-
আমি আমার বর্তমান জীবনে ব্যবসার কথা চিন্তাও করতে পারি না। কারণ ব্যবসা করতে হলে অনেক টাকার প্রয়োজন হয় সেটা আমার নেই। কিন্তু ফরেক্স ব্যবসা করতে হলে এত টাকার প্রয়োজন নেই তাছাড়া এই ব্যবসা অনেক মুনাফা দিয়ে থাকে।তাই আমি মনে করি এটিই আমার প্রথম এবং শেষ ব্যবসা আর আমার ইচ্ছা এই ব্যবসার মাধ্যমেই আমি আমার জীবনটাকে সাজাবো এবং আমার বিশ্বাস আমি তা করতে পারবো।
-
এই ব্যবসা আমি শুরু করেছি এবং আমি যখন এই ব্যবসা সাাফল্য অর্জর করবো তখন আমার এই ব্যবসাই হবে শেষ ব্যবসা কারন এই ব্যবসা সাাফল্য অজর্ন করতে অনেক সময় লাগে তাই আমি এই ব্যবসা অনেক কষ্ট করে করছি এবং পাশাপাশি কিছু কাজ করি. কিন্তু যখন আমি এই ব্যবসা পুরাপুরু শিখে যাব তখন আমি এই ব্যবসা শুধু করবো আর অণ্য সব ব্যবসা ছেড়ে দিব.
-
অনলাইনে আমি যতগুলো কাজ করেছি তার মধ্য ফরেক্স ব্যাবসা সবচাইতে আয়ের একটি ভালো পন্হা।এখান থেকে ব্যাবসা করাটা খুবই সহজ।খুব অল্প পরিমান অর্থ দিয়েই এই ব্যাবসা শুরু করা যায় এবং অভিজ্ঞতা হলে খুব সহজেই আয় করা সম্ভব।তাই আমি এই ব্যাবসার সাথে দীর্ঘদিন যুক্ত থাকতে চাই।
-
হ্যা ভাই এটাই আমার জীবনের শেষ ব্যবসা। কেননা আমি অনেক বছর ধরে এই মার্কেটের সাথে একটানা কাজ করে চলেছি তাই সহজে এই ব্যবসা থেকে নিজেকে বিরত রাখতে পারব না। এবং আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলতে পারি এর থেকে সুন্দর ও আরামদায়ক ব্যবসা আর হতে পারে না। সুতরাং এই ফরেক্স ব্যবসাই হল আমার লাইফের শেষ ব্যবসা।
-
কেন শেষ ব্যাবসা হবে আপনি কি বলতে পারবেন আপনার জীবনের শিষ দিনটি কখন নিশ্চই আপনি কখনই তা বলতে পারবেন না কারন কোন মানুষের পক্ষেই তা বরা সম্ভাব নয়। ফরেক্স ট্রেডিং বর্তমান কালে অনেক জনপ্রিয় একটি আয়ের উতস যেখানে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা থাকরে অনেক ভাল আয় করে নেওয়া যায় সেই কারনে আমরা এখানে এত বেশি সময় ব্যায় করি সাথে সাথে আমরা অবশ্যই অন্যান্য পেশায় কাজ করে যাব।
-
আমি ফরেক্সকে জীবনের শেষ ব্যাবসা বলে মনে করি না তবে এটি আমার জীবনের অন্যতম প্রধান একটি ব্যাবসা বলে মনে করি ।তবে একটা বিষয় স্পষ্ট যে আমি যদি এই ব্যাবসায় নিজেকে আয়ত্ত করে নিতে পারি তবে সবসময়ই এই ব্যাবসার সাথে নিজেকে যুক্ত রাখবো ।
-
আমি আমার বর্তমান জীবনে ব্যবসার কথা চিন্তাও করতে পারি না। কারণ ব্যবসা করতে হলে অনেক টাকার প্রয়োজন হয় সেটা আমার নেই। কিন্তু ফরেক্স ব্যবসা করতে হলে এত টাকার প্রয়োজন নেই তাছাড়া এই ব্যবসা অনেক মুনাফা দিয়ে থাকে।তাই আমি মনে করি এটিই আমার প্রথম এবং শেষ ব্যবসা আর আমার ইচ্ছা এই ব্যবসার মাধ্যমেই আমি আমার জীবনটাকে সাজাবো এবং আমার বিশ্বাস আমি তা করতে পারবো।
-
আমার কাছে ফরেক্স আমার জীবনের শেষ ব্যবসা না। ফরেক্স দিয়ে আমি প্রথম ব্যবসা শুরু করি। এখন আমি ফরেক্স ট্রেড করে ভাল অর্থ উপার্জন করতে পারছি। আমি আরো একটু ভাল উপার্জন করতে পারলে আর একটি নতুন ব্যবসা খোলার চেষ্টার করবো। ফরেক্স ব্যবসায় আমি শনিও রবি এই দুই দিন ছুটি পাই। সে দু দিন আমি অন্য ব্যবসায় করার চেষ্টা করছি।
-
ফরেক্স অবশ্যই আমার জীবনের শেষ ব্যবসা নয়। তবে আমার জীবনে পাওয়া বা দেখা মতে একটা কঠিন ব্যবসা। এই ব্যবসা করা যে এত সহজ তা আমি এই ব্যবসা করতে এসেই জানতে পারি । তবে এটা খুব রিক্সি ব্যবসা। তবে মনোযোগ দিয়ে এটা করতে পারলে এটার থেকে লাভ জনক ব্যবসা আর নাই। এই হিসেবে হয়ত অন-লাইনের আমার জীবনের এটাই হয়ত বা শেষ ব্যবসা।
-
আমি এর আগে অনেক অনলাইন ব্যবসার সাথে জরিত হয়েছি। এবং তাদের কাছ থেকে প্রতারনার শিকার হয়েছি। তার পরে ফরেক্স সম্পর্কে জেনে এখানে কাজ করার ইচ্ছা হলে কাজ করে ভালোই লাগলো এবং বুজতে পারলাম এটাই সৎ ব্যবসা। তাই ফরেক্স ই আমার জিবনের শেষ ব্যবসা।