ফরেক্স মার্কেটে ঝুঁকির প্রথম প্রধান কারণ হলো অপরিকল্পিত মানি ম্যানেজমেন্ট। একজন ট্রেডারের সফল এবং ঝুঁকিহীন ট্রেডের জন্য মানি ম্যানেজমেন্ট অসম্ভব গুরুত্তপূর্ণ একটি বিষয়। এর পাশাপাশি অতিরিক্ত লোভ এবং অধৈর্যতাও অন্যতম কারণ। এক কথায় বলা যায় আপনার ফরেক্স ট্রেডের মুল ব্যাল্যান্সকে ঠিক কিভাবে কোন প্রক্রিয়ায় এবং কতটুকু হাতে রেখে ট্রেডের জন্য নিরাপদ ভাবে ব্যাবহার করতে পারবেন, ট্রেড নেভেটিভ হলে স্বইচ্ছায় কত লস করবেন এবং প্রফিট করলে কত প্রফিট করবেন তা ই হল মানি ম্যানেজমেন্ট বা মানি ব্যাবহার করণ পদ্ধতি। আমাদের অনেকের ফরেক্স নিয়ে একটি স্বপ্ন থাকে যে আমি সারাজীবনে ফরেক্স থেকে ১ লক্ষ ডলার ইনকাম করব। যা আপনার পক্ষে এই জনমেও সম্ভব নয় আবার এটাও সত্যি যে কেউ কেউ এই জনমেই মিলিয়ন ডলার ফরেক্স থেকে নিয়ে নিচ্ছেন বেশ কয়েকবার; কিভাবে? এক লক্ষ ডলার কি একটু বেশি বলে ফেললাম ! না বস , আপনি জানেনতো এটা ফরেক্স ট্রেডারদের জন্য অচিন্তনীয় কিছু নয়। আর আপনার ১ লক্ষ ডলার ইনকাম এর ব্যাবস্থাপনা আপনি মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে করে নিতে পারেন অর্থাৎ মানি ম্যানেজমেন্ট জানলে আপনি ঠিক করে নিতে পারবেন আপনার ড্রিম মানি এচিভ এর জন্য আপনার মূলধন কত হতে হবে এবং আপনি তা কিভাবে ব্যাবহার করে কতদিনে আপনার স্বপ্ন সফল করতে পারবেন। আপনার ট্রেডের বিশাল সফলতা মানি ম্যানেজমেন্টের উপর নির্ভর করে।