-
যে ফরেক্স এর মত অন্য কোন ব্যবসা পারে কারণ আমি এই ফরেক্স ট্রেডিংয়ের এত আগ্রহী, কারণ আমি এই ফরেক্স ট্রেডিং থেকে আরো টাকা পাচ্ছি এটা নতুন প্রজন্মের জন্য জনপ্রিয় ব্যবসার হল ফরেক্স।বিশাল অভিজ্ঞতা এবং কিছু নৈশভোজ ট্রেডিং পদ্ধতি শেখা এবং অনুশীলন এই অর্থ বিশাল তৈরীর একমাত্র পন্থা ফরেক্স।ফরেক্স সেরা অনলাইন বাণিজ্য সব ট্রেড এর মধ্যে,আপনি তারপর আরো আয় করতে পারবেন,এর জন্য জ্ঞান থাকতে হবে তোমাদের,ফরেক্স এ ধারনা না থাকলে তারপর এটা আপনার জন্য বিপজ্জনক বাণিজ্য হবে তাই শিখতে হবে।ফরেক্স ট্রেডিং বিশাল লাভ করতে এটা খুব কঠিন এবং দীর্ঘ সময় প্রক্রিয়া ফরেক্স ট্রেডিং নিয়ম সঠিকভাবে শিখতে আপনার অনেক জ্ঞান থাকতে হবে ও অভিজ্ঞতা থাকতে হবে।ফরেক্স ট্রেডিং এর জন্য নিজেকে তৈরি করতে বিশাল মুনাফা চেষ্টা আয় করতে হয়, সঠিক অর্থ ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ আবেগ,ফরেক্স ইত্যাদি সম্পর্কে শেখার দরকার আছে।
-
ফরেক্স হলো একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস এখানে পৃথিবীর অনেক দেশের মানুষ যুক্ত আছেন। আর এখানে প্রডাক্ট বলতে অনেক গুলো আছে তবে তা বিভিন্ন দেশের মুদ্রার মাধ্যমে কেনা বেচা হয়। যেমন তেল,স্বর্ন,রৌপ্য, এছাড়াও অর্থনৈতিক এবং রাজনৈতিক দলের প্রভাবে মুদ্রার উত্থান পতন ঘটে। যা এই মার্কেটে প্রভাবিত করে। এখানে ট্রেডারগন এই ডিজিটাল মুদ্রা গুলো কেনা বেচার মাধ্যমে লাভ ক্ষতি করে থাকে
-
ফরেক্স মার্কেট আসলে এখানে মুদ্দ্রা কেনা বেচা সুতরাং একটি দেশের মুদ্দ্রা কিনে তাদের দেশের মুদ্দ্রা দাম যখন বিদ্ধি পাই তখন লাভ হয় আর যখন কমে যাই তখন লস।সুতরাং কারেন্সি কমার আগে ট্রেড ক্লোজ করতে হবে।ফরেক্স হচ্ছে অনলাইনে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের একটি আন্তর্জাতিক মার্কেট প্লেস। ফরেক্স মার্কেটে অর্থনৈতিক ভাবে শক্তিশালী বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা করা হয়।ফরেক্স এ একটি মুদ্রার দাম কমুক ব আ বাড়ুক আপনি দুই ক্ষেত্রেই লাভবান হতে পারবেন।আপনি যদি কোন একটি মুদ্রা বাই করে রাখেন এবং সেটির যদি দাম বাড়ে তাহলে আপনি লাভ করতে পারবেন।আবার আপনি যদি কোন মুদ্রা সেল করে রাখেন তাহলে যদি ঐ মুদ্রার দাম কমে তাহলে আপনার লাভ।
-
ফরেক্স হচ্ছে একটি ব্যবসায় । এই ব্যবসায় হচ্ছে অন্য দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করা । সহজ কথায় আপনি এক দেশের টাকা দিয়ে অন্য দেশের টাকা বা মুদ্রা ক্রয় বিক্রয় করবেন । ফরেক্স মাকেট এর নানা রকম সুবিধা রয়েছে । আপনি খুব সহজেই বাসা থেকে ট্রেড করতে পারবেন ।ফরেক্স হচ্ছে একটি আন্তর্জাতিক মানের অনলাইন ব্যাবসা।। ফরেক্স করে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তনন করতে পারি।। ফরেক্স হচ্ছে একটি আন্তর্জাতিক মানের অনলাইন মুদ্রা ব্যাবসা।। ফরেক্স করার জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে।।ফরেক্স হচ্ছে বিদেশী মুদ্রার ব্যবসা। এর সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে থাকে। এর এক সাথে একদেশের মুদ্রা ক্রয় করা হয় ও অপর দিকে আরেক দেশের মুদ্রা বিক্রয় করা হয়। ফলে আপনি যে কোন দিকেই ট্রেড করতে পারবে।
-
ফরেক্স হল আন্তর্জাতিক মুদ্রা কেনা-বেচা করার মার্কেট প্লােস, এই মার্কেটের পণ্য হল বিভিন্ন দেশের কারেন্সি বা টাকা এবং তার মান, আপনার সন্দেহ থাকতে পারে মান কি? বিদেশী ডলার/ইউরো বা যেকোনো দেশের ডলার/ টাকা এগুলোর দাম উঠা নামা করে যেমন ঃ- ১ ডলার = ৭৫ টাকা, এটা বেড়ে ৮০ টাকা হতে পারে আবার কমে ৭০ টাকা হতে পারে আর এই কমে যাওয়া বা বেড়ে উঠার মাধ্যমেই আয় করতে হয়।
-
আমেরিকা বা usa এর কারেন্সি হছে ডলার, ব্রিটেন বা uk এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা পাউন্ড ব্যাতিতও আর বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেট এ আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন।