-
আমি বলবো ফরেক্স ট্রেডিং ব্যবসার জন্য খুবই জ্ঞান গুরুত্বপূর্ণ। জ্ঞান ছাড়া আপনি ফরেক্স ট্রেড করে লাভ করতে পারবেন না। তাই সব নবাগতদের জ্ঞান অর্জন করে তারপর ফরেক্সে আসা। তার জন্য যদি আপনার প্রশিক্ষন নেয়া লাগে নিতে পারেন। তবে আপনি যদি forex-bangla.com এর সাথে লেগে থাকেন তাহলে আপনি সহজেই অনেক কিছু শিখতে ও জানতে পারবেন।
-
সব কাজ করতেই প্রশিক্ষক থাকা ভালো । অামারা যদি শিখে তারপর শিখানের বা ট্রেড করা চেষ্টা করি তাহলেই অামরা বেশী লসের মুখে পড়ব না । অামরা অাগে শেখার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অার বেশী বেশী এ্যানালাইসিস করতে পারলে লাভবান হওয়া সম্ভব হবে ।
-
সবার মাথায় এক রকম চিন্তা আসবে না। হয়তো কেউ অল্প দিনেই মার্কেট ব্যসিক বুঝে নিতে পারবে। কিন্তু আবার অনেকে অনেক সময় লাগতে পারে মার্কেট বুঝতে। মার্কেট এর সাথে ট্রেড করতে করতে ট্রেডাররা অভিজ্ঞ হবে। সেই সাথে ট্রেডার দের দক্ষতা বাড়বে।
-
ফরেক্স ব্যবসা অল্প সময়ের জন্য নয়। বলা যলে এটা সারা জীবনের জন্য। কারন এটা এমন কোন ছোট ব্যবসা না যে থাকবে না। প্রশিক্ষন না থাকলেও ফরেক্স করা যেতে পারে। এতে বেশ কিছু লস হলে হতেও পারে। লস হলে তা রিকভার করা সিখতে হবে।
-
ফরেক্স মাকেট থেকে সফল হওয়া সহজ না ফরেক্স মাকেটে সফল হতে হলে মাকেটে পরিশ্রম করতে হবে তবেই আপনি ফরেক্স থেকে সফল হতে পারবেন | আপনি মাকেটে দিনে ৫ থেকে ৭ ঘন্টা ডেমো পারতিস করেন ১ থেকে ২ বছর আপনি তবে সফল হতে পারবেন |
-
আমার মনে হয় আপনার যদি নিজের প্রতি দৃঢ় আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমী হতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স থেকে সফলতা লাভ করতে পারবেন। তবে এজন্য আপনাকে নিয়মিত মার্কেট পর্যবেক্ষণ টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিসগুলো কঠোর ভাবে বুঝার চেষ্টা করতে হবে। এছাড়া ডেমো ট্রেড দ্বারা আপনাকে মার্কেট সম্পর্কে দক্ষ হতে হবে।
-
সব কাজ করতেই প্রশিক্ষক থাকা ভালো । অামারা যদি শিখে তারপর শিখানের বা ট্রেড করা চেষ্টা করি তাহলেই অামরা বেশী লসের মুখে পড়ব না । অামরা অাগে শেখার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অার বেশী বেশী এ্যানালাইসিস করতে পারলে লাভবান হওয়া সম্ভব হবে ।
-
অবশ্যই পারবেন । এখানে আপনি নিজেই আপনার প্রশিক্ষক । এই ব্যবসাটা আসলে এমন একটা ক্রিটিক্যাল ব্যবসা যেটা কেউ কাউকে কখনও পুরোপুরি শেখাতে বা বোঝাতে পারবেনা । এটা আপনার নিজেকেই ফিল করতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং সে অনুযায়ী নিয়মিত কাজ করতে হবে । মানুষ শুধু আপনাকে এর বেসিক ধারনা দিতে পারে এর চেয়ে বেশি কিছু নয় । কাজ আপনাকেই করতে হবে, অভিজ্ঞতা ও দক্ষতা আপনাকেই অর্জন করতে হবে এবং সেই জ্ঞানের বলেই আপনি একসময় সফলকাম হবেন ।
-
ফরেক্স করাটা আসলে নিজস্ব দক্ষতা। পৃথিবীতে কোন প্রশিক্ষক নেই যে আপনাকে দক্ষ বানিয়ে দিতে পারবেন তবে আপনাকে বেসিক জানার বিষয়গুলো আপনাকে জানাতে পারবেন। এখন ইন্টারনেটে এত কিছু আছে ফরেক্স এর ব্যপারে এখন প্রশিক্ষক দরকার হয় না। আপনি যদি আগ্রহ করে শিখতে পারেন দেখবেন অনেক কিছু নিজে থেকেই শিখতে পারবেন। আর ফোরামে আপনি যা পাবেন তাতো বিশাল জ্ঞান ভান্ডার এখানে যা পাবেন সব বাস্তব অভিজ্ঞতা। সুতরাং আমার মনে হয় ভাল ট্রেডার হওয়ার জন্য প্রশিক্ষকের প্রয়োজন নেই।
-
আমি বলব ফরেক্স ট্রেডিং এর জন্য জ্ঞান অর্জন খুবই গুরুত্বপূর্ণ। জ্ঞান ছাড়া আপনি ফরেক্স ট্রেড করে লাভ করতে পারবেন না। তাই সব নবাগতদের জ্ঞান অর্জন করে তারপর ফরেক্সে আসা উচিৎ । তার জন্য যদি আপনার প্রশিক্ষন নেয়া লাগে নিতে পারেন। তবে আপনি যদি forex-bangla.com এর সাথে লেগে থাকেন তাহলে আপনি সহজেই অনেক কিছু শিখতে ও জানতে পারবেন।