-
ইন্ডিকেটর হচ্ছে এমন একটা ট্রেডিং টুল যেটা মার্কেট এর গতিবিধি পর্যালোচনা করে। এটা মার্কেট এর দিক পরিবর্তনের সাথে সাথে নিজে পরিবর্তন হয়। তবে বেশির ভাগ সময় এটা ফলো করে ট্রেড করতে পারলে লাভ করা যায়। তবে তার জন্য দরকার সে ইন্ডিকেটোর এর পরিপুর্ণ ব্যবহার করার নিয়ম জানা। সেটা সম্পর্কে দক্ষতা অর্জন করা। ট্রেডিং এর পূর্বে ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করলেই ইন্ডিকেটর এর ব্যবহার করা লাগে না।
-
ফরেক্স মার্কেটে অনেক ধরনের ইন্ডিকেটর এবং মুভি এভারেস ব্যবহার করে বিভিন্ন ট্রেডাররা ট্রেডিং পরিচালনা করে থাকে। ইন্ডিকেটর এর মাধ্যমে প্রফিট করা যায় তবে ইন্ডিকেটর সব সময় সঠিক সিগনাল দেয় না তাই ইন্ডিকেটর সঠিকভাবে এনালাইসিস করে নিজের সাথে ওটা কি ঠিক করে নিতে হবে ইনডিকেটরের উপরে অন্ধ বিশ্বাস করে ট্রেডিং করা বোকামি অ্যানালাইসিস করতে হবে এবং বুঝতে হবে এই এন্ট্রি আসলে কতটুকু কাজ করে এবং কখন কখন কি কাজ করে
-
ইন্ডিকেটর দেখে ট্রেড করা ভাল কিন্তু ফরেক্স এতো সহজ ব্যবসা না যে শুধু মাত্র ইন্ডিকেটর দেখে ট্রেড করলেই প্রফিট হবে । আসলে ফরেক্স ব্যবসা লস খুব সহজে হয়ে থাকে । তাই আমার মতে শুধু ইন্ডিকেটর দেখে ট্রেড করা মোটেই ঠিক না । ইন্ডিকেটর দেখে ট্রেড করলেই যে লাভবান হতে পারা যাবে সেটা ঠিক নয় ।আমরা আগে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই জীবনে উন্নতি করতে পারব ।
-
ফরেক্স এ যার যার দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে যার যার সুবিধা মতে ফরেক্স করে ফরেক্স থেকে আয় করে থাকেন। কেউ মার্কেট এ ফাইন্টামেটাল, টেকনিক্যাল ও সেন্টিমেটাল এনালাসিস করে ট্রেড করে থাকেন। আমি মার্কেট এর টেকনিক্যাল এনালাইসিস করে মার্কেট এর মুভিং এভারেজ, আর.এস.আই. জিগজ্যাগ ও পারাবলিক স্যার ব্যবহার করে ফরেক্স এ ট্রেড করে থাকি। এতে আমার টার্গেট অনুযায়ী আমি ফরেক্স করে প্রফিট অর্জন করে সাফলতা অর্জন করি।
-
ফরেক্স মার্কেট এ আমরা সাধারণত ইনডিকেটর দেখে ট্রেড করি। তবে এর পাশাপাশি আমরা ফরেক্স মার্কেট এ তিন ধরণের এনালাইসিস করি। এই এনালাইসিস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি। ইনডিকেটর ব্যবহারকে এভাবে সঠিক প্রয়োগ করা যেতে পারে যে আপনি এনালাইসিস করেছেন এবং তার রেজাল্টের সাথে ইনডিকেটরের সিগন্যাল এ কোন মিল আছে কিনা ।
-
যথেষ্ট কষ্ট করে প্রাইজ একশান স্ট্র্যাটেজী শিখেছি এবং তার সঠিক প্রয়োগেই ট্রেড করার চেষ্টা করি ৷ ফরেক্স মার্কেটে প্রাইস একশান স্ট্র্যাটেজী-ই একমাত্র নির্ভরযোগ্য ট্রেডিং কৌশল৷আমি কোনো প্রকার ইনডিকেটরের উপর ভরসা করে ট্রেড করিনা কারণ অসংখ্য ইনডিকেটর রয়েছে অথচ সেগুলো কখোনোও আপনার ভবিষ্যত এন্ট্রী সম্পর্কে সুস্পষ্ট কিছুই নির্দেশ করতে পারবে না৷যেকোনো ইনডিকেটর তেমন কিছুই বলতে পারবে না যে প্রাইস এখন আপে যাবে না কী ডাউনে যাবে৷
-
আমার কাছে কি মনে হয় জানেন ভাই ? অনলাইন এর যত সব ইন্ডিকেটর আছে তার বেশিরভাগই হল ভুয়া। তারা জনগনের কাছ থেকে মিথ্যা বলে টাকা মেরে খাই। আবার অনলাইন এর অনেক বড় বড় ট্রেডার আছে যারা সিগনাল দিয়ে থাকে টাকার বিনিময়ে। আরে ভাই অতই যদি আপনার সিগনাল এ কাজ করবে তাহলে আপনি ট্রেড না করে সিগনাল বিক্রি করে বেড়চ্ছেন কেন ?
-
আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা ইন্ডিকেটরের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে ট্রেড করে থাকেন। যারা মনটা করেন তারা মোটেও ঠিক করেন না। কারণ অনেক সময় ইন্ডিকেটর বা রোবটের সিগন্যাল সঠিক নাও হতে পারে। তাই আপনার উচিত ইন্ডিকেটর এর উপরে পুরোপুরি নির্ভরশীল না হয়ে নিজেই এনালাইসিস করে তারপরে ট্রেড করা। এতে করে আপনার জানা ও জ্ঞানের পরিধি বাড়তে থাকলো।
-
অনেকের ধারনা ইন্ডিকেটর গুলো ঠিক মতো কাজ করেনা। তাই যত দোষ নন্দ ঘোষ টাইপ মানসিকতা নিয়ে আমরা বলে ফেলি ইন্ডিকেটর গুলো ভুয়া। কিন্তু আসল ব্যপার হল আমরা ন্ডিকেটর ব্যবহারের নিয়ম কানুনই জানিনা। একজন দক্ষ ট্রেডারের অন্যতম গুন হল ইন্ডিকেটর এর সঠিক ব্যবহার করা।তবে বেশি ইন্ট্রিগেটর আপনার ট্রেডিং এ গোলমাল পাকাতে পারে। আমি বলব আপনি যে ইন্ট্রিগেটর বুঝেন সেগুলোর সঠিক ব্যবহার করুন তাহলে সুফল পাবেন আশা করি।
-
আমি একজন নতুন ফরেক্স ট্রেডার হিসেবে জানার জন্য বা জ্ঞান অর্জনের জন্য ইন্ডিকেটর আমার মধ্যে শুরুতেই ব্যবহার না করাই বেটার। আমি যদি প্রথম অবস্থায় ইন্ডিকেটর ব্যবহার করি তাহলে ফরেক্স সম্পর্কে আমার পরিপূর্ণ জ্ঞান লাভ হবে না। তাছাড়া অনেক সময় আমরা ইন্ডিকেটর উপর নির্ভর করে আমাদের লস করতে হয়।