-
ভাল ট্রেডারদের কিছ নিয়ম মেনে কাজ করতে হয় এই আরকি। অনেক ভালো মার্কেট আনাল্যসিস করতে পারে । আর তাই তাদের লাভ এর পরিমান লস এর থেকে বেশি। আগে অনেক পড়াশুনা কোঁরে নিইন ফরেক্স সম্পরকে। তারপর ট্রেড করুন। লোভ বাদ দিয়ে ঠান্ডা মাথায় কাজ করে যেতে হবে। তাইলে আপনিও ভাল ট্রেডার হতে পারবেন।
-
একজন ভালো মানের ট্রেডার হতে হলে অনেক গুন থাকা দরকার যেমন ভালো ট্রেডারের ফরেক্স সম্পর্কে খুব ভালো জ্ঞান থাকতে হবে এবং ফরেক্স মার্কেট খুব ভালো এনালাইসিস করতে এবং লোভ করবে না এছাড়া ফরেক্স মার্কেটের উপর একটা ভালোবাসা থাকবে
-
ফরেক্স মার্কেটে সফলতা হতে গেলে জেসকল গুন থাকা বা অভিজ্ঞতা থাকা দরকার তা একজন ভাল মানের ফরেক্স ট্রেডারে আছে বা দরকার একজন ভাল মানের ফরেক্স ট্রেডার তার ফরেক্স অভিজ্ঞতা অরজন করাস থাকে কিভাবে ফরেক্স মারকেট থেকে ট্রেড করে প্রফিট করতে হবে বা ফরেক্স করেক্স ট্রেড করে সফলতা অরজন করতে হবে সেই জ্ঞান থাকে।
-
ফরেক্স মার্কেটে একজন ভালো মানের ফরেক্স ট্রেডারের অনেক গুনাবলি থাকে কারন ফরেক্স মার্কেটে ট্রেড করে সফলতা অর্জন করতে গেলে যে গুনাবলি থাকা লাগে সেই সকল গুনা বলি থাকে যেমন ফরেক্স মার্কেটে মানিমেনেজমেন্ট মেনে ট্রেড করে বেশি রিক্স নিয়ে ফরেক্স ট্রেড করে না ।
-
আপনি যদি একজন ভালো মানের ফরেক্স ট্রেডার হতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে পফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানতে হবে । ফরেক্স শিখার পর আপনাকে বেশ কয়েকমাস ধরে ডেমো ট্রেড করতে হবে । ডেমো ট্রেড করে আপনাকে ফরেক্সে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে । আর এই কাজটি যখন সম্পন্ন হবে ;তখনই আপনি একজন ভালো মানের ফরেক্স ট্রেদার হতে পারবেন । আর মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করার অভ্যাসটী ডেমো ট্রেড করার সময়ই ঘড়ে তুলতে হবে ।
-
আমার মনে হয় একজন ভালো মানের ট্রেডার হতে হলে আপনাকে হতে হবে অগনিত গুনে মানুষ। যে মানুষরে মধ্যে থাকবেনা লোভ থাকবেনা অহংকার থাকতে হবে সৎ হতে হবে পরিশ্রমি করতে হবে ধৈর্য্যধারন থাকতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস এবং নিজরে কাজের প্রতি ভালোবাসা আরো থাকতে হবে একটা লক্ষ্য। কারন আমরা সকলে জানি লক্ষ্য না থাকলে তার জীবনের কোন মূল্য নেই।আর এই সকল গুন যাদের মধ্য আছে তারাই একজন ভালমানের ট্রেডার হতে পারবে।ধন্যবাদ
-
ফরেক্স মার্কেট এ ব্যাবসা করে লাভবান হতে হলে আগে ভাল মানের ট্রেডার হতে হবে আর একজন ভাল মানের ট্রেডার এর অনেক গুনাবলি থাকে।যেমন ফরেক্স সম্পর্কে দক্ষ হওয়া,ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানা,অনেক সময় দেওয়া,কঠোর পরিশ্রম করা,ট্রেড করার সময় ঝুকি কম নাওয়া,ট্রেড করার আগে সবসময় বিশ্ব মার্কেট নিয়ে এনালাইসিস করা। এ সকল জিনিস গুলো একজন ভাল মানের ট্রেডার এর থাকা প্রয়োজন।
-
একজন ভাল মানের ট্রেডারের কিছু নির্দিষ্ট গুন থাকে। এর মধ্যে কিছু হল- ধীরতা, সহিষ্ণুতা, অধ্যবসায়ী, দ্রুত সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা, আর সব থেকে বড় দুটি বিষয় হল জ্ঞানার্জন এর ইচ্ছা আর ভুল থেকে শিক্ষা নেয়ার মানসিকতা। আর দক্ষতা তো রয়েছেই। এই বিষয় গুলো কখনই মানুষ একদিনে আয়ত্ত করতে পারে না। এজন্য প্রয়োজন হয় অনেক দিনের নিরলস প্রচেষ্টা।
-
আমি মনে করি একজন ভাল ট্রেডার হতে হলে আগে তার নিজের উপর বিশ্বাস থাকতে হবে। ধৈর্য্য ধারণ এবং নিয়মিত অনুশীলন করতে হবে।রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে জ্ঞান রাখা এবং ফরেক্সে সর্ম্পকিত নতুনত্বের খোঁজ করা। সর্বশেষে বলতে চাই নিজেকে নিয়ন্ত্রণে রাখা অর্থাৎ মাথা ঠাণ্ডা রেখে কাজ পরিচালনা করা।
-
একজন ভাল মানের ট্রেডার এর গুনাবলি অনেক টায় গুরুত্বপূর্ণ ট্রেডিং এর ক্ষেত্রে। যেমনঃ তাকে ধৈর্যশীল হতে হবে, বিনয়ী হতে হবে, লোভ করা চলবে না, আর মার্কেট এনাল্যাইসিস করে ট্রেড করতে হবে।