ফরেক্স এর ক্ষেত্রে সুদ মুক্ত একাউন্ট বলতে আপনি যা বলেছেন তা আমি বুঝতে পারিনি আমাকে আরেকটু ক্লিয়ার করে বললে আমি হয়তো বুঝতে পারতাম
Printable View
ফরেক্স এর ক্ষেত্রে সুদ মুক্ত একাউন্ট বলতে আপনি যা বলেছেন তা আমি বুঝতে পারিনি আমাকে আরেকটু ক্লিয়ার করে বললে আমি হয়তো বুঝতে পারতাম
আমি বুঝলাম না সুদ পাওয়া যায়না বলতে কি বুঝাতে চেয়েছেন কারণ শুদ্ধ একাউন্ট ব্যালেন্স এর সাথে সংযুক্ত থাকে
আচ্ছা ও আচ্ছা তার মানে হচ্ছে আমরা যখন একাউন্ট খুলব তখন আমরা চাইলে শুধিতে পারি আর না চাইলে শুধু ছাড়াও একাউন্ট করতে পারি এই তো
ফরেক্স মার্কেট একটি সুদ মুক্ত মার্কেট। এখানে সুদ মুক্ত একাউন্ট খোলা যায়। আমাদের সবাইকে সুদ মুক্ত একাউন্ট থোলা উচিত। সাধারনত আমাদেরকে ফরেক্সের নিয়ম কানুন মেনে চলা উচিত। যে কোন বিষয়ের মান উন্নয়ন তা পযবেক্ষণ করা, তা নিয়ে গবেষণা করা এবং বিষয়টির প্রতি সবসময় চিন্তাশীল থাকার উপর নির্ভর করে।
ফরেক্স মার্কেট এ সুদ একাউন্ট হল যেই একাউন্ট এ ট্রেড করার সময় মার্কেট এ সুদ যুক্ত হয় এবং অতিরিক্ত কিছু যোগ হয় তাকে ফরেক্স মার্কেট এর সুদ বলে আর কোন অতিরিক্ত অংশ ছাড়া একাউন্ট কে সুদ মুক্ত একাউন্ট বলে থাকে । ফরেক্স মার্কেট এ আমি একজন সুদ মুক্ত বেবসায়ি ।
সুদ নেই যেই একাউন্ট এ তাকে সুদ মুক্ত একাঊন্ট বলে সুদ ছারাই ট্রেড করা ভাল কারন সুদের বেবসায় লাভ হয় না হয় লস কখনই এই মার্কেট সুদ নিয়ে কোন বেবসা করতে যাবে না । এতে করে আপনার ক্ষত হতে পারে সুদ বিহীন ট্রেড আমাদের জন্য ভাল ।
ফরেক্স ব্যবসা একটি সফল ব্যবসা। ফরেক্স মার্কেটে দুই রকম একাউন্ট খোলা যায় একটা হচ্ছে সুদ সহ আর একটা সুদ ছাড়া। আমি মুসলিম তাই আমি ফরেক্স মার্কেটে সুদ ছাড়া একাউন্ট ব্যবহার করব।
swap free মানে হল সুদ ফ্রী আপনার অ্যাকাউন্ট আপনি যদি সুদ মুক্ত অ্যাকাউন্ট চান তাহলে আপনি অ্যাকাউন্ট ওপেন করার সময় সোআপ ফ্রী তে টিক মার্ক দিবেন এতে করে আপনার অ্যাকাউন্ট সয়াপ ফ্রী হবে আর আমরা যারা মুসলমান তারা সব সময় সয়াপ ফ্রী অ্যাকাউন্ট ওপেন করি যা আমাদের জন্য অনেক ভাল
ফরেক্স যখন আপনি একাউন্ট খুলবেন তখন একটি আপনি অপশন থাকে swap/swap free।আপনি যদি swap free তে ক্লিক করেন তাহলে আপনার একাউন্টটি হবে সুদমুক্ত।কোন প্রকার সুদ দেওয়া বা কর্তন করা হবে না আপনার একাউন্ট থেকে....#
ফরেক্স মার্কেটগুলো আপনার একাউন্ট সুদ এর সুবিধা দিয়ে থাকে। আমরা ট্রেড করলে হয় সুদ আমাদের দিতে হবে না হয় আমরা সুদ পাব। ফরেক্স থেকে সুদ খাওয়ার চেয়ে না খাওয়ােই ভালো। কেননা অনেক সময় দেখা যায় লং টার্ম ট্রেড ওপেন থাকলে সুদ অনেক বেশি দিতে হয়। এর চেয়ে সুদমুক্ত একাউন্ট এ উত্তম।