-
না আমাজে কেউ এই বিজিনেস হাতে কলমে ধরে শিক্ষায় নি,আমি আমার নিজের চেষ্টায় এই বিজিনেস শিখেছি,আমি সাধারণত অনলাইন এ গুগল এবং ইউটিউব এর মাধ্যমে এই বিজিনেস টা শিখি,তাছাড়া আমি ফরেক্স শিখতে অনলাইন এ আমি অনেক ট্রেনিং সেন্টার এ জইন করি তাছাড়া কমি ডেমো অনুশীলন এর মাধ্যমে ফরেক্স লার্ন করি।
-
হ্যাঁ আমি ফরেক্স ট্রেডিং আমার এক সারের কাছ থেকে শিখেছি। সে আমাকে অনেক যত্ন সহকারে নিজের ভাইয়ের মত শিখিয়েছেন এমনকি আমাকে প্রফিট করিয়ে ছেড়েছে। এখন আপনাদের দোয়ায় আমি প্রতিমাসে ৩০-৪০% প্রফিট করতে পারি। ধন্যবাদ
-
ফরেক্স ট্রেডিং কারর কাছ থেকে শিখি বা আমারশিখার মত তেমন কোন জায়গা বা সুযোগ ছিল না আমি আমার নিজের ইচ্ছা এবং গরজেই ফরেক্স শিখতে পেরেছি।আমি ও তার কাছ থেকে সেই সকর কেৌশল অনেকটা আয়েত্ব করে নিতে সক্ষম হয়েছি।
-
আমি ফরেক্স নিজে নিজে শিখেছি। আসলে দেখেছি অনেকেই যারা একটু মার্কেট থেকে প্রফিট করে তারা যেন অনেক উপরে উঠে যায়। কোন কিছু শেখাতে বললে এরকম প্রাইচ্ এর কথা বলে যে প্রাইচ এ তার কাছে কোর্স করা অসম্ভব হয়ে পড়ে।
-
আমি ফরেক্স হাতে নাতে শিখেছি।আমি মনে করি ফরেক্স একটা সহজ ব্যবসা নয়।তাই আমি সিরিয়াসলি ফরেক্স শিখার জন্য এক বড় ভাইয়ের কাছ থেকে হাতে নাতে ফরেক্স শিখা শুরু করি।সে আমাকে ট্রেডিং শিখানোর সবরকম চেষ্টা করেছে। অনলাইনের মাধ্যমে মার্কেট এনালাইসিস করার পর ট্রেড করতে হয়। তার পরেও আমি মনে একজন অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে হাতেনাতে শিখে নেওয়া ভাল। তাহলে ট্রেড করতে ভুল কম হয়। আর ট্রেড করার আগে ডেমো থেকে ভালো করে অবশ্যয় শিখে নিতে হবে।
-
জি ভাই , আমি মূলত ফরেক্স টা একজনের কাছ থেকে হাতে নাতে শিখেছি। ফরেক্স মার্কেটিং এর নামটা শুনার পর তার প্রতি আমার আলাদা একটা কওতুহল জাগলো । তার পর আমি ওই বড় ভাইয়ের কাছ থেকে ডেমো থেকে শুরু করে আজ রিয়েল ট্রেডিং ও করছি বটে। তবে হে , ফরেক্স মার্কেটিং এর ট্রেডিং সম্পর্কে আরও অনেক অজানা তত্ত্ব আমি এই ফোরাম এবং অনলাইন থেকে ও কালেক্ট করেছি।
-
ফরেক্স সম্পর্কে প্রথম এ আমি শুনি আমার বন্ধুর কাছে । ও আমাকে সবকিছু বোঝাই দেই। তারপর আমার বন্ধু কিছু ফরেক্স এর বই দেই এবং কিছু সাইট এর লিঙ্ক দেই। এই সব কিছু আলোচনা করে আমি ফরেক্স শিখি। প্রথম এ বুঝতে একটু কষ্ট হলেও শিখার পর আমার খুব ভালো লাগে। একজন মানুষ ফরেক্স বিজনেসকে পেশা হিসেবে নিতে পারে।প্রিয় বন্ধু ফরেক্স এ অনেক আগ থেকে করে যার কারনে সে অনেক অভিজ্ঞ। আমি তার কাছ ফরেক্স শিখে আজ আমি ও অনেক টাকা আয় করতেছি।
-
ফরেক্স টা একজনের কাছ থেকে হাতে নাতে শিখেছি। ফরেক্স মার্কেটিং এর নামটা শুনার পর তার প্রতি আমার আলাদা একটা কওতুহল জাগলো । তার পর আমি ওই বড় ভাইয়ের কাছ থেকে ডেমো থেকে শুরু করে আজ রিয়েল ট্রেডিং ও করছি বটে। ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান এবং অবিজ্ঞতা অর্জন করতে পারলে আমি ফরেক্স মার্কেট থেকে ভাল টাকা আয় করতে পারব।
-
ফরেক্স আমি আমার এক বড় ভাই এর কাছ থেকে শিখেছি। আমি ফরেক্স এ যখন নতুন শুনেছি যে অনেক টাকা আয় করা যায়। তখন থেকেই আমি আমার দাদাকে বললাম তিনিও ফরেক্স করে থাকেন। তাই আমি আমার বড় দাদার সাথে জয়েন করে তিনি আমাকে ফরেক্স সম্পর্কে জ্ঞান দিতে থাকেন। তারপর তিনি আমাকে একটি ডেমো একাউন্ট খোলে তারপর ফরেক্স এ প্রাকটিস করতে বলেন। আমিও ফরেক্স এ ডেমো একাউন্ট খোলে প্রাটিকস করা শুরু করি। ধন্যবাদ।
-
আমি ওই বড় ভাইয়ের কাছ থেকে ডেমো থেকে শুরু করে আজ রিয়েল ট্রেডিং ও করছি বটে। সে আমাকে প্রথমে ফরেক্স সম্পর্কে অনেক কিছু বলেছেন তার পার আমাকে হাতে নাতে কিছু শিখিয়েও দিয়েছেন। আমি মনে করি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান এবং অবিজ্ঞতা অর্জন করতে পারলে আমি ফরেক্স মার্কেট থেকে ভাল টাকা আয় করতে পারব।