-
ইনভেস্ট ছাড়া ট্রেড করা সম্ভব আছে, কিন্তু সব জাইগা তে না,বিশেষ কিছু ব্রোকার আছে তারা ওয়েলকাম বোনাস দিয়ে থাকেন,আর সব থেকে ভাল উপাই হচ্ছে ইনিস্টা ফরেক্স এর ফোরাম সাইটে কাজ করে আপ্নে কোন প্রকার ইনভেস্ট ছাড়া ফরেক্স ট্রেড করতে পারবেন,তবে এই ফোরামের কাজ করতে হলে আপানকে এর নিতিমালা মেনে কাজ করে ইনভেস্ট ছাড়া ট্রেড করতে পারবেন।
-
হা, ইনভেস্ট ছাড়াও আপনি ট্রেড ওপেন করতে পারেন । তাহলো বোনাস গ্রহণের মাধ্যমে ,বিভিন্ন ফোরাম নতুনদে উৎসাহীত করার জন্য বোনাস দিয়ে থাকে, আর বাংলাদেশ ফরেক্স ফোরামও আমাদের নতুনদের সে সুবিধাটা করে দিয়েছেন ।এখানে প্রত্যেক পোস্ট এবং রিপ্লা্ই এর জন্য .20 ইউ এস ডলার বোনাস প্রদান করে থাকে , নির্দিষ্ট নিয়ম মেনে । যাহা এক মাসের বোনাস অন্য মাসের শুরেতে আপনার একাউন্টে পাঠিয়ে দেয় । আপনিও বাংলাদেশ ফরেক্স ফোরামের নির্দিষ্ট নিয়ম মেনে পোস্ট এবং রিপ্লা্ই করতে থাকুন আপনি সময় মত বোনাস পাবেন । তা দিয়ে রিয়েল ট্রেড শুরু করতে পারবেন ।
-
প্রকৃত পক্ষে ইনভেস্ট ছাড়া কোনো বেবসাই করা সম্ভব হয় না কিসু না কিসু আপনাকে ইনভেস্ট করতে হবেই যেমন ধরে নিলাম আমরা যারা নতুন ট্রেদার তারা নিজের টাকা ডিপোজিট না দিয়ে ফোরাম এর পোস্টিং বোনাস দিয়ে ট্রেড করে প্রফিট করব তাহলে এখানে আমরা রিয়াল মানি ডিপোজিট করলাম না তবে আমরা ফোরাম এ যে পোস্ট দিলাম আমরা আমাদের সময় এবং পরিশ্রম ডিপোজিট দিলাম আমার মতে নতুন অবস্থায় নিজের পকেট এর টাকা দিয়ে ট্রেড করা উচিত নয়
-
আপনার সাথে আমি একমত। ইনভস্টে করে ট্রডে করলে অনকে গুলো উপকার আপনি পাবনে যা বোনাস পাওয়া ডলার দয়িে ট্রডে করে পাওয়া যায় না।
১। ইনভেস্ট করা ব্যলেন্স এর উপর আপনার একটা মায়া থাকবে যা বোনাসের হলে থাকে না।
২। ইনভেস্ট করা ব্যলেন্স দিয়ে ট্রেড করলে প্রত্যেকটা ট্রেড ওপেন করার আগে না হলেও আপনি দশ বার ভাববেন যে আমার ট্রেডটি করা কি ঠিক হবে? যা বোনাস ব্যলেন্স এর ক্ষেত্রে হয় না।
৩। ইনভেস্ট করা ব্যালেন্স হলে আপানার জন্য ফরেক্স শিখাটা সহজ হবে মনযোগ সহকারে ফরেক্স শিখতে পারবেন।
৪। ইনভেস্ট করা ব্যলেন্স হলে আপনি কেন আগের ট্রেড এ লস করলেন কেন ভাল হলো না এই সব প্রশ্ন গুলোর উত্তর খুজে পাবেন।
আরো অনেক উপকারিতা আছে ইনভেস্ট করা ব্যলেন্স এর। তাই ইনভেস্ট করুন ফরেক্স ব্যবসা ভালভাবে শিখুন।
-
ফরেক্স ট্রেড করতে হলে ইনভেস্ট করতে হবে । এখন প্রশ্ন হচ্ছে নিজের পকেটের টাকা না বিনিয়োগ করে অন্য কোনোভাবে মূলধন জোগাড় করা যায় কিনা । হা অন্য ভাবে মূলধন জোগাড় করা যায় । ফরেক্স এর ফোরামে কমেন্ট করে বোনাস পাওয়া যায় এবং সেই বোনাস বিনিয়োগ করে মুনাফা নিজের পকেটে নেয়া যায় কিংবা অনেক ফরেক্স ব্রোকার তাদের মার্কেটিং এর জন্য প্রথমে কিছু মূলধন বোনাস হিসাবে দিয়ে থাকে । কিন্তু এসব দিয়ে নিজেকে ট্রেডের বলে যায় না ও বেশিদূর যাওয়া যায় না । ফরেক্স এ ট্রেডের হতে হলে বিনিয়োগ করা প্রয়োজন ।
-
ইনভেস্ট ছাড়া একটি মাধ্যম হলো তা আপনি ফোরাম পোস্ট করে ট্রেড করতে পারেন। কারন এখানে যারা আছেন সবাই এই ফোরাম এ পোস্ট করে লাইভ ট্রেড করচ্ছেন। তাছারা লাইভ ইনভেস্ট করতে গেলে অনেক টাকা দরকার। যা আমাদের অনেকের কাছে নেই।
-
মূলত ফরেক্স মার্কেটে ইনভেস্ট ছাড়া ট্রেড করা সম্ভব না তবে যে সকল ট্রেডার ইনভেস্ট ছাড়া ট্রেড করতে চায় তাদের জন্য একটা সুযোগ আছে আর সেটি হল ফোরাম পোস্টিং করা , কিছু কিছু ব্রোকার আছে মাঝে মাঝে কিছু প্রমোশনাল অফার করে তা দিয়ে ফরেক্স ট্রেড করা যায়। তবে ব্রোকার প্রমোশনাল অফারে প্রফিট উত্তোলন করতে অনেক কঠোর কন্ডিশন দেয় যা মানা অনেক কঠিন ।ফোরাম পোস্টিংয়ে তেমন কঠিন শর্ত থাকে না তাই এটাই ভাল আমি মনে করি।
-
ভাই ফরেক্স মাকেটে করতে হলে আপনাকে ইনভেস্ট করতে হবে আপনি যদি ফরেক্স থেকে আয় করতে চান তবে আপনাকে অনেক অনেক ইনভেস্ট করতে হবে তবেই আপনি ফরেক্স মাকেটে টীকে থাকতে পারবেন | ফরেক্স মাকেট থেকে আপনি ইনভেস্ট ছারা ফরেক্স করতে পারবেন না | ফরেক্স থেকে আপনি আয় করতে হলে ইনভেস্ট করতে হবে |
-
ফরেক্স একটি ব্যবসা আর ব্যবসা করতে গেলে মুল্ধন ছাড়া ব্যবসা করা যায় না। তাই ফরেক্স করতে গেলে আপনাকে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট না করলে আপনি কি দিয়ে লাভ করবেন। যখন আপনার মুল্ধন থাকবে না তখন কোথা থেকে লাভ করবেন আপনি। তাই আমি মনে করি যখন আপনি বেশি ইনভেস্ট করবেন তখন লাভ ও বেশি করতে পারবেন।
-
কোন বিনিয়োগ ছাড়া ফরেক্স মার্কেট-এ ট্রেড করা সম্ভব না। অার আমার মনে হয় ইনভেস্ট করে ট্রেড করাই হল আসল বিজনেস।