আমি প্রথম ইনভেষ্ট করছিলাম ১০ ডলার মাই মনে করি আপনার যদি ভালো জ্ঞান হয় ফরেক্স নিয়ে তাহলে ৫০০ ডলার নিয়ে শুরু করতে পারেন, যদি রিস্ক মনে করেন তাহলে ১০০ ডলার নিয়ে শুরু করেন
Printable View
আমি প্রথম ইনভেষ্ট করছিলাম ১০ ডলার মাই মনে করি আপনার যদি ভালো জ্ঞান হয় ফরেক্স নিয়ে তাহলে ৫০০ ডলার নিয়ে শুরু করতে পারেন, যদি রিস্ক মনে করেন তাহলে ১০০ ডলার নিয়ে শুরু করেন
ফরেক্স মার্কেটে প্রকৃতপক্ষে ব্যলেন্স খুব বেশী একটা গুরুত্ত্বপূর্ণ বিষয় নয় ট্রেডিং দক্ষতা ও অভিজ্ঞতার তুলনায়৷যত ভালোভাবে শিখে আয়ত্ত্ব করতে পারবেন তত ভালো প্রফিট করতে পারবেন৷নতুন অদক্ষ লোভী ট্রেডারদের জন্য 500$ ডলার ব্যালেন্স মাত্র ৫ সপ্তাহেই জিরো জিরো তে চলে আসতে পারে৷ আর যদি ব্যর্থ হই তাহলে আমাকে আরো বেশি পরীক্ষা নিরীক্ষা করতে হবে ফরেক্স মার্কেট নিয়ে।
আমার মনে হয় প্রথমে ফরেক্স সম্পর্কে ভাল জানতে হবে। জানলে বার বার লস থেকে মুক্তি পাওয়া যাবে। আর যারা জেনেও বারবার লস করসেন তারা অবহেলা বা অদক্ষতার জন্য করছেন। কারন দক্ষতা আর পরিশ্রম থাকলে বারবার লস করার কথা না । অবশেষে বলছি আগে ভাল করে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান লাভ করেন তাহলে সবাই ফরেক্স থেকে লাভ করতে পারবো।
প্রাথমিক ভাবে ইনভেস্টের জন্য আমি ৮০০০ টাকা বা ১০০ ডলার কেই বেশি প্রাধান্য দিবো। আমি অবশ্য শিক্ষানবিশ ট্রেডার। তাই এখনই ইনভেস্ট করতে চাইছি না। আবার যখন ইনভেস্ট করবো তখন আমার সামর্থের মাঝেই ইনভেস্ট করবো। এমনভাবে ইনভেস্ট করবো না যাতে আমি দেউলিয়া হয়ে যাই। তাই আমি মনে করে ইনভেস্ট করার জন্য ১০০ ডলারই পারফেক্ট।
সত্যিকার অর্থে আমি ফরেক্স মার্কেটে দীর্ঘদিন যাবত আছি কিন্তু বড় কোনো সাফল্য এখনো পায়নি । তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনি যদি প্রথমে ফরেক্স ট্রেডিং ভালোভাবে শিখেন তারপরে রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেডিং করতে চান । তাহলে আপনার ট্রেডিং মূলধন যদি একটু বেশি হয় তাহলে আপনি ট্রেডিং করে অনেক সুবিধা পাবেন । আপনি প্রাথমিকভাবে ৫০০ ডলার বিনিয়োগ করে ফরেক্স ট্রেডিং শুরু করতে পারেন ।
আমি ফরেক্স মার্কেট এ কত ডিপোজিট করব এটা নির্ভর করবে আমার দক্ষতার উপর । আমি প্রথম ফরেক্স মার্কেট এ ডিপোজিট করেছিলাম ১০ ডলার । এবং আমি ঐ ১০ ডলার লস করি । তার পর আমি আবার ১০ ডলার ডিপোজিট করলাম, ফোরামের বোনাসকৃ্ত টাকা দিয়ে ফরেক্স এ ট্রেড করলে যদি লসও হয় তারপরও আমার নিজের থেকে কোন টাকা যাবেনা কিন্তু আমি নিজে যদি বেশি টাকা ইনভেস্ট করে লসে পড়ি তাহলে আমার সব চলে যাবে ।
আমার মনের মত লভ্য অংশ আসে তাহলে আমরা রিয়েল ট্রেডের কথা চিন্তা করতে পারি । যদি ডেমোতে ভাল হয় অবস্থান তহলে ৫০ ডলার ডিপোজিট করে ভাল আয় করতে পারা যায় । ডিপোজিট করার আগে অবশ্যই ফরেক্স শিখতে হবে । কিন্তু 10 ডলাত নিয়ে ফরেক্স করলে তা দিয়ে বড় দরনের কোন ট্রেড করা যাবেনা আর তাই লাভ কারা যাবে না।এবং ঝূঁকির মুখে পরতে হবে।
যখন আমি ফরেক্স শুরু করি তখন মাত্র ১০ ডলার বিনিয়োগ করেছিলাম। আসলে তখন আমার কাছে বেশি টাকা না্ থাকার কারন এত কম ডলার দিয়ে শুরু করি। কিছুদিন পর আমি আবার ৫০ ডলার বিনিয়োগ করে ট্রেড শুরু করি। আসলে নতুন অবস্থায় কম ব্যালেন্স দিয়ে ট্রেড করাই ভালো।
ফরেক্স মার্কেটে প্রাথমিকভাবে কম ইনভেস্ট করার চেষ্টা করাই ভালো। কেননা প্রথম ইনভেস্ট জিরো হবে স্বাভাবিক। তাই প্রথমে কম ইনভেস্ট করে কম লটে ধৈর্য্য ধরে ট্রেড করতে হবে।মনে রাখতে হবে প্রথম ইনভেস্টেই যে লাভ করতে হবে সেটা নয় বরং প্রথম ইনভেস্টের মাধ্যমে রিয়েল ট্রেডিংয়ের শিক্ষা এবং অভিজ্ঞততা ঁর্জনের চেষ্টা করতে হববে।
ফরেক্স এ যারা বার বার লস করছেন আমি মনে করি তারা ফরেক্স সম্পর্কে ভাল জানে না। জানলে বার বার লস করার কথা না। আর যারা জেনেও বারবার লস করসেন তারা অবহেলা বা অদক্ষতার জন্য করছেন বলে আমি মনে করি । কারন দক্ষতা আর পরিশ্রম থাকলে বারবার লস করার কথা না ।