-
লস হবার প্রধান কারন হলো উদ্দেশ্য বিহিন টেড করা।নতুনেরা যে সব কারনে লস খায় সেগুলো হলো এনালাইসিস এর অভাব, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ এর সিগনাল,লস টেড কেটে না দিয়ে দিঘ দিন ওপেন রেখে পূজা দেওয়া, ব্যালেন্স কম হওয়া ইত্যাদি।আরও অনেক কারন আছে যেসব এর কারনে নতুনেরা মূকুলেই ঝরে যায়।তাই নতুনেদের উচিৎ ধয্য নিয়ে বুঝে এবং কম লাভার আসায় কম লটে টেড করা।
-
আমরা অনেক লস করে থাকি এর প্রধান কারন হল আমরা না বুঝে ট্রেড করি যে কোণ সময় মার্কেট এ মুভ মেন্ট ঘটতে পারে এ জন্য আমাদের কে নিউজ ট্রেড সম্পর্কে ধারনা নিতে হবে ধারনা না থাকলে আমরা এখানে থেকে কোন লাভ করতে পারব না ।
-
অনেকেই অনেক কারণে লস করে থাকেন তবে সব গুলোই প্রায় আমাদের কারণে সৃষ্ট । আর এই কারণগুলি প্রায় সব ট্রেডারদের ক্ষেত্রেই একই রকম । আর এই কারণগুলি কেন ঘটে তার কারণও আবার সবার ক্ষেত্রেই একই । প্রথমত আমরা সবাই জানি কিন্তু সবাই তা মানি না এই জন্যই লস হয় । আর এই কারণগুলি হল অভার ট্রেডিং করা , এনালাইসিস না করে শুধু আত্মনির্ভরশীল হয়ে অন্ধভাবে মার্কেটে প্রবেশ করা , ক্যাপিটাল এর তুলনায় বড় লট সাইজ বেছে নিয়ে ট্রেড করা এবং সর্বশেষ হল মানসিকভাবে দৃঢ়তা না থাকায় লস মেনে নিতে না পারা ।
-
ব্যাবসার ক্ষত্রে লাভ লস একে অপরের সাথে পরিপুরক তাই লাভ লস যেকোন একটা হতে পারে।তবে যেকোনো ব্যাবসা করতে গেলে অবশ্যই সেই সম্পর্কে ভাল ভাবে যেনে তার পর কাজ শুরু করা উচিত।তানাহলে লস হবেই আর ব্যবসায় যে বেশি দক্ষতা অর্জন করতে পারবে সে বেশি সফল হবে।আর সব সময় লোভ থেকে নিজেকে বিরত রাখতে হবে তার কারন মানুশের সব থেকে বড় লসের দিকে নিয়ে যায় মানুষের লোভ তাই লোভ কে অবশ্যই পরিহার করতে হবে।
-
আমি মনে করি যে, অধিকাংশ ট্রেডার অতি লোভের কারনে বেশী লসের সম্মুখীন হয়। এছাড়াও আমি মনে করি অপরিকল্পিত ট্রেডিং ও লসের অন্যতম একটি কারন। যার প্রবনতা নতুনদের মাঝে বেশী দেখা যায়। তাই আমি বলব লস মুক্ত ট্রেড করতে চাইলে আগে ভালো ভাবে পরিকল্পনা করা উচিং। অথ্যাৎ এন্যালাইসিস গুলো সঠিক ভাবে করা ও ট্রেন্ডলাইন ভালোভাবে বুঝা ইত্যাদী। আশা করি এই ব্যাপার গুলো ভালোভাবে খেয়াল করে সাবধানে সঠিক পরিকল্পনার সাথে ট্রেড করলে লস মুক্ত ট্রেড করা সম্ভব হবে।
-
একজন ট্রেডার লস করার অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে যে বিষয়গুলোর জন্য বেশির ভাগ সময় লস করে সেগুলো হলো.
* মানি ম্যানেজমেন্ট না মানা। * কোন এনালাইসিস ছাড়াই ট্রেড করা। * ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা।
* ধৈর্যের অভাব
এই বিষয়গুলো ত্যাগ করতে পারলে কখনই ফরেক্সে লস হওয়ার সম্ভাবনা থাকে না
-
যারা লস করে তাদের এক মাত্র কারন হচ্ছে তারা ফরেক্স সর্ম্পকে এখনো জানেনা বা তাদের জানার মধ্যে কোন ভুল থাকেতে পারে। তাই তারা ফরেক্স এ লস করে থাকে । আর কেউ আছে ফরেক্স এ লাভ বেশি করে এইটা জেনেই ফরেক্স এ ইনভেষ্ট করে এবং করেই সে লস করে থাকে। আবার কেউ কেউ লোভ করার জন্য ফরেক্স এ লস করে থাকে। তাই যারা এই সব ভুল সংসোধন করে ফরেক্স শিখবে তারাই লস করবে না ।
-
ধৈর্য্যশীলতার অভাব
আত্ম বিশ্বাস কম থাকা
জ্ঞানেরর অভাব
সঠিক প্লান না থাকা
বেশী চার্ট দেখা
মানি ম্যানেজমেন্ট না করা
অস্থির ভাবে ট্রেড করা
ওভার ট্রেড করা
বেশী এনালাইসিস না করে ট্রেড করা
সুনিদির্ষ্ট কিছু পেয়ার সিলেক্ট না করে ট্রেড করা
আপডেট নিউজ না দেখে ট্রেড করা
-
ফরেক্স লসের কারন ঠিকভাবে এনাইলাইসিস না করা,ট্রেডে অমনোযোগিতা,ধৈর্যে অভাব।।
-
আমরা অনেকেই ফরেক্স মার্কেটে ট্রেড করি । কিন্তু আমাদের মধ্যে অধিকাংশই ট্রেডারই কাঙ্খিত লাভ অর্জন করতে পারে না। আমি মনে করি এসব লসের কিছু কারণ আছে। সেগুলো হলো :
1. সঠিক জ্ঞানের অভাব।
2. ধৈর্য শীল না হওয়া।
3. লোভ ত্যাগ করতে না পারা।
4. মার্কেট অ্যানালাইসিস না করে ট্রেড দেয়া।
5. মানি ম্যানেজমেন্ট না মানা।
সবশেষে বলা যায় যে এরকম আরও অনেক কারণে আপনি ট্রেডে লস করে থাকেন।