আমি এটা নিয়ে আর কি বোলবো সকলে সাথে আমি ও এক মত ,আমিও স্কালপিং পছন্দ করতাম তবে এর জন্য প্রায় সারা দিন চার্টের দিকে তাকিয়ে থাকতে হত। তাই এখন আর স্কাল্পিং করিনা।
Printable View
আমি এটা নিয়ে আর কি বোলবো সকলে সাথে আমি ও এক মত ,আমিও স্কালপিং পছন্দ করতাম তবে এর জন্য প্রায় সারা দিন চার্টের দিকে তাকিয়ে থাকতে হত। তাই এখন আর স্কাল্পিং করিনা।
আমি স্কাল্পিং পছন্দ করি না কাররন স্কাল্পিং করতে গেলে ফরেক্স মার্কেটে সবসময় বসে থাকা লাগে তাই আমি ফরেক্স মার্কেটে স্কাল্পিং পছন্দ করি না সবসময় ফরেক্স মার্কেটে বসে থাকতে ভালো লাগে না এই জন্য আমি ফরেক্স মার্কেটে স্কাল্পিং করতে পছন্দ করি না ।
স্কেল্পিং সম্পর্কে আমার কোন ধারনা ছিলনা। এখন জানতে পারলাম, স্কেল্পিং এর মাধ্যমে কম টাকা দিয়ে কম সময়ে আমরা টাকা আয় করতে পারি। স্কেল্পিং সম্পর্কে ভাল করে শিখতে হবে।
স্কাল্পিং খুবই ভালো ফরেক্স মার্কেটের জন্য যদি আপনি করতে পারেন কিন্তু এরে জন্য আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক দক্ষ হতে হয় আর আমি স্কাল্পিং পচন্ধ করি না কারণ এটার জন্য সারাদিন মার্কেট নিয়ে পরে থাকতে হয়
আমি স্ক্যাল্পিং খুব একটা পছন্দ করি না কারন যাদের অনেক ব্যালান্স তারা স্ক্যাল্পিং করে মজা পায় কারন এখানে বড় লট ব্যবহার করতে হয়।আর এটি অনেক রিস্কিও বটে।আমাদের মত ছোট ট্রেডারদের ছোট লটে লং ট্রেড করা উচিত।
হ্যাঁ।আমি স্ক্যাপিং পছন্দ করি।আমি বেশীর ভাগ সময়ই স্ক্যাপিং করি।স্ক্যাপিং করার সময় আমি ছোট ভলিউমের ট্রেড অপেন করি।তাতে আমার প্রতিদিন মুটামুটি ভালই প্রফিট থাকে।তবে স্ক্যাপিং খুবই রিস্কি একটু ভুল হলেই আপনাকে বড় ধরনের লসের সম্মুক্ষিন হতে হবে।
আমার মোনে হয় যার যেমন সুবিধা হয় সে সেমন ট্রেড করবে এটাই সাভাবিক । স্ক্যাল্পিং এর মাধ্যমে খুব কম সময়ে অধিক মুনাফা করা যায় । তাই এই ট্রেড এর জনপ্রীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । যাদের সময় কম তার এই ট্রেড করে থাকে । সব সময় ই এই ট্রেড করা যায় ।
আমি স্ক্যাল্পিং পছন্দ করি। কিন্তু সময়ের অভাবে সব সময় স্ক্যাল্পিং করা হয়ে ওঠে না। তবে মাঝে মাঝে করি। তবে স্ক্যাল্পিং করার জন্য অনেক ধৈর্য্যের প্রয়োজন। এর জন্য দীর্ঘ সময় ট্রেডে বসে থাকতে হয়। এই ট্রেড খুব অল্প সময়ের জন্য। অল্প লাভ নিয়েই সন্তুষ্টি থাকতে হয়ে। বার বার ট্রেড করতে হয়। অল্প পিপ লাভ হলেই ট্রেড বন্ধ করে দিতে হয়।
স্কালপিং করাটা আমি মোটেও পছন্দ করি না । এর জন্য প্রায় সারা দিন চার্টের দিকে তাকিয়ে থাকতে হয় । এছাড়াও স্কাল্পিংয়ে লাভের চেয়ে লসের হারই বেশী রয়েছে । আর শর্ট টার্ম ট্রেড করাটা খুবই ঝুঁকিপূর্ণ । তাই আমি লং টার্ম ট্রেডিং করি।
আসলে স্ক্যাল্পিং করা অনেক ঝামেলা কারন এই খানে আপনাকে সব সময় চ্যাট এর দিকে তাকিয়ে তাকতে হয় যা খুব বিরক্তকর তবে আপনার যদি এটা অব্যাসে পরিনত হয় তাহলে কোন সমস্যা নাই।এই শট টাম ট্রেড এ অনেক ঝুকিও থাকে যা সবাই করতে পারেন না।তাই আমি লংটাম ট্রেড করে থাকি।