-
আমার ফরেক্সে আগমন হয়েছে গুগল ডট কম এর মাধ্যমে।মানে গুগল ডট কম আমাকে ফরেক্সে নিয়ে এসেছে।যখন আমি কিছুই করতাম না তারপর একদিন গুগল ডট কমে ঢুকে উপার্জনের বিভিন্ন সাইট খুজতে থাকলাম।এভাবে গুগলের সহায়তায় ফরেক্স করতে আগ্রহী হয়ে উঠি।এবং গুগলের মাধ্যমেই সবকিছু শিখি।তবে আমার এক ফুফাতো ভাই ফরেক্স করতো যার কাছ থেকে পরবর্তীতে অনেক কিছু শিখেছি।
-
আমি সর্বপ্রথম আমার এক বন্ধুর কাছে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারি এবং দেখি যে আমার বন্ধু ফরেক্স মার্কেট থেকে বেশ ভালো টাকা আয় করছে। আমি কিছুদিন তার কাছ থেকে ফরেক্স সম্পর্কে ধারনা নিয়ে ফরেক্স করা শুরু করি।প্রথম প্রথম লস করলেও এখন মোটামুটি ফরেক্স থেকে অনেক ভালো আয় করতে পারি।
-
সত্যি কথা বলতে কি আমি আজও সরাসরি কারো কাছ থেকে ফরেক্স সম্পর্কে শিখতে পারি নি । আমি শিখেছি ইন্টারনেটের মাধ্যমে একজন সিনিয়র ভাইয়ের (জেম্স ভাই) কাছ থেকে (বাড়ী সম্ভবত: বগুড়া-গাইবান্ধা) এবং বাবুল নামে আরেকজন ট্রেডারেরও সহযোগীতা ছিল। এজন্য তাদেরকে ধন্যবাদ-তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি। যেহেতু তারা এমন একটা ভাল জিনিসের সন্ধান দিয়েছেন।
-
ফরেক্সে খুব বেশী দিন হয়নি । আমার এক পরিচিত বড় ভইয়ের কাছ থেকেই ফরেক্স সম্পর্কে জেনেছি।তবে বেশ ভালই লাগছে। যদি শিখতে পারি আমার মনে হয় ফরেক্স দিয়ে ভাল কিছু করা যাবে। টিকে থাকতে পারলে মনে হয় ভাল প্রফিট করা যাবে।
-
ফরেক্স মার্কেটে সর্বপ্রথম আমার এক বন্ধু এর মাধ্যমে আসি। তিনিই আমাকে ফরেক্স সম্পর্কে ধারনা দেন। তার নিকট হইতে আমি ফরেক্স সম্পর্কে ধারনা পাই। আসলে তার প্রতি আমি কৃতজ্ঞ কারন ফরেক্স মার্কেটে এসে আমি আসলেই অনেক আনন্দিত। আমি চাই ফরেক্সে একজন ভাল ট্রেডার হতে এখন আমার এটি অনেক বড় স্বপ্ন।
-
ফরেক্স মার্কেট এ আমি আমার এক বড় ভাই এর মারধমে এসেছি,তিনি আমাকে ফরেক্স এর ব্যাপারে সব বলে ছিলো এবং ফরেক্স এর বেসিক টু এ্যাডভান্স লেভেল আমাকে শিক্ষায়,তারপর আমাকে একটি ডেমো একাউন্ট খুলে দেয় এবং ৬ মাস অনুশীলন করতে বলে,এই ভাবে আমার ফরেক্স এ যাত্রা।
-
আমি ফরেক্স সম্পর্কে কোনও কিছু জানতাম না।ফরেক্স কি ধরণের বিজনেস বা এখানে কি কাজ করা হয়।ফোরাম কি। ফোরামের কাজ কি।ট্রেড কি।ট্রেডিং করতে হয় কিভাবে।এগুলো সবই শিখেছি আমার এক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে।সে আমাকে প্রথম ফরেক্স সম্পর্ক জানায়।ফরেক্স ফোরামে পোষ্ট করার জন্য উৎসাহ দেয়।সে আমার একাউন্ট ওপেন করে দেন এবং কিভাবে সবকাজ করতে হয় বলেন এবং শেখান।তার মাধ্যমে আমি সববিষয়ে জানতে সক্ষম হয়েছি।আর এখন ভালো করে পোষ্ট করতে পারছি।
-
ফরেক্স মার্কেটে আমার হাতে খড়ি হয় আমার পরিচিত এক বড় ভাইয়ের মাধ্যমে,যে দীর্ঘদিন যাবৎ ফরেক্স মার্কেট এ সফলতার সাথে ব্যবসা করে আসছে,মূলত আমি অনলাইনে কাজ করার ব্যাপারে আগ্রহী ছিলাম এবং যখনই এই আগ্রহটা তার কাছে প্রকাশ করি তখনই সে আমাকে ফরেক্স এর ব্যাপারে বিস্তারিত ভাবে বলে, এবং ফরেক্সে কিভাবে ট্রেডিং করতে হয়,কিভাবে লাভ লস হয়ে থাকে সমস্ত বিষয় সম্পর্কে আমাকে ধারণা দেয়।পাশাপাশি ফোরামে অ্যাকাউন্ট ওপেন করে দেয় এবং ফোরামে পোস্ট করার ব্যাপারে উৎসাহ প্রদান করে, তারপরেই আমি তার কথামতো ফোরামে পোস্টিং শুরু করি যার ফলে ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান ও ধারণা লাভ করতে পারি। পাশাপাশি ফোরাম থেকে অর্জিত বোনাস ডিপোজিট করে ফরেক্স ট্রেডিং শুরু করি। এবং বর্তমানে আমি ফরেক্স থেকে মোটামুটি খুব ভালো একটা প্রফিট করতে পারছি।
-
হ্যা আমার এক বন্ধুর মাধ্যমে ফরেক্স এ এসেছি। সে সব সময় ফরেক্স নিয়ে কথা বলত। মাঝে মাঝে পার্টি দিয়ে আমাদের খাবাতো। বলতাম এত টাকা কই পাস? ও বলত ফরেক্স থেকে। এক দিন আগ্রহ নিয়ে ওকে বলি আমারে ও শিখা। এ শিখাতে লাগল আর আমি ও ফরেক্স নিয়ে বিভিন্ন সাইডে গবেষণা শুরু করলাম। সেই থেকেই ফরেক্স এ পথ চলা শুরু।
-
এটি এলোমেলোভাবে ব্যবহার করে আয়ের নির্ভরযোগ্য উত্স হিসাবে ভাল ব্যবসায়ের ব্যবসা করতে পারে এমন প্রত্যেকের জন্য এটি দুর্দান্ত বাসন এবং আমরা এতে আরও বেশি সময় দিতে পারি এবং আরও বেশি অর্থ উপার্জনের চেষ্টা করতে পারি এবং এখানে আমরা কঠোর পরিশ্রম করে আমাদের চেষ্টা করার চেষ্টা করি আমাদের অন্যান্য কাজের চেয়ে আয় বেশি, এবং এখানে আয় করা খুব সহজ