ফরেক্সে কাজ করতে হলে আপনাকে অবশ্যই দক্ষ ট্রেডার হতে হবে। আপনি সিগনাল ফলো করতে পারেন,তবে এটার উপর নির্ভর করা ঠিক নয়। মেধা খাটিয়ে ট্রেডিং করা প্রয়োজন। দক্ষ ট্রেডার দের সিগনাল কেউ আপনাকে ভাল করে বুঝতে হবে।না বুঝে অন্ধের মত ট্রেড করা ঠিক না। আমি বলব নিজে বুঝে ট্রেড করাটাই ভাল। এতে আপনার জেতার সম্ভবনা বারতে থাকবে এবং আত্তবিশ্বাস বাড়বে।