-
ফরেক্স একটি মজার ব্যবসা। এটি আসলে একজন ব্যাক্তির কর্মদক্ষতার উপরে নির্ভর করে থাকে। ফরেক্স সাধারণত অন্যান্য ব্যবসায়ের তুলনায় অনেকটা সহজ। কারণ এর পেছনে স্বল্প কিছু জ্ঞান ব্যায় করলে এর থেকে আসানুরূপ ফল পাওয়া যায়। তাই ফরেক্স ট্রেডিং ব্যবসা কঠিন কোন ব্যবসা নয়। এটি যদি বুঝে করা যায় তাহলে খুবই সহজ একটি ব্যবসা।
-
না। ফরেক্স ট্রেডিং ব্যবসা আমার জন্য কঠিন নয় কারন আমি ইতিমধেই ফরেক্স এর সর্ম্পকে জেনে গিয়েছি তাই আমার জন্য ফরেক্স ট্রেডিং অনেকটাই সহজ হয়ে গিয়েছে যারা ফরেক্স ব্যবসা সর্ম্পকে কিছুই জানেনা তাদের জন্য কঠিন। তাই আমি বলবো যে ফরেক্স মাার্কেটে যারা জানে তাদেরন জন্য সজো আর যারা জানেনা তাদের জন্য কঠিন।
-
যে বিষয়ে আপনার অভিজ্ঞতা নেই সে বিষয়টি অবশ্যই কঠিন। কোন ব্যবসায়ই কঠিন নয় যদি আমি সে ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে পারি। ফরেক্স ট্রেডিং ব্যবসাও কঠিন নয়। প্রথম দিকে কিছুটা কঠিন মনে হলেও ধৈর্য্য ও মনোযোগ সহকারে এ ব্যবসা করতে খবুই তাড়াতাড়ি এটি সহজ হয়ে যায়। এ ব্যবসা থেকে প্রচুর পরিমাণের লাভও করা যায়।
-
ফরেক্স ব্যবসা কঠিন নয় তবে না শিখলে অনেক কঠিন । জেনে বুঝে করলে অনেক সহজ এবং সঠিক আয়ের একটি উপযুক্ত মাধ্যম। আর না জেনে বুঝে করলে কখনো নিজের অজান্তে লাভ করে ফেলবেন আর ভাববেন ফরেক্স অনেক সহজ, ফরেক্স এ অনেক ইনভেস্ট করবেন আর হারিয়ে ফেলবেন সবকিছু । তাই ফরেক্স শিখে জেনে করুন অনেক সহজ মনে হবে আর লাভ ও করতে পারবেন ভালই ।
-
আমার কাছে এ বাবসায় এখন মোটেও কঠিন নয়। শুরুতে এটি আমার কাছে কিছুটা কঠিন মনে হলেও এখন সহজ মনে হয়। আসলে ফরেক্সে আপনি যত সময় দিবেন এই বাবসায় আপনার কাছে তত সহজ হতে থাকবে। যত দিন যাবে আপনি তত অভিজ্ঞতা অর্জন করতে থাকবেন। তাই ফরেক্স বাবসায়ের ক্ষেত্রে প্রথমে আপনার কাছে কঠিন মনে হতে পারে যদি আপনি লসের সিকার হন কিন্তু অভিজ্ঞতা অর্জনের সাথে সাথে এই বাবসায় আপনার কাছে সহজ হয়ে যাবে।
-
আমার কাছে প্রথম প্রথম এই ব্যাবসা অনেক কঠিন মনে হইছে কারন আমি তখন ভালোভাবে এটা জানতাম না।এরপর আস্তে আস্তে ফরেক্স বিষয়েঅনেক কিছু শিখি এবং চর্চা করি।এখন আমার কাছে ফরেক্স এতটা কঠিন নয় বরং অনেক মজার ব্যাবসা মনে হয়।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসা আমার কাছে খুব সহজ মনে হয়। কারন ফরেক্স ট্রেডিং এ বেশি পরিশ্রম করতে হয় না। খুব অল্প পরিশ্রমে এখানে থেকে উপার্জন করা যায়। এবং বিনিয়োগ ও খুন বেশী করতে হয় না . তাছাড়া এটি নিজের ঘরে বসে নিজের সময় মত করা যায়। যা অন্য কাজে সম্ভব না। সেহেতু ফরেক্স মোটেও কোন কঠিন কাজ না।
-
আমার কাছে প্রথম প্রথম এই ব্যাবসা অনেক কঠিন মনে হইছে কান আমি তখন ভালোভাবে এটা জানতাম না।এরপর আস্তে আস্তে ফরেক্স বিষয়েঅনেক কিছু শিখি এব চর্চা করি।এখন আমার কাছে ফরেক্স এতটা কঠিন নয় বরং অনেক মজার ব্যাবসা মেনে হয়। এবং লাভ করাও যাচ্ছে ।
-
ফরেক্সে ট্রেড করলেই লাভ করা যায় না লাভ করতে হলে আমাকে ফরেক্স বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে হবে । মার্কেট কখন কিভাবে মুভমেন্ট করে তা ভালোকরে বুঝতে হবে । এজন্য ভালোকরে মার্কেট এনালাইসিস করতে হবে আর যার জন্য দরকার ধৈর্য্য ও কঠোর পরিশ্রম । শুধু ফরেক্স মার্কেট থেকে ডলার ইনকাম করতে পারলেই ভাল ট্রেডার হওয়া যায় না । একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা শিখতে হবে ।
-
ফরেক্সে ট্রেড করলেই লাভ করা যাবে না লাভ করতে হলে আমাকে ফরেক্স বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে হবে মার্কেট কখন কিভাবে মুভমেন্ট করে তা ভালোকরে বুঝতে হবে এজন্য ভালোকরে মার্কেট এনালাইসিস করতে হবে আর যার জন্য দরকার ধৈর্য্য ও কঠোর পরিশ্রম যতক্ষন পর্যন্ত সফল ভাবে ট্রেডিং শিখতে না পারবে ততক্ষন পর্যন্ত ডেমো ট্রেডিং করতে হবে নতুনরা বেশি দিন ডেমো ট্রেডিং করতে চায় না যার ফলে বারবার লস খায় তাই নতুনদের উচিৎ কমপক্ষে ২মাস ডেমো ট্রেড করা