মার্কেট এনালাইস করার সময় আমি কোন ইনডিকেটর ব্যাবহার করি না, আমি প্রাইস চার্ট এর উপর নির্ভর করে ট্রেড করে থাকি। আমি বিভিন্ন ক্যান্দেল এর ফরমেশন দেখে সাপোর্ট আর রেসিস্তেন্ত থেকে আমার অর্ডার গুলো গিয়ে থাকি।
Printable View
মার্কেট এনালাইস করার সময় আমি কোন ইনডিকেটর ব্যাবহার করি না, আমি প্রাইস চার্ট এর উপর নির্ভর করে ট্রেড করে থাকি। আমি বিভিন্ন ক্যান্দেল এর ফরমেশন দেখে সাপোর্ট আর রেসিস্তেন্ত থেকে আমার অর্ডার গুলো গিয়ে থাকি।
বিভিন্ন ট্রেডার বিভিন্ন পদ্ধতি মার্কেট এনালাইসিস করে থাকে। তাই আপনি কারও পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে এই মার্কেট হতে উপার্জন করতে পারবেন না। আপনি যদি এই মার্কেট হতে সফলতার সহিত উপার্জন করতে চান তাহলে আপনাকে আপনার নিজস্ব পদ্ধতিতে এনালাইসিস করতে হবে। আমি এই মার্কেটে সাধারণত চার্ট এর উপর নির্ভর করে এনালাইসিস করে থাকি আর এতে আমি সঠিকভাবে মার্কেটে এন্ট্রি হওয়ার জন্য রাস্তা খুজে পাই। কিন্তু আমার পদ্ধতিতে আপনার কাজে নাও আসতে পারে। তাই নিজেস্ব পদ্ধতি ট্রেড করার চেষ্টা করুন।
কোন পদ্ধতিতে এনালাইসিস করা ভালো সেটা আসলে এটা নির্ভর করবে আপনার দক্ষতা এবং ট্রেড এর ধরন এর উপর। তবে আমি মনে করি খুব শর্ট টার্ম ট্রেড এর জন্য চার্ট পর্যালোচনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনাকে খুব দ্রুত সিধান্ত নিতে হবে। তবে আমার মনে হয় সব ধরনের এনালাইসিস পর্যালোচনা করার উপকারিতা আছে। এবং আমাদের সব সম্বন্ধেই কিছু না কিছু জানা উচিত। ধন্যবাদ
ভাই আপনি যে কোন পদ্ধতিতে এ্যানালাইসিস করে প্রফিট করতে পারবেন। তবে আপনাকে একটু সচেতনার সাথে ধৈর্য্য সহকারে সঠিক জায়গায় ট্রেডগুলো ধরার চেষ্টা করতে হবে। কারন আমরা এ্যানালাইসিস করি মূলত আমাদের অনুমান সঠিক হচ্ছে কি-না এবং এর ফলাফল হচ্ছে ট্রেডিং- এ আপনার প্রফিটের নিশ্চয়তা।
আমি সব সাময় টেনিক্যাল এ্যানালাইসি করে থাকি । তবে আমি নিউজ ট্রেড করে থাকি তখন আমি নিউজ এ্যানালাইসিস করি্ । তবে আামাদের সব সামায় ভালো ট্রেড হবে না লস হবে এটা স্বাভাবিক । তবে আামাদের লসের চেয়ে বেশি লাভ করতে হবে । এ্যানালাইসিস করা ছাড়া ফরেক্র লাভ করা যায় না । সবার ডেমো ট্রেড করতে হবে ।
টেকনিক্যাল পদ্ধতিতে এনালাইসিস করা ভাল. কারন এখন হলো প্রযুত্তির যুগ,এযুগের সাথে তালমিলিয়ে চলতে গেলে আমাদেরকে অবশ্যই কারিগরি পদ্ধতিতে এনালইসিস করতে হবে।তাহলেই আমরা যে কোন কাজে সফল হতে পারব।এবং যে কোল কাজ করার প্রতি আমাদের আগ্রহ ও আত্মবিশ্বাষ অরজন করতে পারব।
আমি মনে করি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুইটাই এনালাইসিস আমাদের করা দরকার। কারন আমরা যদি শুধু যে কোন একটা নিয়ে এনালাইসিস করি তাতে আমাদের ভাল একটা ফলাফল নাও আসতে পারে। তাই আমাদের এমনভাবে এনালাইসিস করতে হবে যাতে আমরা ভাল ফলাফল পাই।
আবার আমি যদি যেকোনো একটা অ্যানালাইসিস এ এক্সপার্ট হই তবে আমি সেটাকেই অগ্রাধিকার দিবো।
ফরেক্স এ কাজ করার জন্য এনালাইসিস খুবই জরুরী একটা বিষয়। এনালাইসিস ছাড়া ফরেক্স ট্রেড করা অসম্ভব একটা বিষয়। এনালাইসিস মূলত তিন ধরনের টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস। এই তিন ধরনের এনালাইসিস এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত এনালাইসিস হল টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল। তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ফান্ডামেন্টাল এনালাইসিস এর ওপর কারণ ফান্ডামেন্টাল এনালাইসিস সবচেয়ে বেশি নির্ভুল এনালাইসিস। তাই আমি সাজেস্ট করব ফান্ডামেন্টাল এনালাইসিস করার জন্য।
ফরেক্স মার্কেট এ আমি একজন নতুন ট্রেডার।এখনো পুরোপুর বলতে পারছি না কোন এনালাইসিস টা বেটার তবে আমার এতটুকু মনে হচ্ছে শর্ট টাইম যারা ট্রেড করে তাদের জন্য টেকনিক্যাল এনালাইসিস টা বেটার আর লং টাইমে ট্রেড করলে ফান্ডামেন্টাল এনালাইসিস ব্যবহার করা বেটার।বিগত বছরের প্রশ্ন অনুসারে আগামী বছরের পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া যেমন ভাল বুদ্ধি তেমনি টেকনিক্যাল এনালাইসিস ট্রেডারদের কাছে এমন একটি বিষয়।টেকনিক্যাল এনালাইসিস ব্যবহার করে ট্রেডিং করলে ফরেক্স মার্কেট এ ভাল লাভবান হওয়া যায়।
আমার মতে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুইটাই এনালাইসিস করা দরকার। টেকনিক্যাল পদ্ধতি কে আমি সব থেকে ভাল মনে করি । কারন ফরেক্স মার্কেট এ আমরা বেশীরভাগ টেকনিক্যাল ট্রেডার আমরা ইনডিকেটর দেখে দেখে ট্রেড করি । আমি মনে করি ফান্ডামেন্টাল থেকে টেকনিক্যাল এনালাইসিস অনেক বেশী লাভ করে থাকে । তাই আমি এটাকেই আমার ফরেক্স বিজনেস এ বেছে নিয়েছি ।