-
সহজ ভাষায় বলতে গেলে স্কাল্পিন হচ্ছে বেশি বেশি ভলিউম ইউজ করে আল্প পিপ্স প্রফিট বের করার মাধ্যম। ছোট টাইম প্রেমে মি ৩০ বা মি ১৫ তে ঘন ঘন বাই সেল নিয়ে প্রফিট বের করাকে স্কাল্পিন বলে। তবে আমাদের উচিত স্কাল্পিন বয়কট করা কারন এতে ঝুঁকি থেকে যায়। তাই আমাদের উচিত অল্প ভলিউম নিয়ে বেশি পিপ্স শিকার করা।
-
সাধারনতো ছোট ছোট ট্রেড গুলোকেই স্ক্যাল্পিং বলা হয়। মানে ১ থেকে ২০ পিপস এর মধ্যে ট্রেড বন্ধ করে প্রফিট করা কেই মূলতো স্ক্যাল্পিং বলা হয়। ছোট ছোট টাইম ফ্রেমে মূলতো স্ক্যাল্পিং করা হয়।
-
স্ক্যাল্পিং কি?
আপনি হয়তো অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফরেক্স জগতে অনেকেই এই স্ক্যাল্পিং শব্দটির সাথে পরিচিত। মুলত স্ক্যাল্পিং বলা হয় ছোট ছোট ট্রেড গুলোকে । কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলে । এক থেকে বিশ পিপস পর্যন্ত ট্রেডগুলোকে স্ক্যাল্পিং বলে । বিশ পিপস এর বেশি ট্রেডগুলোকে স্ক্যাল্পিং বলা যাবে না । ক্ষুদ্র ক্ষুদ্র লাভে ট্রেড বন্ধ করাকেই স্কাল্পিং বলে।সচরাচর ২০ পিপসের নিচে ট্রেড বন্ধ করলে তাকে স্কাল্পিং বলে। যারা ফরেক্সে অনেক ভালো ট্রেড করা শিখতে পারে তারা মার্কেটের গতিকে কাজে লাগিয়ে স্বল্প স্বল্প লাভে অনেক লাভ করে।
-
ফরেক্সে ট্রেডিং এর বিভিন্ন রকম ধরন রয়েছে। তার মধ্যে স্ক্যাল্পিং অন্যতম। অনেকেই স্ক্যাল্পিং করেন। বুঝে হোক আর না বুঝে হোক স্ক্যাল্পিং করেন। স্ক্যাল্পিং বলতে সাধারনত ছোট ছোট ট্রেড করাকে বোঝায়, ছোট টাইমফ্রেম ব্যবহার করে ১-২০ পিপস লাভ করলে তাকে স্ক্যাল্পিং বলা যায়। তবে আমি ব্যক্তিগত ভাবে স্ক্যাল্পিং সমর্থন করিনা। নিজেও স্ক্যাল্পিং করিনা।
-
স্ক্যালপিং হলো একটি স্ট্রেটেজি যার মাধ্যমে আপনি স্বল্প সময়ে বেশি পরিমাণ মুনাফা উপার্জন করতে পারবেন। কিন্তু এই স্ট্রেটেজি টা সবার জন্য নয়। কারণ এই স্ট্রেটেজি অনেক ঝুকিপূর্ণ আর এই ব্যবসা অধিক জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়া কেউ সফলভাবে সেটা ব্যবহার করতে পারে না। এখানে অনেক ট্রেডারই বিশেষ করে যার মনে করেন নতুন ট্রেডার তারাই বেশিরভাগ স্ক্যাল্পিং করে ট্রেড করেন। সুতরাং বলা যায় এটি অনেক ভাল একটা পন্থা, কারন এতে করে আপনার সময়ও কম লাগল আর আপনি কম সময়ে প্রফিট নিয়ে বেরিয়ে আসলেন।
-
স্ক্যাল্পিং হলো ফরেক্স মার্কেটে শর্ট টাইমে ট্রেড করে প্রফিট অর্জন করা। তবে স্ক্যাল্পিং করাটা খুব একটা সহজ বেপার না। স্ক্যাল্পিং তাদের জন্য প্রযোজ্য যারা ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ এবং নিউজগুলো সঠিকভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে পারেন শুধুমাত্র তারাই স্ক্যাল্পিং করে ফরেক্স মার্কেটে প্রফিট অর্জন করতে পারেন। আর যারা অল্প জ্ঞানের অধিকারী তারা স্ক্যাল্পিং করতে গেলে অবশ্যই লস করবে।
-
ফরেক্স মার্কেটে স্কাল্পিং বলতে শর্ট টাইম এর জন্য ট্রেড করাকে বুঝায়। কম টাইম এর জন্য ট্রেড নিয়ে ছোট ছোট প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে দেয়াই ফরেক্স মার্কেটের স্কাল্পিং। আপনি স্ক্যাল্পিং নাকি লং ট্রেন্ডে ট্রেড করবেন সেটা নির্ভর করে আপানার ফরেক্স অভিজ্ঞতার উপর। আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করবেন সেটা নির্ভর করে আপনার দক্ষতা, অভিজ্ঞতা, সময় ও মূলধনের উপর। আপনাকে নির্ধারন করতে হবে আপনি ফরেক্সে কতোটা সময় দিতে পারবেন। যদি সময় দিতে পারেন তাহলে ১ ঘন্টা, ৩০ মিনিট বা ১৫ মিনিটের টাইমফ্রেম মানে স্ক্যাল্পিং ট্রেড করতে পারেন। আর যদি সময় দিতে না পারেন তাহলে লং টাইমফ্রেমে ট্রেড করতে পারেন। যেমন- ৪ ঘন্টা, ১ দিন বা ১ সপ্তাহের টাইমফ্রেমে ট্রেড করতে পারেন। উল্লেখ্য যে, লং টাইমের জন্য ট্রেড করতে অভিজ্ঞতা ও মুলধন একটু বেশি থাকা দরকার। সেক্ষেত্রে কমপক্ষে ২০ ডলার ক্যাপিটাল থাকার দরকার আছে। দক্ষ ট্রেডাররা ১ দিন বা ১ সপ্তাহের টাইমফ্রেমে ট্রেড করে থাকেন কারন সেখানে লস হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। সবথেকে বড় কথা হলো আপনি যদি ফরেক্সে দক্ষ হন তাহলে সব রকম ট্রেডেই ভালো করতে পারবেন। তাই ট্রেড নেয়ার আগে দক্ষতা বাড়ানোর দিকে একটু বেশি মনোযোগ দেয়া উচিত। ধন্যবাদ।
-
্অল্প সময়ের ট্রেডকে স্কাল্পিং বলে।এধরনের ট্রেড সাধারনত ১ থেকে ২০ পিপস এর হয়ে থাকে।৫,১০,১৫,৩০ মিনিটের চার্টে উপর এধরনের ট্রেড করা হয়।স্কাল্পিং করলেও এর উপর এনালাইসিস করতে হয় কারন স্ক্যালি্পং করা রিক্সের । তাই প্রথম ডেমো একাউন্টে প্রাকটিস করতে হয়।
-
কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। এবং স্ক্যাল্পিং টেডে প্রচুর লর ব্যাবহরা করা হয়