-
আমি মনে করি গৃহিণীদের জন্য ফরেক্স একটি উপজুক্ত ব্যবসায়। কারন এখানে তারা ট্রেড শিখে আয় করে নিজের পরিবারে কিছু বাড়তি আয় করতে পারবে। আমাদের দেশে অনেক গৃহিণী আছে যারা পরিবারের কাজ করার পরও অনেক সময় থাকে কিন্তু তারা সেই সময় গল্প করে নস্ত করে বা অন্য বাজে কাজে নষ্ট করে। আমি তাদের বলব ওই সময় ফরেক্সে দেন টাকা আয় করতে পারবেন।
-
ফরেক্স ঘরের গৃহীনিরাও করতে পারে। ফরেক্স মার্কেট এমন একটা ব্যবসা যা কি না যে কোন লোক যে কোন জায়গায় করা যায়। এই ফরেক্স মার্কেট এ কোন ঝামেলা্ ছাড়াই করা যায় ও অনেকটা আয় করা যায়। যাই হোক ফরেক্স মার্কেট ঘরের গৃহিনীরা করতে পারবে তার কারন ঘরের গৃহীনিরা সংসারের কাজ কর্ম করে অনেকটা অবসর সময়ে বসে থাকে। তাই আমার মতে তারা যাদি এই অবসর সময়ে ফরেক্স করে তাহলে তারা অনেকটা আয় করতে পারেন তাদের হাত খরচা করার জন্য।
-
ফরেক্স মার্কেট সারা দিন বা ২৪ ঘন্টা খোলা থাকে সপ্তাহে ৫দিন।ফরেক্স মার্কেট সেশন হছে ৪টি,৪টি সেশন হছে ১.সিডনি সেশন ২.টোকিও সেশন ৩.ইউরো সেশন।৪.ইউ এস সেশন। শুরু হয় হছে সিডনি সেশন দিয়ে আর শেস হয় হছে ইউ এস সেশন দিয়ে।বাংলাদেশর সময় রাত ২.৩০ মিনিটে আর ইউ এস দিয়ে শেস হয় ২.৩০ মিনিটে।এভাবে ২৪ ঘন্টা সপ্তাহে ৫দিন চলতে থাকে।
-
বিসনেস ম্যান যে শুধু পুরুষ হবে এমন কোন কথা নয় । গৃহিনীরাও হতে পারে । ফরেক্সে গৃহিনীরা বিসনেস করে পরিবারকে অনেক সফলতা এনে দিতে পারে । ফরেক্স বিসনেস করার জন্য এই বিসনেস কে অনেক বেশি সময় দিতে হয় । আর যেহেতু মহিলারা প্রায় অধিক সময়ই বাসায় থাকে তাই তাদের জন্য অনেক ভাল ।
-
ফরেক্স ব্যবসা থেকে আমরা গৃহিণীদের অবশ্যই সুবিধা দিতে পারি । আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করতে পারি । আমরা সব সময় ভালোভাবে এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন এই ব্যবসা করার জন্য গৃহিণীদের উৎসাহ দিতে হবে তাহলেই লাভবান হতে পারা যাবে ।
-
গৃহিনীদের জন্য ফরেক্স চমৎকার একটি পেশা। তারা বাড়ির কাজের পাশা পাশি ফরেক্স করে তাদের চাহিদাকে পুরন করতে পারে। গৃহিনীরা তারা তাদের সংসারের কাজের ফাকে ফাকে ফরেক্স করতে পারে। এবং ফরেক্স হতে বাড়তি আয় করে তাদের দৈনন্দিন চাহিদা পুরন করতে পারে।
-
ভাই আমি মনে করি ফরেক্স মাকেটে ্যডী মেয়েরা করে তবে ফরেক্স থেকে আয় করে দেশের জন্য অনেক ভাল কিছু করতে পারে | ফরেক্স করতে হলে ঘরে বশে ফরেক্স করা যায় তাই মেয়েরা ফরেক্স করতে পারবেন আয় করতে পারবে তাদেরকে ফরেক্স করারা শুযোগ করে দিতে হবে |
-
ফরেক্স থেকে গৃহিণীরা অনেক সুবিধা করতে পারে। আমাদের দেশে ঘরের গৃহিণীরা ঘরের কাজকর্ম করে অনেকটা অবসর সময়ে বসে থাকে। তাই আমার মতে তারা যদি এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে ফরেক্স করে তাহলে আমার মতে তারা তাহাদের হাত খরচা ও তাদের সংসারে চালাতে পারে।
-
আজ আমাদের সহযাত্রীরা অনেক এগিয়ে আসছে। তাদের মেধা নিয়ে প্রশ্ন করার কোন অবকাশ নেয়। আজ তারা প্রতিটি ক্ষেত্রে তাদের যোগ্যতা প্রমান করছে। আমার সহযাত্রী আমার সহধর্মিণী। তাই তার ফরেক্স নিয়ে কোন আগ্রহ থাকে তবে সে এখানেও সফল হবে নিশ্চয়।
-
আমি মনে করি ফরেক্স সবাই করতে পারে । আর গৃহিনীদের জন্য ফরেক্স অনেক সুবিদার হতে পারে কারন গৃহিনীরা সারা দিন বাসায় থাকে তারা যদি ফরেক্স ভালভাবে শিখে ফরেক্স করতে পারে তবে তারা তাদের বাসার কাজের পাশাপাশি ফরেক্স করে আয় করে পরিবারের অর্থনীতি কে আরো বেশী সচল রাখতে পারে । আমি বলব ফরেক্স যেই করুক না কেন সে যেন আগে ফরেক্স ভালভাবে শিখে ।