-
ফরেক্স মার্কেট এ উদ্দেশ্যহীনভাবে ট্রেড করে লাভবান হওয়া যাবে না। যেকোন একটি সিস্টেম নিয়ে ট্রেড শুরু করতে হবে ডেমোতে তারপর ট্রেড করতে থাকবেন। এবং দেখতে থাকবেন আপনি যে ভূল গুলো করলেন সেই ভূলগুলো কেন হলো এবং এনলাইসিস করার চেষ্টা করবেন যে আপনি আরও কোন পদ্ধতিতে যদি ট্রেড নিতেন তাহলে লাভ হতো। যদি আপনি আপনার করা ভূলগুলোও এনালাইসিস করতে পারেন আমার মনে হয় ৬ মাসের ভেতরে আপনি একটি ভাল দিক পাবেন যা থেকে আপনি ট্রেডিং এর উপর ভরসা করতে পারবেন। আপনার ট্রেডিং কে ডেমোতে পুরোপুরি কারেকশন না করে কখনও রিয়েল ট্রেড এর দিকে যাবেন না।
-
উ্দ্দেশ্যবিহীন কোন কিছুই ভাল নয় একটি নিদিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখেই মূলত আমরা বিবিধ প্রকার কার্য সম্পান্য করে থাকি ফরেক্স মাকেৃটে ট্রেড করার ক্ষেত্রেও একটি উদ্দেশ্য থাকে আর তা হর কাঙ্খিত মানের প্রফিট আর সেই উদ্দেশ্যকে বাস্তবে রুপদান করতে হলে ট্রেডিং জ্ঞানের আরোকে ট্রেড করার কোন বিকল্প নেই।
-
লজিক ছাড়া ট্রেড করলে কোনদিন প্রফিট্যাবল হওয়া যাবে না। কেননা মার্কেট ডাউন বা আপ হওয়ার কারেন্সি উইক বা স্ট্রং হওয়ার পেছনে সেই দেশের কারিনসি অর্থনৈতিক অবস্থার ওপর। কেননা আপনি যদি সেই দেশের বর্তমান অবস্থা্ না বুঝে ট্রেড করেন তাহলে লস করবেন।
-
উদ্দেস্যবিহীন ট্রেড কখনো সফলতা এনে দিতে পারবে না। একটা লক্ষ স্থির করে এগোতে হবে। ফরেক্র যেমন লাভ হয় তেমন লস জনক ব্যাবসা। লাভ করতে হলে সঠিক পথ ধরে এগোতে হবে। সঠিক সমায়ে মাকের্ট বুজে ট্রেড নিতে হবে। প্রাইস একটু বাড়লেই এন্টি নেওয়া যাবে না বা একটু কমে গেলে লাভের ট্রেড ক্লোজ করা যাবে না। তা নাহলে আপনার সঠিক উদ্দেশ্য সফল হবে না। নিয়ম মেনে ট্রড করতে হবে মন চাইলেই ট্রেড করা যাবে না। একটা ট্রেডিং ফরমুলা বের করে নিয়ম মেনে ট্রেড করতে হবে।
-
উদ্দেশ্যে ছাড়া আসলে মানুষ কোন করতে চায় না বা করেন না। এবং অবশ্যই কোন ভাল কাজের পরিণাম তার সৎ* উদ্দেশ্যের উপর নির্ভর করে উপস্থিত হয়। সেরকম ফরেক্সেও আপনাকে একটা টার্গেট একটা উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে, কোন রকম অনিয়ম করা যাবে না, উদ্দেশ্যবিহীনভাব ট্রেড করা যাবে না। কারন এটা করতে গেলেই এখানে বিশাল বড় রকমের পরিণাম ভোগ করতে হবে যেটা পরবর্তিতে আপনার পক্ষে বহন করা সম্ভব নাও হতে পারে।
-
বৈঠা ছাড়া নৌকা আর উদ্দেশ্যেবিহীন ট্রেড করা কখনোই আপনার ট্রেডিং লাইফে টিকিয়ে রাখতে পারবে না। কোন এক সময় আপনি ডুবে যাবেন, মানে হারিয়ে যাবেন ট্রেডিং জগৎ থেকে। তাই সময় নিয়ে মার্কেট এনালাইসিস সহ বিভিন্ন বিষয়ে স্টাডি করে তারপর শক্ত হাতে বৈঠা ধরতে হবে। তাহলেই শুধু পারবেন ট্রেডিং জগতে টিকে থাকতে।
-
উদ্দেশ্যবিহীন ট্রেড করলে তার পরিনাম লস ছাড়া আর কি বা হতে পারে। কেননা আপনি যদি ভালো ভাবে অ্যানালাইসিস করে মার্কেট সম্পর্কে না বুঝতে পারেন যে মার্কেট পরবর্তীতে কোথায় যেতে পারে তাহলে কখনোই মার্কেট এ টিকে থাকা সম্ভব না। সুতরাং বুঝে শুনে ট্রেড করতে হবে।
-
আসলে আমি এই মার্কেটে এসে যতটা ফরেক্স সম্পর্কে বুঝতে পেরেছি তার উপর নির্ভর করে এটা বলতে পারি যে উদ্দেশ্য নিয়েই এই মার্কেটে ট্রেড করতে হবে। আর উদ্দেশ্যবিহীন হয়ে যদি ট্রেডিং কৌশল পরিচালনা করতে চান তাহলে কখনও এই মার্কেটে টিকে থাকতে পারবেন না বরং লোকসান ছাড়া কিছুই করতে পারবেন না। অতএব ফরেক্স মার্কেটে ভাল কিছু করতে চাইলে আপনাকে অবশ্যই উদ্দেশ্য নিয়েই ট্রেডিং কৌশল পরিচালনা করতে হবে। তাছাড়াও পাশাপাশি আপনাকে মার্কেটের সকল খুটিনাটি বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কারণ এই মার্কেটে টিকে থাকার একমাত্র লক্ষ্যই হল জ্ঞান অর্জন করা আর উদ্দেশ্যবিহীন ভাবে ট্রেড করলে আপনি কখনও টিকে থাকতে পারবেন না।
-
আমার মনে হয় উদ্দেশ্যহীন ভাবে ট্রেড করা বলতে বুঝাই না জেনে না এনালাইসিস করে খেয়াল খুশি মত ট্রেড করা । আর এভাবে ট্রেড করতে থাকলে কখন সফল হওয়া যায় না । লস করতে করতে একটা সময় আপনার একাউন্ট জিরো হয়ে যায় । নতুন ট্রেডার রা সাধারনত এধরেনের ভুল গুলো বেশি বেশি করে থাকে এবং একটা সময় তাদের একাউন্ট জিরো করে ফেলে । তাই ত্রেদকরার সময় মাথা ঠান্ডা রেখে খুব বুঝে শুনে ট্রেড করতে হবে । ফরেক্স এ সফল হতে হলে এনালাইসিস করেই ট্রেড করতে হবে ।
-
জীবনে সঠিক টার্গেট না থাকলে আমাদের বেশি দূর যাওয়া সম্ভব না। ফরেক্স এমন একটা মার্কেট প্লেস যেখানে থাকতে হবে আমাদের সঠিক উদ্দেশ্য । উদ্দেশ্য ছাড়া ট্রেডিং করে আপনাকে ফকির হাওয়া ছাড়া পথ নেই। তাই আমি মনে করি আমাদের সব ট্রেডিং এর বেলায় ভাল ভাবে এনালাইসিস করা । প্লান ছাড়া ফরেক্স ট্রেডিং করা এক ধরনের বুকামি ছাড়া আর কিছুই না।