-
যারা ফরেক্স ট্রেডিং ব্যবসায়ে নতুন এসেছে বা আসতে আগ্রহী তারা লাইভ ফরেক্স ট্রেডিং করার আগে ফোরাম সাইটে হিসাব খুলে নিতে পারে। কারন ফরেক্স ফোরাম সাইটে অনেক অভিজ্ঞদের মতামত বা নির্দেশনা থাকে যা নতুনদের জন্য খুব উপকারি। এতে তারা সব ভাল করে জানতে পারবে,বুজতে পারবে। আর কিছুতা লাভ ও করতে পারবে। এতে করে তাদেরফরেক্স মার্কেট সমন্দে শিখা তাও হবে। তাই এক কথাই বলা যাই, নতুন দের জন্য ফোরাম সাইডে দরকার।
-
ফোরাম করে আমরা যে বোনাস পাই এটা আমাদের জন্য অনেক বড় একটি গিফট। আমরা এখানে পোস্ট করে প্রতি মাসে অনেক বোনাস পাই। আমরা যদি ভালভাবে ট্রেড শিখি তাহলে এই পুঁজি দিয়ে আমাদের ভবিষ্যৎ তৈরি করে নিতে পারি। আমাদেরকে এই ফোরাম মানির গুরুত্ব দেয়া উচিত। আমি আপনার সাথে একমত নতুনদের জন্য ফো্রাম ব্যবহার একটি ভাল বিশয় কারনে ফো্রাম ব্যবহার করলে ফরেক্স সম্পরকে বেশ ধারনা হয় ও ফরেক্স সম্পরকে অনেক জ্ঞান অরজন হয় ।এ ছাড়া ও ফো্রাম ব্যবহারের ফলে একটা বনাস ডলার পাওয়া যায় যা দিয়ে আসল একাউন্টে ট্রেড করা যায়।
-
নতুন যারা তারা পুরনোদের কাছ থেকেই শিখে, আমাদের শেখার আগ্রহ থেকেই পুরনোদের উচিত আমরা যারা নতুন জয়েন করেছি তাদের কে কন্তা ভাল, এর কোনটা মন্দ তা শিখানো । ফোরাম হল ফরেক্স ট্রেডিং এর প্রথমিক পর্যায় এর এটা তাদেরই জন্য যাদের আলাদা করে ইনভেস্ট করার সামর্থ্য নেই। তাই, যদি কোন নিয়মের বেতিক্রম হয় সেক্ষেত্রে পুরনোদেরই উচিত সেটা নতুনদের ধরিয়ে দেয়া ।
-
আমার মতে নতুনদের জন্য ফরম খুব ই ভাল কারন ফরম থেকে ফরেক্স সম্পরকে অনেক কিছু জানা যায় আর অনেক কিছু শিখা ও যায়।যারা নতুন তারা প্রায় ফরেক্স সম্পরকে কিশু ই জানে না আর তাই তাদের জানার জন্য ফরেক্স ফমর এ আসা খুব দরকার।হয়ত ফরম থেকে আপনি এমন কিছু শিখতে পারবেন তা হয়ত আর কথাও পাবেন না বলে আমি মনে করি।
-
ফোরামে পোস্ট করে প্রতিমাসে আমরা অনেক বোনাস পেয়ে থাকি। ঐ বোনাস আমাদের জন্য একটা বড় পাওয়া। এই বোনাস দিয়ে আমারা ভবিষ্যতে কিছু করতে পারি। ফোরাম ব্যবহার করলে ফরেক্স মার্কেটে সম্পর্কে ভালো জানতে পারি। নতুনরা ফোরাম পোস্ট করে অনেক জ্ঞান অর্জন করতে পারে।
-
ফোরাম পোস্ট করে ডলার ইনকাম করা যায় এবং ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। নতুনদের জন্য ফোরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুনরা যদি ফোরাম পোস্ট করে থাকে তাহলে তাদের দুটো লাভ হবে এক হলো পোস্ট করার জন্য একটা বোনাস পাবে এবং ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো জ্ঞান অর্জন করতে পারে। ফোরামের উপর নতুনদের নজর দেওয়া উচিত।
-
নতুনদের জন্য ফোরাম ব্যবহার করা অনেক ভালো, কারণ নতুনরা এখান থেকে নতুন নতুন স্ট্র্যাটেজি শিখতে পারবে. স্ট্র্যাটিজি ব্যবহার করে আরো ভালোভাবে ট্রেড করতে পারবেন
-
নতুনদের নিয়ে কিছু বলতে চাইলে সবার আগে বলতে হয়, নতুনরা জানো ভালো করে ট্রেড করতে শিখেন, আর তার জন্যই এই ফোরামে কথাবার্তা বলা খুবই জরুরী
-
নতুনরা এর গরম থেকে অনেক কিছু শিখতে পারবে অনেক নতুন নতুন ট্রেডারদের সাক্ষী নতুন নতুন স্ট্র্যাটেজি এবং করণীয় বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারবে
-
আমি মুখ থেকে কথা না বললে এই ফোরামে লিখা অনেক কথা প্রকাশ হয়, সে গুলোকে আমি খুব ভালোভাবে লক্ষ্য করি, সেগুলো কে ফলো করি, এবং এই ফোরাম থেকে নতুন হিসেবে অনেক উপকৃত হয়েছেন অনেকেই