-
যারা নিজেরা ট্রেড করতে পারে না তারা ফরেক্স মার্কেটে রোবট ব্যবহার করেন আর এটা আমি ব্যবহার করি না রোবট একজন ট্রেডার কে পঙ্গু করে দেয়রোবট ব্যবহারে একজন ট্রেডার কখনোই সফল ট্রেডারে পরিনত হতে পারে না এটা যেমন অনেক সময় ভালো করে আবার অনেক সময় খুব খারাপ জকাজ করে ফরেক্স ম্রকেতে
-
হ্যা ভাই আপনারা রোবট সম্পরকে বলার জন্ন্য অনেক উপকারে আসবে বলে আশা করছি যা আমি আগে জানলেও কিভাবে ব্যবহার বা কোথায় পাওয়া যায় তা জানতাম না।আমিও আপনাদের সাথে একমত পোসন করে একন থেকে রোবট ব্যবহার করার চেস্টা করব ।আশা করি আপনাদের উপদেশ কাজে আসবে এই আশা রাকলাম।
-
আমি মনে করি যে কোন ব্যবসারই একটা লক্ষ্য থাকে আর সেইটা হল মুনাফা অজন। আর ফরেক্স ও সেই রকমই একটা ব্যবসা যেখান থেকে আমরা মুনাফা অজন করতে পারি। আর বেশি সহজে ট্রেড করা আর মুনাফা অজন করার জব্যই আমরা ফরেক্সে রোবট ব্যবহার করে থাকি। তাই আমি রোবট ব্যবহারকে সমথন করি।তবে আমার মতে যারা ফরেক্সে নতুন তাদের রোবট ব্যবহার না করায় ভাল।
-
আজকে মুলত আলোচনা করব যারা এই পদ্ধতিতে ট্রেড করতে চান তাহলে আপনার সুবিধা গুলো কি, যেহেতু এই পদ্ধতিটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় একটি পদ্ধতি তাই এইখানে আপনার তেমন কোন কাজ নেই, তবে যেসব সুবিধার জন্য আপনি এই পদ্ধতিটি ব্যাবহার করতে পারেন তা হলঃ e a
-
আপনি ঘুমাবেন ea আপনার জন্য ট্রেড করবেঃফরেক্স মার্কেট ২৪ ঘণ্টাব্যাপী একটা মার্কেট তাই এইখানে সম্ভবত কারো পক্ষে সম্ভব নয় যে সারাক্ষন ট্রেডের সামনে বসে থাকা, কিংবা দিনে-রাতে এনালাইসিস করা কিংবা এমনও হতে পারে ভালো এনালাইসিস করতে না পারা সব মিলিয়ে আপনি যদি অসমর্থ হউন তাহলে আপনার জন্য ea একটি সিলেকশন হতে পারে,
-
কম্পিউটার প্রোগ্রাম ধারা লিখিত নির্দেশে পদ্ধতিটি স্বয়ংক্রিয়ভাবে ভিবিন্ন লজিকে টেকনিক্যাল এনালাইসিস করে আপনার ট্রেড ব্যাল্যান্স অনুযায়ী ট্রেডিং সিদ্ধান্ত নেই। তাই আপনাকে কিছুই করতে হয় না আপনি কি ঘুমাচ্চেন নাকি ট্রেড মনিটর করছেন তাতে তার কিছুই যায় আসে না, ভিবিন্ন সেশনে মার্কেট ভলাটিলিটি মেসার করে সে নিজে নিজেই ট্রেডিং স্টার্ট টু ক্লোজ , লস অ্যান্ড প্রফিট করে থাকে
-
ম্যানুয়াল ট্রেডিং এ যখন ট্রেডাররা নিজে নিজে ট্রেড করে থাকেন এই ক্ষেত্রে কিছু কিছু বিষয় তাদের বেস আবেগপ্রবণ করে তোলে যেমন, ভয় ,সঙ্কা, আত্মবিশ্বাস ইত্যাদি। যার প্রভাব ট্রেডের উপর চলে আসে এবং ট্রেডে নেমে আসে অনাকাঙ্ক্ষিত লস। কিন্তু যখন স্বয়ংক্রিয় অর্থাৎ রোবট দিয়ে ট্রেড পরিচালনা করা হয় সেখানে এই ধরনের বিন্দুমাত্র কোন সুযোগ থাকে না। কারন রোবট পরিচালিত হয় নির্দিষ্ট একটি পদ্ধিতিতে যেখানে অন্য কোন চিন্তার কোন অবকাশ থাকে না। রোবট এর একটি নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান থাকে বলে কোথায় স্টপ বা প্রফিট তা ইমোশনালি চিন্তার কোন প্রশ্নই উঠে না,,
-
রোবট ট্রেডিং এর মাধ্যমে আপনি আপনার ট্রেডের ব্যাকটেস্ট নিতে পারেন খুব সহজে। অর্থাৎ আপনার ট্রেডিং কতটুকু নিরাপদ কিংবা আপনার জন্য কতটুকু সুফল বয়ে আনছে ইত্যাদি জানতে পারবেন খুব সহজে,,,,
-
দ্রুত সময়ের প্রাইস মুভমেন্টের উপর ম্যানুয়াল ট্রেডিং এ সিদ্ধান্ত নেওয়া একটু কঠিন বা কারো কারো জন্য একেবারে অসম্ভব হয়ে উঠে,কিংবা এতো দ্রুত মার্কেট আনালাইসিস করে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না,কিন্তু এই কাজটি ও রোবট বা স্বয়ংক্রিয় পদ্ধতিটি করতে পারে খুব সহজে। দ্রুত প্রাইস মুভমেন্ট মার্কেটে ১-৫ মিনিটের চার্টেও ও রোবট ট্রেড করে যেতে পারে অনাসয়ে এবং নিয়ে আস্তে পারে কাঙ্ক্ষিত প্রফিট,
-
ট্রেডে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষ ট্রেডের নিতান্তই ইমোশনাল হতে পারে এবং ভুল করতে পারে এবং ভুল কেলকুলেশনে ট্রেড নেগেটিভ হয়ে যেতে পারে যা অবাস্তব কিছু কিন্তু নয়। তাই এই ক্ষেত্রে রোবট আপনাকে সেই সব ঝুঁকি থেকে সহজে পরিত্রাণ দিতে পারে,,