লস ব্যবসার একটি অংশ এটা মাথায় নিয়ে আমাদের ফরেক্স ব্যবসা চালিয়ে নিতে হবে । লস করার পর বসে না থেকে লসের কারনটা খুজে বের করার চেষ্টা করুন । ফরেক্স ব্যবসায় লসের শিক্ষাটা কাজে লাগাতে পারলে আপনি ভাল লাভ করতে পারবেন অবশ্যই লস করলে প্রত্যেকেরই খারাপ লাগে ।
Printable View
লস ব্যবসার একটি অংশ এটা মাথায় নিয়ে আমাদের ফরেক্স ব্যবসা চালিয়ে নিতে হবে । লস করার পর বসে না থেকে লসের কারনটা খুজে বের করার চেষ্টা করুন । ফরেক্স ব্যবসায় লসের শিক্ষাটা কাজে লাগাতে পারলে আপনি ভাল লাভ করতে পারবেন অবশ্যই লস করলে প্রত্যেকেরই খারাপ লাগে ।
ফরেক্স এ লস করার পর স্বাভাবিক আমাদের সবার মন খারপ হয়ে যায় , তবে তাই বলে মন খারপ করে থেকে কি হবে । ফরেক্স এ লাভ লস হতেই পারে কখনও লাভ হবে আবার কখনও লস হবে এইটাই স্বাভাবিক । তাই লস থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ফরেক্স এ অনেক বেশি করে অভিজ্ঞতা অর্জন করতে হবে ।
লস করার পর সবারি মন খারাপ থাকে আমি মনে করি কিন্তু আমি মনে করি ফরেক্স লস গেলে ভেংগে পরার কোন কারন নেই | ফরেক্স থেকে আপনি লাভ ও করতে পারেন তবে আপনি চেষ্ট কোড়বেণ কী ভাবে লস কটিয়ে তুলা জাই |
ফরেক্স এ ট্রেডিং করার পর যখন আমরা লস করি তখন আমাদের সবারই মন খারপ হয়ে যায় , তখন আর ট্রেড করতে ইচ্ছা করে না । কিন্তু লস করার পর মন খারপ করে থাকলে হবে না কেননা লাভ লস হতেই পারে । তাই পুনরায় আবার ট্রেডিং সুরু করে দেওয়া উচিৎ ।
কোন ব্যবসা লস করলে আমি মনে করি সবারি মন খারাপ থাকে | ফরেক্স লস হয়াটা সাভাবিক আমি মনে করি লস হয়েছে আবার লাভ হবে | এই কথা মনে করে আমি ফরেক্স করি যাতে আমি ফরেক্স মাকেট আড়্ব ভালো ভাবে করতে পারি|
ফরেক্স এ লস করার পর আমাদের সবারই মন খারপ হয়ে যায় , তখন আর ইচ্ছা করে না ফরেক্স এ ট্রেডিং করতে । লোভ করে যখন লস খেতে হয় তখন ফরেক্স এ আর কখন ফিরে আসতে ইচ্ছা করে না । ফরেক্স এ লাভ লস হতেই পারে তাই বলে মন খারপ করে থেকে কি হবে , তাই লস করার পর আবার মন দিয়ে ফরেক্স এ ট্রেডিং শুরু করে দেওয়া ঠিক ।
লাভ লস হল পার্ট অব গেইম। কিন্তু এমন কোন ট্রেডার আজ পর্যন্ত আছে বলে আমি শুনি নি যার লস করার পরে ভাল লাগতে পারে বা খারাপ লাগার অনুভুতি হয় নি । আমি মনে করি এই মার্কেট এ যেমন লাভ হবে তেমনি লসও হতে পারে। এটা মেনে নিতে পারাটাই প্রফেশনালিজম।
লস করার পর সবারই স্বাভাবিকভাবেই মন খারাপ থাকে এবং অনকে ক্ষেত্রেই হাতাশাই ছেয়ে যায় নিজের মন । আসলে লাভ লস হলো ব্যাবসার মৈলিক বিষয় । মৈলিক এই বিষয়গুলোকে মেনে নিতে হবে । তবে লস এড়ানোর এবং লাভকে অর্জিত করার সর্বোচ্চ চেষ্টা করার পরেই মনে রাখতে হবে যে এই ধরনের লস হয় আমাদেরকে ভবিষ্যতে আরো বেশি শক্তিশালী হওয়ার জন্য এবং নিজের ভুল শুধরে নেওয়ার জন্যই ।
আমরা যে ব্যবসা করিনা কেন তাতে আমাদের লাভ লস কিন্ত হয়েই থাকে । যদিও একজন ট্রেডার কখনই লস এর আশা করেন না কিন্ত আমাদের ভুলের কারণেই হোক কিংবা মার্কেটের বিরূপ অবস্থার কারণেই হোক আমাদের কিন্ত লস করতেই হয় । প্রকৃত অর্থে লস মানে ব্যার্থতা নয় বরং এটাও একটা শিক্ষা ।
যখন ট্রেড করি যদি ট্রেডটি লসে যায় তাহলে আমার খুব খারাপ লাগে। কিন্তু আমাদের বসে থাকলে হবে না। আমাদের ট্রেড করতে হবে। তাই পরে মার্কেট বুঝে আরেকটি ট্রেড নেই। কেননা তাহলে ট্রেড যদি নাই করি তাহলে তো আর প্রফিট ই করতে পারবো না।