আমরা যদি বলি মাসে ১০০ ডলার আয় করতে চায় তবে দেখবেন ১০০ ডলার যদি একবার আয় করতে পারি তখন আমাদের ইচ্ছা হুহু করে বাড়তে থাকে ।
আমাদের লক্ষ্য সব সময় বড় থাকা চাই কিন্তু এত বড় ও থাকা যাবে না যা আকাশ ছুয়ে যায়। আমরা যেহেতু মাটির মানুষ মাটিতে থেকেই আমাদের লক্ষ ঠিক করতে হবে। আমি ফরেক্স থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে চাই না। এটা আমার জন্য মুটামুটি অস্বাভাবিক হতে পারে। বরং আমি যদি অল্প প্রফিট করতে চাই সেটা আমার জন্য ইজি হবে। আমি কঠিন কাজে যাইতে চাই না, যা আমার জন্য সহজ তাই নিয়েই আমি খুশি থাকতে চাই